আজ বিকেলে আমাদের কাটানো মূহুর্ত

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

কয়েকদিন থেকে যে নিজে যেমন অসুস্থতায় ভুগছি, ঠিক হঠাৎ করেই আবার বাবুর নতুন করে ঠান্ডা জ্বর ধরে গিয়েছে। এমনিতেই আবহাওয়া প্রচুর খারাপ যাচ্ছে, তার ভিতরে বাবুর অসুস্থতা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে।

গত কয়েকদিন থেকে আবহাওয়ার এই পরিস্থিতির কারণে কম বেশি চতুর্দিকেই জ্বর সর্দি লেগেই আছে। আমি নিজে অসুস্থ হয়ে যতটা না কষ্ট পাচ্ছি, তার থেকে বরং বাবুর অসুস্থতার জন্য বেশি আরো খারাপ লাগছে।

কয়েকদিন থেকে বাহিরে তেমন বের হচ্ছি না। তবে আজ বিকেলে ইচ্ছে করেই বাহিরে গিয়েছিলাম অনেকটা খোলামেলা পরিবেশে সময় কাটানোর জন্য। আমাদের ঐ ঘুরেফিরে কুঠিবাড়ি মাঠ ছাড়া আর তেমন কোন জায়গায় যাওয়ার সুযোগ নেই।

1000026744.jpg

1000026743.jpg

1000026742.jpg

1000026741.jpg

1000026740.jpg

1000026745.jpg

ঐ মুক্তমঞ্চে গিয়েই বসে থাকি, বাবু এদিক সেদিক হাঁটা চলাফেরা করে আর আমরা নিজেরা বসে ওর খেলাধুলা দেখি আর বাকি যারা মাঠে খেলতে আসে তাদের খেলা দেখি। এখানে যেহেতু প্রায়ই আসা হয় তাই মোটামুটি সকলের সঙ্গে কমবেশি ভালো সখ্যতা তৈরি হয়েছে।

যেহেতু মুখে খাবার স্বাদ নেই তাই আজ মাঠে ঢোকার আগে কিছু চানাচুর মাথা কিনে নিলাম, একটু ঝাল বেশি করে দিয়ে। অনেকটা সময় বসে থেকে খেলা দেখেছি আর চানাচুর মাখা খেয়েছি। বাবুও বেশ ভালই এদিক সেদিক ছোটাছুটি করছিল। ওর গায়ে যে জ্বর বইছে তা যেন দেখে বোঝার উপায় নেই। আসলে চার দেয়ালের ভিতরে থেকে থেকে হাঁপিয়ে উঠেছে তো, তাই এমন মুক্ত পরিবেশ ওর কাছে অনেকটাই বেশ গ্রহণযোগ্য হয়েছে।

সত্যিই ভালো লাগে দিনশেষে যখন, এমন কিছুটা সময় নিজের মতো করে কাটানো যায় অনেকটা খোলামেলা পরিবেশে, তখন ভাললাগাটা যেন একটু বৃদ্ধি পায়। যদিও আমি অসুস্থ বা বাবুও অসুস্থ, তারপরেও অসুস্থ শরীর নিয়ে এই পরিবেশে সময় কাটাতে একটুও বিরক্ত লাগেনি।

Sort:  
 last year 

প্রথমেই আপনাদের দুজনের সুস্থতা কামনা করছি। আপনাদের অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লেগেছে। আসলে অসুস্থতার মধ্যে দিয়ে হলেও এরকম খোলা পরিবেশে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আর আপনাদের ঘোরাঘুরি করার মুহূর্তটা বেশ ভালো লেগেছে। আর আপনাদের ঝাল মুড়ি খাওয়া দেখে তো আমারই খেতে ইচ্ছে করছে।

 last year 

আসলে এই ঘোরাঘুরিটা হয়েছে আমার একান্তই জেদের কারণে। কারণ আমি আর কোনভাবেই ঘরের ভিতরে বন্দী থাকতে পারছিলাম না।

 last year 

আপু বর্তমান আবহাওয়া কারণে সব ঘরে ঘরে অসুস্থ লেগেই আছে। তবে এটা ঠিক এমনি শরীর খারাপ তারপর আবার চার দেয়ালের মধ্যে থেকে আরো বেশি অসুস্থ হওয়া। আসলে আপু বাইরে খোলা পরিবেশে ঘুরলে মন এমনিতে ভালো হয়ে যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মূলত ঘরে বন্দি থেকে বিরক্ত হয়েই অবশেষে বাধ্য হয়েছিলাম বাইরে ঘুরে বেড়ানোর জন্য।

