গান কভার || আমার কাঙ্খের কলসি জলে গেলোরে ভাসি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগের স্বাগতম। গান আমরা গাইতে পারি বা না পারি কিন্তু আমরা গান শুনতে সবাই অনেক পছন্দ করি। বিশেষ করে আমি গান শুনতে অনেক পছন্দ করি। বলতে পারেন ছোটবেলা থেকেই গানের প্রতি একটা টান ছিল। টুকটাক স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গাইতাম। আমার বাবার কাছ থেকে গান শেখা। আর মা চাচিদের বলতে শুনেছি আমার বাবা নাকি আগে খুব ভালো গান গাইতো।হয়তোবা ভালো চর্চা পেলে আমার বাবা ভালো কিছু করতে পারতেন।গান গাইতে গেলে যে এত ধাপ পেড়োতে হয় এই জিনিসগুলো গ্রামের মানুষ জানতো না। তাই আমিও কখনো শেখার সুযোগ পায়নি।
আমার খুব ভালোভাবে মনে আছে আমার বাবার ছোট্ট একটা রেডিও ছিল। বাবা জাল বুনতো এবং সেই রেডিওতে গান শুনত। আর গুনগুন করে গান গাই তো। বাজারে চা খেতে খেতে দোকানে বসে টিভিতে যখনই কোন নতুন গান শুনত আমাকে এসে বলত জানিস মা আজকে না নতুন একটা গান শুনেছি। আমি তোকে গানটা লিখে এনে দিব তুই আমাকে শুনিয়ে দিস তো। আমি বলতাম ঠিক আছে আব্বা। আমার বাবা ঠিকই ওই গানটা যে কারো থেকে লিখে এনে আমাকে দিত। যাইহোক অনেক স্মৃতি জড়ানো কথা আছে যেগুলো বলে শেষ করা যাবে না।
আমার বাবার খুব পছন্দের একটা গান আছে একদিন আপনাদের কোন এক সময় করে শোনাবো। আজকে যে গানটি কভার করছি এটি অনেক পুরাতন দিনের একটি অঞ্জু ঘোষ এবং তাপস পালের অভিনীত একটি সিনেমার গান কিন্তু ইদানিং গানটি দেখছি নতুন করে গাওয়া হয়েছে এবং বেশ ভালো লেগেছে আমার কাছে গানটি। আমি গানটি হ্যাংআউটেও গিয়েছিলাম। সেটা হচ্ছে "আমার কাঙ্খের কলসি জলে গেল রে ভাসি,মাঝি তোমার নৌকা ঢেউ লাগিয়া রে।" আজকে এই জনপ্রিয় গানটি আমি কভার করেছি আশা করেছি আপনাদের কাছে ভালো লাগবে।
ভিডিও টি উপভোগ করতে নিচে ক্লিক করুন।
আমার কাঙ্খের কলসি জলে গেলোরে ভাসি লিরিক্স -
মিজান মাহমুদ রাজীব ও সানিয়া সুলতানা লিজা
আমার কাঙ্খের কলসি জলে গেলোরে ভাসি
কাঙ্খের কলসি জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া।
আমায় দোষো অকারণ বলো করি কি এখন
দোষো অকারণ বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া রে
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া।
আমার কাঙ্খের কলসি জলে গেলোরে ভাসি
কাঙ্খের কলসি জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া।
এই নদীরই দুই কূলেতে কত না ঘাট আছে
কেন গো নাও বইতে আইলা এই ঘাটেরই কাছে
এই নদীরই দুই কূলেতে কত না ঘাট আছে
কেন গো নাও বইতে আইলা এই ঘাটেরই কাছে
তুমি কেন অন্য কোথাও যাওনা নাগরী
এই ঘাটেতেই বাঁধা দেয় ক্যান তোমার গাগরী
ওরে ভিনদেশি নাগর তোমার নাই কি প্রাণে ডর
ভিনদেশি নাগর তোমার নাই কি প্রাণে ডর
সাজা দেবো পঞ্চায়েত ডাকিয়া রে তোমায়
সাজা দেবো পঞ্চায়েত ডাকিয়া।
আমায় দোষো অকারণ বলো করি কি এখন
দোষো অকারণ বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া রে
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া।
জেল দাও ফাঁসি দাও কি আসে যায় তাতে
বড়ো সুখের ধন যে পাইলাম তোমারি সাক্ষাতে।
ও জেল দাও ফাঁসি দাও কি আসে যায় তাতে
বড়ো সুখের ধন যে পাইলাম তোমারি সাক্ষাতে।
তোমার কথার চাতুরীতে যায় রে আমার বেলা
রাখো তোমার মন ভুলানি রংতামাশার খেলা
লোকে খেলা যারে কয় আহা সত্যি যদি হয়
খেলা যারে কয় আহা সত্যি যদি হয়
ধন্য হবো মরণে মরিয়া রে
ধন্য হবো মরণে মরিয়া।
আমার কাংখের কলসি জলে গেলোরে ভাসি
কাংখের কলসি জলে গেলো রে ভাসি
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে
মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া।
আমায় দোষো অকারণ বলো করি কি এখন
দোষো অকারণ বলো করি কি এখন
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া রে
নদীর ঢেউ কি রাখা যায় বাঁধিয়া।
