সময়গুলো কত দ্রুত চলে গেল
খুব বেশিদিন আগের কথা না, এবারের ঈদুল ফিতরের উৎসবের ভিতরের কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাইহোক আমার যে সকল পাঠক আছে, আমি বিশ্বাস করি তারা আমার ঘটনাটা খুব ভালোভাবে গ্রহণ করবে৷ যেহেতু আমি গর্ভবতী অবস্থায় আছি তাই আমার শারীরিক গঠন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমি মানসিকভাবে অনেকটা আগের থেকে কিছুটা হলেও পরিবর্তিত হয়েছি। আমি মনে করি প্রতিটি মেয়েরই একই রকম অবস্থা হয় এই গর্ভবতী অবস্থায় থাকাকালীন সময়ে।
আমার জীবন অন্য দশটা মানুষের থেকে এখন অনেকটা আলাদা। কারণ আমার নিজের ভিতর একজন বেড়ে উঠছে। যাইহোক এখন আমার সব চিন্তা-ভাবনা তাকে কেন্দ্র করে। দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার কারণে আমার আগের যে অভ্যাস গুলো ছিল সেগুলো পরিবর্তন হয়েছে। সত্যি বলতে কি আমি সাজুগুজু করতে ভীষণ পছন্দ করতাম এবং নিজেকে সবসময় একটু পরিপাটি রাখতে ভালবাসতাম। আর এখন এতোটা অগোছালো হয়ে গিয়েছি যে, আমি আর আগের মত অবস্থায় নেই।
তবে আজ যখন আমি আমার কিছুদিন আগের ছবিগুলো দেখলাম। তখন সে দিনের কথা গুলো মনে পড়ে গেল। সেই উৎসবের কিছু দিন আগে আমার বান্ধবীরা আমাকে বলল,এবার তারা সবাই মিলে সাজুগুজু করবে এবং শাড়ি পড়বে এবং একসঙ্গে ঈদের দিন সল্প সময় কাটাবে। তো আমি প্রথমে তাদেরকে আমার সমস্যার কথাটা বললাম এবং তারা আমাকে অভয় দিয়ে বললো যে, কোনো সমস্যা হবে না এবং আমরা সবাই মিলে তোকে সহযোগিতা করব।সত্যি বলতে কি, আমি নিজেও চাচ্ছিলাম এইরকম একটা ভালো সঙ্গ। কারণ বাড়িতে থাকতে থাকতে আমি অনেকটা নিঃসঙ্গ বোধ করতাম এবং যার কারণে সেদিনের কাটানো মুহূর্ত ছিল আমার কাছে মনে রাখার ও অনেক ভালো লাগার একটা সময়। যেটা আমার এখনো মাঝে মাঝে মনে পড়ে। তারা সবাই মিলে আমাকে শাড়ি পরিয়ে দিতে সহযোগিতা করেছে এবং আমরা সবাই মিলে শাড়ি পড়ে আমার বাড়ির আশেপাশে ঘুরে ছিলাম এবং ভালো সময় কাটিয়েছিলাম। আজ আমার কাছে ছবিগুলো শুধুমাত্র স্মৃতি। জানিনা এরকম মুহূর্ত আবার কবে ফেরত আসবে। তবে আমি মনে করি যে, আমার এই দীর্ঘ গর্ভকালীন সময়ে, সেই দিনের মুহুর্তটা আমার কাছে সব থেকে ভালো একটা সময় ছিল। যেটা আমি কখনো ভুলতে পারবো না।
আপু আপনাদের সবাইকে খুব সুন্দর লাগতেছে। দোয়া করি, যেনো কারো নজর না লেগে যায়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সবাইকে খুব সুন্দর লাগছে। শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে দিদি।
সবাইকে সুন্দর লাগছে।আর লেখা খুবই ভালো সুন্দর হয়েছে। আপনাদের জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে।আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ আপনাকে আপু।
আপু আপনাদের সবাইকে খুব সুন্দর লাগতেছে শাড়ি পড়ে। শাড়ি না পড়লে বুঝা যায়না বাংলার মেয়েদের আসলে কি রকম লাগে।