সময়টা বড্ড ব্যস্ততায় কাটছে
"হ্যালো",
খুব ভালো আছি বলতে পারবো না মোটামুটি ভালো আছি। কেননা এ মাসে বাসা চেঞ্জ করছি প্রচুর কাজ হাতে। আর অগোছালো সবকিছু মনে হচ্ছে কবে সবকিছু ঠিকঠাক হবে। এত সব জিনিসপত্র গোছাতে গোছাতে হাঁপিয়ে উঠেছি। সবকিছু ধোয়া মোছা থেকে শুরু করে নিজেকেই বেশিরভাগ করতে হচ্ছে আসলে কাজের লোকের ওপর তো আর ভরসা করে থাকা যায় না। আজকে কাজ সারতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তাই গোসল করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই প্রথমবার বাসা চেঞ্জ করছি তাই বুঝতে পারছি বাসা চেঞ্জ করা কত কষ্টকর।
যাইহোক সব কাজকর্ম সেরে গোসল করে ছাদে চলে গিয়েছিলাম। আমার বাসায় যে খালা কাজ করেন কিছু শাক এনে দিয়েছিলেন গ্রাম থেকে। আমি মাঝেমধ্যে ওনার কাছ থেকে শাক নেই। উনিও মাঝেমধ্যেই নিজের থেকেই শাক এনে আমাকে দেয় কিছু টাকা দিলে উনার যাওয়া আসার ভাড়া হয়ে যায়। যাইহোক ভাবলাম এই অগোছালো বাসায় আর ভালো লাগছে না তাই ছাদে গিয়ে শাকগুলো বেঁছে নেই।
আমি এবং আমার জা মিলে শাক বেঁছে নিচ্ছিলাম ছাদে বসে। বাবু ওর বাবার সাথে বিকেলে বাহিরে যায়। এক দিকে একটু ফ্রি লাগছিলো কারণ বাবু থাকলে চুপচাপ ছাদে বসে থাকতে পারি না ওর সঙ্গে দৌড়াতে হয়।শাকগুলো বেছে নিতে আকাশের দিকে তাকাতেই খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম।মনে হচ্ছে আকাশে কেউ এক পালা আগুন ঢেলে দিয়েছে। অথচ পুরো আকাশ মেঘলা হয়ে ছিলো মনে হচ্ছিলো বৃষ্টি হবে। আমার যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। সাথে সাথে আমি কিছু ফটোগ্রাফি করি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
তো এই ছিল আমার ছাদে বসে কয়েকটি ফটোগ্রাফি আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।
আপু আপনি খুব বেশী ব্যস্ত সময় কাটাচ্ছেন।কারন বাসা চেঞ্জ করা খুবই ঝামেলার কাজ।আপনি শাক বাছতে চাদে গেলেন আর আকাশের বেশকিছু ফটোগ্রাফি করলেন।সত্যিই আকাশটা খুব সুন্দর লাগছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি ব্যস্ত সময়টাকে কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
হ্যাঁ আপু সবকিছু মিলিয়ে বেশ ব্যস্তই যাচ্ছে সময় গুলো ।
বাসা চেঞ্জ করাটা আসলেই অনেক ঝামেলার। সবকিছু ঠিকঠাক করতে করতে প্রায় বেশ কিছুদিন লেগে যায়। আপনারা দুই জা মিলে খুব সুন্দর একটি পরিবেশে শাক কেটেছেন দেখছি। আকাশের ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। সূর্যাস্তের পর এরকম আকাশ দেখতে কার না ভালো লাগে। যাই হোক খুব তাড়াতাড়ি ব্যস্ততা কাটিয়ে উঠুন এই কামনা করি।
আসলে ওই দিনের মুহূর্তটা বেশ ভালই ছিল এবং যার কারণে হয়তো এই মুহূর্তটা বন্দি করতে পেরেছিলাম।
আপনি ঠিক বলেছেন আপু, বাসা পরিবর্তন করা খুবই কষ্টকর একটি কাজ। আসলে প্রত্যেকটা জিনিসপত্র আবার ঠিকঠাক করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আসলে আমি নিজেও শাক সবজি অনেক বেশি পছন্দ করি। শহরে এসব জিনিস পাওয়া যায় না এত বেশি। পাওয়া গেলেও ভেজাল থাকে। সামনে কখনো ঢাকা গেলে আপনার জন্য শাকসবজি নিয়ে যেতে হবে দেখতেছি। আসলেই বিকাল বেলা মাঝে মাঝে আকাশটা খুব সুন্দর দেখায়। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।
আপু আমার যতদূর মনে পড়ছে ,ভাইয়ার একটি পোষ্টে আপনাদের আগে একবার বাসা চেঞ্জ করার কথা পড়েছিলাম।আসলেই খুবই কষ্টকর একটি গোছানো বাসা চেঞ্জ ।গ্রামের শাক গুলি বেশ টাটকা ও সুস্বাদু খেতে লাগে।ছবিগুলো সুন্দর ছিল,বিশেষ করে আকাশের রঙিন দৃশ্যটি ভালো লাগছে। ধন্যবাদ আপু।
আমরা ইতিমধ্যেই বাসা চেঞ্জ করেছি, বেশ কষ্ট গিয়েছে।