বড্ড ব্যস্ততাপূর্ণ সময় যাচ্ছে

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

1000025002.jpg

অন্যান্য দিনের থেকে আজ বেশ ব্যস্ততাপূর্ণ একটা সময় গিয়েছে। বলা যায়, খুবই তড়িঘড়ি করে অনেক কাজ করতে হয়েছে। যেহেতু আমি নিজে একা হাতে নিজের সংসার সামলাই তাই আমার মত অবস্থায় যারা আছে, তারা কিছুটা হলেও আমার অনুভূতি বুঝতে পারবে।

যেহেতু সামনেই বাবুর জন্মদিনের তারিখ আসছে এবং দেখতে দেখতে বাবুর দুই বছর পূর্ণ হতে চলেছে তাই কিছুটা ভিন্ন রকম অনুভূতি নিজের ভিতর কাজ করছে। আসলে একজন মায়ের কাছে তার ছেলের সুস্থ ভাবে বেড়ে ওঠা যে কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা একমাত্র সেই মা-ই ভালো মতো বুঝতে পারে।

যাইহোক বিকেল দিকে বেরিয়ে পড়েছিলাম, কেকের দোকানের উদ্দেশ্যে, নিজের পছন্দ অনুযায়ী দেখে শুনে একটা কেক অর্ডার করে আসলাম, বাবুর জন্মদিনের জন্য। তারপর গেলাম বাজার করতে, কারণ কিছু কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা খুব দরকার ছিল। এভাবে কখন যে ঘন্টা দুয়েক সময় কেটে গিয়েছে তা বুঝে উঠতেই পারিনি।

1000025000.jpg

1000025012.jpg

1000025011.jpg

1000025004.jpg

1000025003.jpg

বাসায় এসেই বাবুর বাবা, বাবুকে রেখে আবার তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাই বাসায় একা থেকেই আবারো নিজের মতো করে কাজ সামলানো বিশেষ করে রান্নার কাজগুলো। সেই কেক অর্ডার করা, কাঁচাবাজার করা এবং সুপার শপে গিয়ে কিছু কেনাকাটা করা সবকিছু একা হাতেই করতে হয়েছে।

আবার বাসায় এসে রান্নাবান্না, বলা যায় দম ফেলানোর যেন সময় পাচ্ছিলাম না, আর এখন যখন লিখছি তখন মোটামুটি ঘন্টা দুয়েক ঘুম পেরে উঠে লেখার চেষ্টা করছি। এত ব্যস্ততার মাঝেও ভালো লাগে নিজের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। কারণ দিনশেষে নিজের কিছু কথা থাকে যেগুলো হয়তো আপনাদের সঙ্গে ভাগ করে নিলে, কিছুটা প্রশান্তি পাওয়া যায়।

যাইহোক সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম বাবুর জন্মদিনের, এ মাসের ২৮ তারিখেই বাবুর জন্মদিন হবে। দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে। একজন মা হিসেবে এতটুকুই চাওয়া আপনাদের কাছে।

ধন্যবাদ সবাইকে।

1000006401.gif

1000007984.png

Sort:  
 last year 

আপু দাওয়াত দিলেন, কিন্তু ঠিকানা তো আর দিলেন না। তাহলে যাবো কি করে? যাই হোক বাবুর জন্মদিনে বাবুর প্রতি রইল আমার অগ্রীম শুভেচ্ছা। বেশ বাজার সদাই করেছেন দেখছি। তবে কি দিন শেষে সংসারের সব কিছু মহিলাদের কেই সামলাতে হয়। কি আর করার। তবে বেশ ব্যস্তময় সময কাটাচেছন সেটাও দেখলাম।

 last year 

আপনি আসার ইচ্ছা পোষণ করলে অবশ্যই ঠিকানা দিব আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

সময় কখন কিভাবে যায় কতটা ব্যস্ততার মধ্যে পার করতে হয় সেটা কেউই জানে না। আপনার বাবুর জন্মদিন উপলক্ষে দারুন একটা মুহূর্ত সামনে পার করতে চলেছেন শুভকামনা রইল আপনার বাবুর জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি ভাইয়া বাবুর এই বিশেষ দিনটি নিয়ে নিজের মনে অনেক ভালোলাগা কাজ করছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

