কেন এমন করো ||@shy-fox 10% beneficiary
এমন তো হওয়ার কথা ছিল না,
তাহলে কেনইবা আজ এমনটা করলে।
মুহূর্তে মুহূর্তে রূপ পরিবর্তন করে
নিজের যে কি সুবাস ছড়াও,
তা আমার মাথায় ঢোকে না।
আমি বুঝতে পারিনা,
তোমার এই রূপ পরিবর্তনের ধারাবাহিকতা।
দিনের পরে দিন যায়,
তোমার রূপভেদ পরিবর্তন হতেই থাকে।
কাশফুলের ছোঁয়ায় যে উষ্ণতা ছিল,
সেই উষ্ণতা পেয়েছিলাম তোমার মাঝে
কিন্তু এখন যে রূপ দেখছি
তা যেন মনে হয়,
একদম গোলাপের কাঁটার থেকেও ধারালো।
কেন এমনটা করো,
নাকি এমনি হওয়ার কথা ছিল।
জীবনের খাতা কিন্তু ছোট নয়,
আমি জানি সেই খাতায় যে নামটা লেখা হয়েছে
সেই নামটা কিন্তু একবার পুনরায় আবার ভেসে উঠবে
তখন কিন্তু আর সুযোগ পাবে না।
যদি এমন করতে থাকো,
ঐ সুযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে।
কারণ সেই সুযোগের যোগ্যতা,
তুমি কিন্ত তখন রাখবে না।
সময় কিন্তু এখনো আছে,
রূপভেদ পরিবর্তন করো
সোজা রাস্তায় হাঁটো
ছোট্ট জীবনে রূপভেদ পরিবর্তন করার থেকে
মানবিক গুণে মানুষ হও এবং সুযোগটি গ্রহণ করো
এমনটাই মনে হয়,
শ্রেয় হবে তোমার জন্য।
কিছু কিছু মানুষ স্বার্থমোহী।নিজেদের স্বার্থের কাছে তাঁরা মুহূর্তে বিকিয়ে দিতে পারে সততা ও নিষ্ঠাকে।কারণ, নিষ্ঠা এবং সততার সচ্চরিত্র তাদের মধ্যে থাকে না। এই সমস্ত মানুষেরা ভিতরে এক রকম আর বাহিরে একটা মিথ্যে আবরণ দিয়ে চলে। ঠিক যেমন বিষধর সাপেরা তাদের গায়ের খোলস পরিবর্তন করে। এসমস্ত মানুষের মিথ্যা ভালোবাসার কাছে ধ্বংস হয়ে যায় হাজারো নিষ্পাপ জীবন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
আপু আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন যদিও বুঝতে একটু অসুবিধা হচ্ছে কেন এমন করো "এটা কি কবিতার নাম"এত সুন্দর একটা কবিতা যদি উপরে আরো কিছু জুড়ে দিতেন সারসংক্ষেপ তাহলে তুলনায় ছিলনা। হ্যাঁ আপনার অনেকগুলো কথার অর্থ কিছু কিছু বুঝছি আবার সবকিছুর তো ব্যাখ্যা করতে পারবোনা। তবে এটা চিরসত্য সুযোগ সব সময় আসে না। আর সময়ের সদ্ব্যবহার করে যে ব্যক্তি সেই সবচাইতে বুদ্ধিমান। আর সবচেয়ে বড় কথা হল আমাদের মানহুষ হতে গেলে মানবিক হতে হবে। মানুষ আর মানহুষ দুটি শব্দ আছে মানুষ এবং মানহুষের মধ্যে পার্থক্য হল মানুষ তার বিবেক বলতে কিছুই নেই। মনুষত্ব যার মধ্যে আছে জ্ঞান বুদ্ধি আছে তাকে আমরা মানহুষ বলি। জানিনা আমার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য কিনা তবু আমার মনে হয় এমনই হবে। আপনার এত সুন্দর কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
মানবিক গুণে মানুষ হওয়া টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে তা না হলে জীবনটাই বৃথা।
আমাদের সবারই এই মানবিক গুণে মানুষ হওয়ার সুযোগটা নেওয়া উচিত।
দারুণ লিখেছেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। এত সুন্দর করে কবিতা কিভাবে লিখতে পারেন আমি বুঝিনা। কবিতাটি পড়ে প্রতিটি অর্থ সহজে বুঝা যায। অনেক ভালো লাগলো আমার কাছে। অনেক ধন্যবাদ আপু , এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
আমি মনে করি যে দিন আমরা স্বার্থপরতা ব্যাপারটা থেকে বের হয়ে আসতে পারব সেইদিনই আমাদের জীবনে অনেক অনেক আনন্দ নেমে আসবে। এখন আমরা স্বার্থপর হয়ে থাকলে কোন কাজে কোন ভাবে আনন্দ পাব না। কারণ মনে একটা খচখচানি থেকেই যাবে, অন্য কারো ভাল দেখলে খারাপ লাগবে। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।