আপনার কন্ঠে এই গানটা শুনে সত্যি মনটা ভরে গেল। আপনার কন্ঠ সত্যি একেবারে অসাধারণ। এরকম অসাধারণ কন্ঠে গানগুলো শুনতে খুব ভালো লাগে আমার কাছে। আপনি সম্পূর্ণ গানটার কভার খুবই সুন্দরভাবে করলেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। হ্যাংআউটে এই গানটার গাইতে আপনাকে শুনেছিলাম। পরবর্তীতে আপনার বাবার পছন্দের গানটা আপনার কণ্ঠে শোনার জন্য অপেক্ষায় থাকলাম।
অবশ্যই আপু চেষ্টা করব পরেরবার আমার বাবার একটি পছন্দের গান আপনাদের সাথে শেয়ার করার। গানটা আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আপু।
ওয়াও অসাধারণ গান কাভার করেছেন আপনি। গানটি আমি মাঝে মাঝে শুনে থাকি। আসলে এই ধরনের গান শুনতে খুব ভালো লাগে। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো। আপনার গান কাভার করার দক্ষতা সত্যিই অসাধারণ। এত চমৎকার গান আমাদের মাঝে সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি তো দেখছি অনেক সুন্দর গান গাইতে পারেন। খুবই ভালো লাগলো আপনার গাওয়া এই গানটি দেখে।
গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
জানেন আপু এই গানটা আমার মায়ের ভীষণ প্রিয়। মাঝে মধ্যে মাকে গুনগুন করতে শুনি এখনও। আর আপনার গানের গলা এবং সুর লা জবাব একদম 👌👌। একবার শুনলে মন ভরবে না। আমি দুই বার শুনলাম। অনেক চমৎকার উপস্থাপনা ছিল আপু। আর আমার নিজেরও গানের ব্যাপারে যে টুকু শিখেছি, আমার বাবার অবদান পুরোটাই।
এটা ঠিক বলেছেন ভাইয়া এই গানগুলো গুনগুন করে গাওয়ার মতোই গান।তাই তো আপনার মায়ের কন্ঠে এখনো শুনতে পান।আসলে কিছু কিছু গান আছে যেগুলো সারা জীবন রয়ে যায় মানুষের মনে,মুখে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
গান শুনতে আমার খুবই ভালো লাগে।সত্যিই তাই আপনি যদি সুযোগ সুবিধা পেতেন তাহলে আসলেই অনেক ভালো কিছু করতে পারতেন।এখনো সুযোগ আছে গান শেখার চাইলেই শিখতে পারেন।খুবই সুন্দর একটি গান কভার করেছেন যা শুনে খুবই ভালো লাগলো।সুন্দর গান শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাবি।
হুমম শায়ান একটু বড় হোক মা ছেলে একসঙ্গে গান শিখবো। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করেন। এ ছাড়ার ডিসকার্ডে আপনার কন্ঠে অনেক গান শুনেছি আপনার কন্ঠ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে যে গান কভার করে শেয়ার করেছেন এই গানটা আমার অনেক পছন্দের। ধন্যবাদ এত সুন্দর ভাবে কভার করে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
বাহ আপনার কন্ঠে গান শুনে অনেক ভালো লাগলো। তবে ঠিক বলেছেন আপু সবাই কমবেশি গান অনেক পছন্দ করে। আসলে যে কোন কিছু চর্চা ফেলে ভালো কিছু করা যায়। আপনি স্কুল জীবনে গান গেয়েছেন যদি স্বচ্ছ থাকতো তাহলে আপনি নিজেও ভালো গান গাইতে পারতেন। আপু আপনার বাবার পছন্দের গানটি কোন একদিন আমাদের মাঝে শেয়ার করেন। অনেক সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
গানের যে স্কুল আছে এগুলো কখনো আমাদের গ্রামের পরিবারের লোকজন জানতইনা। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপু আপনার কন্ঠে গানটা শুনে আমি তো একেবারে মুগ্ধ। আপনার কন্ঠে এই গানটা শুনে সত্যি মনটা একেবারে ভরে গিয়েছে। আপনার গানের কণ্ঠ সত্যি খুবই সুন্দর আপু। ছোটবেলায় আপনার বাবা গান লিখে আনলে আপনি ওনাকে গান গেয়ে শোনাতেন। আপনার বাবার পছন্দের যে গানটা রয়েছে, আশা করছি আপনার কন্ঠে খুব তাড়াতাড়ি গানটা শুনতে পাবো। আপনার বাবার পছন্দের গানটা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকবো।
জ্বি ভাইয়া খুব তাড়াতাড়ি আমার বাবার পছন্দের গানটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন। আপনার কন্ঠে গান শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার বাবার কাছ থেকে আপনার গান শেখা। আপনি আপনার মা এবং চাচীদের কাছ থেকে শুনলেন আপনার বাবা ভালো গান গাইতে পারতো। কোন কিছু ভালো চর্চা থাকলে বা খেয়াল রাখলে ভালো কিছু করা যায়। তবে আপু আপনার বাবার পছন্দের গান অবশ্য আমাদের মাঝে একদিন শেয়ার করবেন। আজকে গানটি আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।