দেখতে দেখতে বাবুর দ্বিতীয় জন্মবার্ষিকী চলে আসলো। সামনে আরো ব্যস্ততা বেড়ে যাবে। বাবু যে সুপার শপে টলি ধরে টানছে সেটা দেখে ভালই লাগছে। সাথের দুইজনই কি আপনার বোন নাকি আপু...।

 last year 

আমার ছেলের বিশেষ কিছু গুন আছে তার মধ্যে একটি হলো ছোট ছোট কাজে আমাকে সাহায্য করে। আর সুপার শপে গেলে ও ভিষন খুশি হয়। আমার সাথে একজন আমার ছোট বোন আর একজন আমার ছোট জা।ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ব্যস্ততার মাঝেও অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলেন না আপু।এটা আসলেই অনেক ভালো লাগে।বাবুর জন্মদিন সামনে বেশ মজা হবে নিশ্চয়,অনেক পোস্ট দেখতে পাবো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু আপনাদের সাথে আমার সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিতে খুবই ভালো লাগে। যেহেতু বাবুর জন্মদিন নিয়ে খুবই ব্যস্তময় সময় পার করছি তাই যদি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে না পারি তখন মনে হয় কোন একটা কমতি থেকে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু মানব জীবন হলো ব্যস্তময় জীবন। মানুষের জীবনে ব্যস্ততা শেষ নেই। নিজের জন্য হোক অপরের জন্য হোক আর আত্মীয় স্বজনের জন্যই হোক না কেন মানুষ সব সময় ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করে। সামনে আপনার বাবুর জন্মদিন এবং দুই বছর পূর্ণ হতে যাচ্ছে আর এই জন্য আপনি আরো ব্যস্ত হয়ে পড়েছেন। অগ্রিম বাবুর জন্য জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বিকেল বেলায় বাবুর কেক অর্ডার দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন সাথে আরো কিছু বাজার করলেন এবং কেনাকাটা করলেন। সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন। আপনার সন্তানের জন্য দোয়া রইলো আপু।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আসলে আপু একজন মায়ের তার বাচ্চার জন্য খুব বেশি কিছু চাওয়ার থাকে না ।বাচ্চা সুস্থ ভাবে বেড়ে ওঠাটাই সবার কাম্য ।আপনার বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল ।সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হতে পারে এবং সুস্থ থাকতে পারে ।জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইলো বাবুর জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু একজন মায়ের কাছে তার বাচ্চার জন্য খুব বেশি চাওয়ার থাকে না। সে সুস্থভাবে বেড়ে উঠুক এবং সব সময় ভালো থাকুক এইটুকুই চাওয়া। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

সত্যিই জীবন ব্যস্তময়,তারমধ্যে বাড়ির মহিলাদের জন্য এটা আরো ব্যস্তময়টাই ভরে যায়।প্রত্যেক মায়েরাই সন্তানের মুখে অনাবিল হাসি ফুটিয়ে তুলতে চান।সায়ান বাবুর জন্য অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।ধন্যবাদ আপু।

 last year 

দোয়া রাখবেন আপু আমার বাবুর জন্য এবং আমার পরিবারের জন্য। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো।ছেলের দুই বছর পূর্ন হবে।আর এজন্য কেক আর বিশেষ আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আপু।শায়ানকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। ছেলে সুস্থ ভাবে বেড়ে উঠুক এটা সব মায়েরই কাম্য।অনেক দোয়া করি আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। দোয়া রাখবেন আপু বাবুর জন্য।

 last year 

আপু আপনি তো প্রচন্ড ব্যস্ত থাকেন দেখছি। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা,বাসার কাজ করা, বাবুকে সামলানো এবং কমিউনিটির কাজ করা। আপনি তো বেশ এক্টিভ আপু, এটা বলতেই হয়। যাইহোক শায়ান বাবুর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি ভালোভাবে, সুস্থভাবে বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক। শুভকামনা রইল আপনার পুরো পরিবারের প্রতি।

 last year 

সত্যি কথা বলতে আসলে খুবই ব্যস্ত থাকি ভাইয়া। কারণ বাসার প্রত্যেকটা কাজ আমাকে করতে হয় বাজার থেকে শুরু করে বাচ্চা দেখাশোনা করা সবকিছু। আর বাকি যে সময়টা পায় সেটা থেকে আমি ভালোবেসে কমিউনিটির কাজগুলো করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

হ্যাঁ আপু আপনি প্রচন্ড ব্যস্ত থাকেন, সেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারি। তবুও এতোটা এক্টিভ থাকেন, যা দেখে খুবই ভালো লাগে। যাইহোক এতো সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47