ভিডিও ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানানোর রেসিপি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আশাকরি সকলে ভালো আছেন । সবার সময় ভালো যাচ্ছে , এই কামনাই করি। যাইহোক বন্ধুরা গত পর্বে শেয়ার করেছিলাম আমি কিভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে ছিলাম সেটি । তো বন্ধুরা, আমি আজ সেই মিষ্টি বানানোর ভিডিও মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি । আশাকরি আমার যারা পাঠক আছে, তাদের কাছে ব্যাপারটি বেশ ভালো লাগবে ।

IMG_20220409_091019.jpg

যেহেতু রমজান মাস চলছে, তাই প্রতিনিয়ত নিত্যনতুন খাবার বাড়িতে কমবেশি বানিয়ে চলেছি । আর এটা করতে বেশ ভালই লাগছে । আর সর্বোপরি বাহিরের খাবার খুব একটা আমরা ইফতারে বেশি খাই না । কারণ বাহিরের খাবারে অতিরিক্ত তেল থাকে আর কিভাবে বানানো হয়, সেটা নিয়েও খুব সন্ধিহান থাকতে হয় । তাই মোটামুটি চেষ্টা করি, বাড়িতেই ইফতারের খাবারগুলো বানানোর জন্য ।


যাইহোক বন্ধুরা এই পর্বে আমি শুধুমাত্র আমার অনুভূতি আর অভিজ্ঞতা গুলো শেয়ার করব। আর রান্না বিষয়ক যদি ব্যাপারটা আপনারা সম্পূর্ন ভালোভাবে বুঝতে চান , তাহলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে পারেন । আমি সেখানে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, কিভাবে বাসায় আমি মিষ্টিটা বানিয়েছিলাম ।

যেহেতু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, তাই সেই দুধ সংগ্রহ করা থেকে ছানা বানানো এবং ছানা থেকে মিষ্টি বানানো এবং কিভাবে মিষ্টির রস বানিয়েছি , সবগুলোই দেখানোর চেষ্টা করেছি । আশাকরি ব্যাপারটা দেখলেই খুব সহজ হয়ে আসবে আপনাদের কাছে । তবে ব্যাপারটা কিন্তু মোটেও আমার কাছে সহজ ছিল না । কারণ বাবুকে সামলিয়ে এই মিষ্টিটা বানানো আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল ।

IMG_20220409_091438.jpg

তবে দিনশেষে সার্থকতা এখানেই । যখন বাড়ির মানুষ এবং আমার প্রিয়তম মিষ্টিটা খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে । বরং বাহিরের দোকানের কেনা মিষ্টির থেকেও স্বাদটা একটু আলাদা হয়েছে। আমি মনেকরি, এটাই আমার কাছে বিশেষ পাওয়া ও সার্থকতা ।

যাইহোক বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে, অন্য কোন বিষয়ে । ততক্ষণ পর্যন্ত, ভাল থাকুন সুস্থ থাকুন ।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে ভিডিও ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানানোর রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঘরোয়া পদ্ধতিতে খুবই সুন্দরভাবে মিষ্টি বানানোর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ।।আপনার মিষ্টি বানানো দেখে অনেক কিছু শিখতে পারলাম ।।শুভকামনা রইল আপনার।।

 3 years ago 

ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানানোর অনেক চমৎকার একটি পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও এরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে কখনো মিষ্টি বানানো হয়নি তবে আপনার এই মিষ্টি বানানোর পদ্ধতি দেখে শিখে নিলাম বাসায় চেষ্টা করব । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানানোর প্রসেস গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে আমিও এর আগে একবার মিষ্টি প্রস্তুত করেছিলাম ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি প্রস্তুত করলে খেতে খুবই সুস্বাদু হয়

 3 years ago 

এইতো কিছুদিন আগে পারফেক্ট রসগোল্লা রেসিপি তৈরি করেছিলাম। আপনার ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি বানানোর ভিডিও দেখে অনেক ভালো লাগলো আপু। মিষ্টি জাতীয় খাবার আমার খুবই পছন্দের আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মিষ্টি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর করে মিষ্টি বানানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই অসাধারণ হয়েছে। মিষ্টি তৈরি ধাপসমূহ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সাধারন পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপু আপনারাই মিষ্টি তৈরি রেসিপি আমি দেখেছিলাম। খুবই ভালো লাগছে আসলে এভাবে বাসায় মিষ্টি তৈরি করলে খেতে অনেক মজার হয়। আজকে আপনি ভিডিও শেয়ার করেছেন এতে আমাদের আরো রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটি বুঝতে সুবিধা হবে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি অনেক সুন্দর হবে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি তৈরি করেছেন। আগে কখনো এইরকম ভাবে মিষ্টি তৈরি করে দেখিনি। তবে আপনার তৈরি করার ধাপগুলো দেখে আমিও কোন একদিন বাসায় চেষ্টা করব।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনি মিষ্টি বানানোর রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার জিভে জল চলে আসলো। আপনি খুবই চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবাইকে ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণা জোগানোর জন্য৷ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79