মুক্ত পরিবেশে কিছু সময় || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

গত কয়েকদিন একদম ভীষণভাবে গৃহবন্দি ছিলাম । কারণ এমনিতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যার কারণে বাহিরে বের হওয়ার মত অবস্থা ছিল না। কারণ আমার শারীরিক অবস্থা মোটামুটি আপনারা জানেন। আর এজন্য মোটামুটি কিছুটা হলেও আমার হাঁটাহাঁটি করা দরকার। কিন্তু এই কয়েকদিনের আবহাওয়ার যে অবস্থা ছিল যার কারণে আর কি, কোনো অবস্থাতেই বাইরে যাওয়ার মতো অবস্থা ছিল না। কারণ বাহিরে বৃষ্টিতে রাস্তার অবস্থা কাঁদাযুক্ত ও পিচ্ছিল হয়ে গিয়েছিল।
IMG_20210825_094305.jpgগুনে গুনে তিনদিন পরে, আমি আজ বাড়ি থেকে বের হয়েছি ভোরবেলা। এবং আজকে অন্যান্য দিনের থেকে আবহাওয়াটা অনেক ভাল ছিল এবং এই কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কাঁদা রাস্তা গুলো মোটামুটি গতরাত থেকে কিছুটা হলেও শুকাতে শুরু করেছে এবং মোটামুটি এখন রাস্তাটা একটু হলেও ভালো এবং চলাচল করার মতো। যাইহোক আজকে সকালবেলা যখন বড় রাস্তায় এসেছি, তখন কিছুটা হলেও স্বস্তি বোধ করছিলাম। কারন ভালই লাগছিল সকালবেলার পরিবেশটা।
IMG_20210825_094204.jpg
যদি বলি কেমন স্বস্তিবোধ করছিলাম। তাহলে এই কথার একমাত্র উত্তর হচ্ছে, যারা ভোরবেলা করে বাড়ির বাহিরে হাঁটাহাঁটি করে এবং একটু চেষ্টা করে উন্মুক্ত পরিবেশে নিজেকে কিছুটা সময়ের জন্য উজাড় করে দেওয়ার জন্য। আমি মনে করি, আমার মনের অবস্থা শুধুমাত্র তারাই বুঝতে পারবে।এমনিতেই ভোরবেলার পরিবেশটা অনেকটা ঠান্ডা থাকে ও নিরিবিলি থাকে। তার ভিতরে যখন হালকা ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে, মনে হয় যেন গায়ের লোমগুলো শিরশির করে। এইটা একটা আলাদা উষ্ণ অনুভুতি। সত্যিই ভোর বেলার আবহাওয়া কিছুটা হলেও গুরুত্বপূর্ণ শরীরের পক্ষে। কারন এতে শরীর ও মন অনেকটাই প্রফুল্লতা পূর্ণ থাকে।
IMG_20210825_094031_1.jpg
বাড়ির খুব কাছেই বড় রাস্তা, আর তার মাঝে ভোরবেলা এমনিতেই পরিবেশ নিরিবিলি থাকে। কারণ ওই সময় গাড়ি থাকে না এবং কোনো ঝামেলা থাকে না বড় রাস্তায়। এজন্য কিছুটা স্বস্তিদায়ক ভাবে হাঁটা যায় বড় রাস্তা দিয়ে। আর রাস্তার দুই পাশে সবুজের সমারোহ এবং হিম শীতল বাতাস সবমিলিয়ে মুহূর্তেই মন চাঙ্গা হয়ে যাওয়ার মত অবস্থা।

Sort:  
 3 years ago 

বাহ আপনার এলাকার পরিবেশ সত্যিই সুন্দর।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

পরিবেশটা অনেক সুন্দর লাগছে, মুক্ত পরিবেশ আমাদের সতেজ থাকতে ভালো প্রভাব ফেলে। দৃশ্যগুলো অনেক সজীব এবং অনেক ফাঁকা লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

মুক্ত পরিবেশে সময় কাটালে এক ধরণের প্রশান্তি পাওয়া যায়। মন ও ভালো হয়ে যায়। দারুন চমৎকার ছিলো মুহূর্ত গুলো। অনেক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62934.09
ETH 3118.65
USDT 1.00
SBD 3.85