 last year 

এখন চারিদিকে জ্বর, ছোট বাচ্চা ও বড় ছোট সকলেই মারাত্মক জ্বরে ভুগছে। সকলের সুস্থতা কামনা করছি। যাই হোক ভালোই হয়েছে অসুস্থতা নিয়ে ঘুরতে গিয়েছেন একটু ভালো লেগেছে আপনাদের।

 last year 

চতুর্দিকেই আপু এখন এই সমস্যা লেগেই আছে, মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে।

 last year 

প্রকৃতির কাছে গেলে বড়-ছোট সবারই মন ভালো হয়ে যায়, সে শুধু খোলা মাঠ হলেও একই কথা প্রযোজ্য। তবে যেহেতু বড়রাও খেলে একই মাঠে, তাই বাবুকে একা ছেড়ে দেয়াটাও তো চিন্তার। হুট করে যদি বল লেগে যায়... দূরে হলে অতটা সমস্যা নেই।

Posted using SteemPro Mobile

 last year 

আমরা পাশেই ছিলাম, আর ও মুক্তমঞ্চে নিজের মতো করে হাঁটাচলা ফেরা করছিল।

 last year 

বর্তমানে আবহাওয়াটা খুব বাজে যাচ্ছে। প্রতিটা পরিবারে কেউ না কেউ অসুস্থ। আর এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে সব সময় সাবধানে থাকতে হবে। আপনার পরিবার নিয়ে আজকে বিকেলে বেশ সুন্দর সময় কাটিয়েছেন আপু। জ্বর আসলে মুখে স্বাদ থাকে না। আর এর জন্য চানাচুর কিনেছিলেন এটা কিন্তু দারুন একটা বিষয় ছিল। কারণ চানাচুর মানুষের মুখে স্বাদ ফিরে আনে। সব মিলিয়ে আপনি ভাই এবং বাবুকে নিয়ে খুব সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাই হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে মূলত এমন সমস্যা হয়েছে।

 last year 

কয়েকদিন থেকে আবহাওয়া একটু খারাপ। এই গরম এই ঠান্ডা । আপনি এবং আপনার বাবু অসুস্থ জেনে খারাপ লাগলো। দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

 last year 

ধন্যবাদ ভাই আমাদের ব্যাপারটা বুঝতে পারার জন্য, আপনার জন্য শুভেচ্ছা রইল।

 last year 

নিজেরা অনেক বেশি অসুস্থ থাকার পরেও যে বাইরে প্রকৃতি পরিবেশের মাঝে একটু ঘুরাঘুরি করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। বাচ্চাদের একটু অসুস্থতা মায়ের অনেক বড় একটা দুশ্চিন্তার কারণ যেটা আপনাকে দেখেই বোঝা যায়। অসুস্থ থাকলে আসলে কোন কিছু খেতে ইচ্ছে করেনা একটু ঝাল হলে মাঝে মাঝে খেতে ইচ্ছে হয়। মুক্ত মঞ্চের সামনে বসে চানাচুর খেয়েছেন যিনি খুশি হলাম, আপনাদের কাটানো মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই ভাই সেটাই, নিজের থেকে বাবুর জন্যই বেশি খারাপ লাগছে।

 last year 

আপু, আমাদের এদিকেও প্রতিটি ঘরে ঘরে জ্বরের তীব্রতা যেন বেড়েই চলেছে। অনেকে সুস্থ হচ্ছে আবার অনেকে নতুন করে অসুস্থ হয়ে পড়ছে। যাইহোক আপু ,আপনারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই কামনা করছি। আর হ্যাঁ আপু, ছোট বাবুদের জন্য খোলামেলা পরিবেশ খুবই প্রয়োজন। তাই আমাদের শায়ান বাবু এমন খোলা মাঠ দেখে ছোটাছুটি করতে শুরু করেছিল। আর বাচ্চাদের এমন ছোটাছুটি দেখতে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটুকু শেয়ার করার জন্য।

 last year 

আসলে মোটামুটি এখন আবহাওয়া যে অবস্থা যার কারণে মূলত সব দিকেই এখন এই জ্বর সর্দি লেগেই আছে ভাই।

 last year 

আপনার আর বাবুর খুব দ্রুত সুস্থতা কামনা করছি । সত্যিই চার দেয়ালের ভেতর বন্দি থেকে আমরা হাঁপিয়ে উঠি। তাই মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে খুব ভালো ফিল হয়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল ভাবি😊।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাবি, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62