📸 কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি 📸
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে বেশ কয়েক প্রকার লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করব। যার কিছু রেসিপি আমি এর আগে শেয়ার করেছিলাম। আর এখানের আমার মায়ের হাতের রান্নারও ফটোগ্রাফি আছে।আমি রান্না করতে এবং খেতে খুবই ভালোবাসি। তবে আমার কাছে মাছ মাংসের থেকে নিরামিষ সবজি রেসিপিগুলো একটু বেশি ভালো লাগে। যারা ভোজন রসিক আছেন আজকের ব্লগটি তাদের জন্য। আপনাদের লোভ লাগিয়ে দেওয়ার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাইহোক বন্ধুরা চলুন ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।
ফটোগ্রাফি-১
প্রথমে মায়ের হাতের রান্নার ফটোগ্রাফি দিয়ে শুরু করছি। এটি ছিল কাঁচা কলার কোপ্তা কারি। আমি এর আগেও বলেছি আমার মা নতুন নতুন রান্না করতে খুবই পছন্দ করেন। সেদিন একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম এসে দেখি মা মজাদার এই রান্নাটি করেছেন। তাই আর পুরো রান্নার রেসিপিটা করতে পারিনি। ভাবলাম খাবারের একটি ফটোগ্রাফি করে রাখি আপনাদের সাথে শেয়ার করা যাবে। এটা খেতে খুবই মজাদার হয়েছিল। আমরা খুবই মজা করে খেয়েছি। মাকে বলেছি এরপরে আর একদিন রান্না করতে যাতে আমি রেসিপিটা নিতে পারি।
ফটোগ্রাফি-২
এবার যে খাবারের ফটোগ্রাফিটি শেয়ার করছি এটি ছিল খাসির কলিজা দিয়ে হালিম। কিছুদিন আগে শহরে যখন ছিলাম তখন আপনাদের ভাইয়া সন্ধ্যায় আমার জন্য বাইরে থেকে এই খাবারটি কিনে এনেছিলেন। হালিম টা বেশ মজার ছিল খেতে।
ফটোগ্রাফি-৩
এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। এই প্রচন্ড তাপদাহে আইসক্রিম যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বিশেষ করে আমার ছেলে তো এই বাটি আইসক্রিম এবং কোণ আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। ওর জন্য সব সময় বাসায় আইসক্রিম রাখতেই হয়। আমরও এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে আইসক্রিম না খেলে কেনো জানি একদম ভালো লাগেনা।
ফটোগ্রাফি-৪
এই গরমে বেশ কিছু সবজি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তার মধ্যে অন্যতম হচ্ছে লাউ। এটা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এই লাউয়ের রেসিপিটা আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছিল।
ফটোগ্রাফি-৫
এবার যে খাবারের ফটোগ্রাফিটি শেয়ার করছি সেটা হচ্ছে ভাজা ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। এটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আমার মতো কে কে আপনারা এভাবে ডিম ভেজে দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছেন বা খেয়েছেন অবশ্যই জানাবেন।
ফটোগ্রাফি-৬
এবার যে খাবারে ফটোগ্রাফি শেয়ার করছি এটা হচ্ছে লেবু দিয়ে নিরামিষ কচুর ডাটার ঘন্ট রেসিপি। এই রেসিপিটি আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই খুবই পছন্দ করেছিলেন। সত্যি কথা বলতে এটা খেতেও বেশ মজাদার ছিল।
তো বন্ধুরা এই ছিল আমার বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই খাবারের ফটোগ্রাফি গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু মাছ-মাংসের চেয়ে নিরামিষ সবজি খেতে বেশি ভালো লাগে। আর এই গরমে সবজি খাওয়া অনেক উপকারী। আপু আপনার শেয়ার করা লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। খাবারের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।
ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার খাবারের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে আপু এমন লোভনীয় খাবার দেখলে লোভ সামলানো মুশকিল। প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। আর কাঁচা কলার কোপ্তা দেখে লোভ সামলানো সত্যি মুশকিল। ধন্যবাদ আপু।
সবগুলো খাবারই বেশ মজাদার ছিল। তবে কাঁচা কলার
কোপ্তা রেসিপি টা আরো বেশি সুস্বাদু ছিল আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার ফটোগ্রাফিক দেখে সব খাবার গুলো খেতে ইচ্ছে করছে। আপনার ফটোগ্রাফিক দারুন হয়েছে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে আমার। খুব সুন্দরভাবে আপনি লোভনীয় খাবার গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা খাবার সত্যি খুবই লোভনীয় ছিল। অসাধারণ হয়েছে আপনার এই ফটো ধারণ।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
দাওয়াত না দিয়ে এমন করে লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে কিন্তু আপু বেশ মন খারাপ হয়ে গেল। আগে একটু দাওয়াত করলে তো আমি বেশ মজা করে এই স্বাদে ভরা খাবার গুলো খেতে পারতাম। বেশ সুন্দর ছিল প্রতিটি খাবারের ফটোগ্রাফি। ধন্যবাদ আপু।
যেকোনো সময় চলে আসবেন আপু নতুন করে রান্না করে খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আসলেই আপু আপনি বেশ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা খাবারের ফটোগ্রাফি দেখে বেশ লোভ লেগে গেলো। তাছাড়া কাঁচা কলার কোপ্তা কারি কখনো খাওয়া হয়নি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ মজাদার হবে। ধন্যবাদ এতো মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
কাঁচা কলার কোপ্তা কারি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় ভাইয়া। রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
খাবারের ছবিগুলো দেখলেই লোভ সামলানো মুশকিল হয়ে যায়।আপু,অসাধারণ সব রেসিপির ফটোগ্রাফি শেয়ার করেছেন।বিশেষ করে কাঁচা কলার কোপ্তা কারি,ডিমের রেসিপি ও লেবু দিয়ে নিরামিষ কচুর ডাটার ঘন্ট দেখেই খেতে মন চাইছে এখনি।আপু,কাঁচা কলার কোপ্তা রেসিপি আমিও একবার শেয়ার করেছিলাম তবে সর্বশেষ রেসিপিটি বেশ ইউনিক লাগলো।লেবু দিলে রেসিপিটা কি তেতো হয়ে যায় না খেতে?
সবগুলো খাবারই খুবই মজাদার হয়েছিল আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুবই লোভনীয় কিছু খাবারের আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
সত্যি ফটোগ্রাফি গুলো দেখে একদম জিভে জল চলে এলো।
বিশেষ করে হালিমের রেসিপিটা আমার কাছে সব থেকে বেশি লোভনীয় লাগলো।
সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাহ চমৎকার। বেশ দারুণ কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন আপু। কাঁচা কলার কোপ্তা রেসিপি টা প্রথমবার দেখলাম। রেসিপি টা তো সত্যিই বেশ ইউনিক। খাসির কলিজা দিয়ে হালিম এটা বেশ লাগছে দেখতে। আইসক্রিম টাও লোভনীয় লাগছে। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপু।
খাবারের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছি আপু। কাঁচা কলার কোপ্তা কারি সম্পূর্ণ রেসিপিটা দেখতে পারলে ভালো হতো। তাহলে বাসায় ট্রাই করতে পারতাম। যেহেতো এটা আপনার অম্মু করেছে,আপনি একদিন আপনার আম্মু থেকে জেনে রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
সমস্যা নেই ভাইয়া পরবর্তীতে এক সময় কাঁচা কলার রেসিপিটা শেয়ার করব।