বাজার সদাই ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আশাকরি সকলে ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি। যাইহোক বন্ধুরা আজকে আমি মূলত আমার ব্যক্তিগত ব্যাপার গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। যেহেতু সামনে রমজান মাস আসছে আর যেহেতু আমি প্রতিনিয়ত রান্না করতে পছন্দ করি। তাই মূলত আজকে পুরো মাসের বাজার করা হয়েছে। কারণ রোজা রেখে প্রতিনিয়ত বাজার করা ভীষণ কষ্টদায়ক। তাই মূলত আজকের এই আয়োজন।

IMG_20220401_175708.jpg

যেহেতু পুরো মাসের বাজার একবারে করা হয়েছে, তাই অনেকগুলো পয়সা খরচ হয়েছে আমার প্রিয়তমোর। যাইহোক আগের দিন রাতে আমি মূলত তার কাছ থেকে লিস্ট করে নিয়েছি,যে কি কি কেনা লাগবে। আর অবশেষে আমার মাকে ফোন দিয়েছিলাম এবং সে বাসায় আসার জন্য। কারণ তাকে নিয়েই মূলত বাজার করা হয়েছে। কারণ আমার প্রিয়তমো সময় পায় না। তাই তার কাছ থেকে বাজার করতে চাওয়াটা বোকামি।

IMG_20220401_175741.jpg

বাজারে গিয়ে ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। এমনিতেই রমজান মাস আর তার ভিতরে সবকিছুর দাম ভীষণ বেশি। যাইহোক আমাদের প্রয়োজনের থেকে অনেকগুলো টাকা অতিরিক্ত চলে গিয়েছে। তবে তাও সর্বোপরি প্রয়োজনমতো বাজার করতে পেরেছি, এটা ভেবেই বেশ ভালো লাগছে৷

IMG_20220401_175741.jpg

যাইহোক বন্ধুরা, এখন যেহেতু রমজান মাস চলবে। তাই প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন রকম ইফতার আইটেম, রকমারি খাবার আপনাদের সঙ্গে রেসিপি আকারে শেয়ার করার জন্য। তো বন্ধুরা চেষ্টা করুন আমার সঙ্গে থাকার জন্য আর পরবর্তী সময় থেকে আমি ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

20220331_140944.jpg

Sort:  
 3 years ago 

প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। তবে আমরা বাঙালিরা একটু এমন,কোন একটি সূত্র পেলেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এসেছে রমজান মাস,তাই সকল জিনিসের দাম হাই হয়ে গেছে।

 3 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন রোজা রেখে বাজার করতে যাওয়া খুবই বিরক্ত কর একটি বিষয়। আর অনেক কষ্ট হয় তাই রোজার বাজার একসাথে করা রাখার চেষ্টা করি। আপনিও তাই করেছেন খুবই ভালো করেছেন। আর রমজান মাসে আমাদের দেশে একটু সব জিনিসের দাম বেশি থাকে এটা একদমই ঠিক. আপনার রমজানের বাজারের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে রোজা থেকে বাজার করা খুবই কঠিন। আপনি খুবই ভালো কাজ করেছেন রোজার আগেই সকল বাজার করে নিয়েছেন। আসলে আমিও গতকাল বাজার করেছি। আর বাজারে গিয়ে দেখতে পেলাম দাম খুবই বেশী।রোজার মধ্যে সকল জিনিসপাতির এত দাম কখনো মেনে নেওয়া যায় না। তার পরেও কি আর করা দেশের যা অবস্থা বলার কিছু নাই। অনেক বাজার করেছেন। শুভকামনা রইল। রোজার মাস যেন সুস্থ থাকতে পারেন এই দোয়া করি।

 3 years ago 

আমার মনে হয়, সবাই আগে আগে রমজানের বাজার করে ফেলে।কালকে মনে হচ্ছে সর্বোচ্চ পরিমান ভির ছিলো শুনলাম।আপু ভালো ভালো রেসিপির অপেক্ষায় রইলাম

 3 years ago 

রমজানের পুরো মাসে বাজার একবারে করেছেন , যা অনেক বুদ্ধিমানের কাজ বলে মনে করি।কারন দিন দিন যেভাবে দ্রব্যমুল্যের দাম বাড়তেছে।আর আপনি যত গুলো মুলা কিনেছেন , যদি হাফিজ ভাই জানতে পারে তাহলে , এই রমজানে আপনার বাসায় ধা করে চলে আসবে।হাহাহ মুলা প্রেমী 😁-মজা করলাম।

 3 years ago 

আপু দেখছি রোজার জন্য মুদি বাজার ও কাঁচা বাজার করে নিলেন। রমজানে কষ্ট করে আর বাইরে যেতে হবে না।একসাথে বাজার করলেই এটা একটু উপকার হয় বারবার বাজারে যেতে হয় না। আর আপনি বাজারের সবগুলো পন্যের মূল্য এখানে তুলে ধরেছেন। শুভকামনা রইল

 3 years ago 

আপু আপনি খুবই ভালো একটা কাজ করেছেন ।রমজান আসার আগে সকল বাজার সেরে ফেলেছেন। রোজা রেখে কষ্ট করে আর বাহিরে যেতে হবে না। অনেক বাজার-সদাই করেছেন আপু বাজার সদাই এখন অনেক দাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

রমজান মাসের সব প্রস্তুতি একবারে নিয়ে নিয়েছেন দেখছি। আমার কাছে অনেক ভালো লাগলো এরকম প্রস্তুতি নিয়ে থাকলে কোন সমস্যা হয় না। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য। সবাইকে রমজানের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

রমজান আসার পূর্বে বাজার করেছেন দেখে খুব ভালো লাগলো। আসরে রোজা রেখে বাজারে গিয়ে বাজারে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিস যাচাই-বাছাই করে কেনা খুব অসম্ভব। আসলে বর্তমানে জিনিসপত্র দাম যে বাড়তি চলতেছে তাই আমাদের এখনো বাজার করা হয়নি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62852.17
ETH 2463.87
USDT 1.00
SBD 2.64