বাড়ির কাজে লজ্জা কিসের ||@shy-fox 10 % beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

ছবির মানুষটি হচ্ছে আমার বড় চাচী। এককথায় আমার বড় চাচার বউ। যার কারণে তার প্রতি আমার সম্মান ভালোবাসা সর্বদায় বেশি কাজ করে। আমরা খুব একটা বেশি দিন আর এখানে নেই। তবে তাদের কাছ থেকে যে শিক্ষা আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, তা আমার ভবিষ্যৎ জীবনে অনেকটাই কাজে লাগবে। আজকে সকালবেলা যখন বাবুকে নিয়ে হাঁটছিলাম তখন দেখছিলাম বড় চাচী নিজের থেকেই তার বাড়ির কাজগুলো করছে,কারণ তাদের বাড়ি বানানো এখনো অনেকটা বাকি আছে।
20211015_130404.jpg
এমনিতেই বড় চাচার আর্থিক অবস্থার এখন একটু সমস্যা চলছে, কারণ যেহেতু বাড়ির কাজে হাত দিয়েছে তাহলে বুঝতেই পারছেন কারণ বাড়ির কাজ গুলো এমন একটা ব্যাপার, সেখানে বাজেট করে টাকা নিয়ে নামলেও একটু টাকার ঘাটতি থেকে যায়। তাই ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে, অতিরিক্ত শ্রমিক নেবে সেই পয়সার একটু সমস্যা। তার থেকে চাচী নিজেই কাজ করছেন ছোট ছোট কাজ গুলো।
20211015_130404.jpg
যদিওবা কাজটা আমার কাছে অনেকটাই কঠিন, তবে চাচীর কাছে তা অনেকটাই নাকি ছোট। বিষয়টা আমি শুনে অনেকটা অবাক হয়ে গিয়েছে। কারণ ইট ভেঙে সেই গুলোকে খোয়াই রূপান্তরিত করা, আসলেই কঠিন কিন্তু তার আসলে বাড়ি করতে থাকার সময় থেকে এই কাজটা করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে।
IMG_20211015_134315.jpg
আসলে সংসারটাই তো তার, তাই তার আগ্রহ এখানে অনেক বেশি। যেহেতু তার নিজের স্বামীর সে টাকা সাশ্রয় করছে, তাই এক্ষেত্রে তার একটু ভূমিকা সে আলাদা ভাবে পালন করছে। আর যেহেতু তাদের নিজেদের বাড়ি তাই তাদের আগ্রহটা আরো অনেকটাই বেশি। কারণ এখানে একটা শ্রমিককে দৈনিক 500 টাকা দিতে হয়। সেই 500 টাকা যদি বেঁচে যায়, আসলে সেটা তাদের নিজেদেরই থেকে যায়। এই কথা চিন্তা করে হয়তো সে শারীরিক ভাবে সেই কাজগুলো করছে। যদিও আমি মনে করি নিজের কাজে আসলে কোনোভাবেই লজ্জা বা অন্য কোন জিনিস থাকা উচিত না।

Sort:  
 3 years ago (edited)

স্বাভাবিকভাবে এই কাজ আমাদের করতে অনেক কষ্ট হতো। ওনারও কষ্ট হচ্ছে, কিন্তু উনি নিজের বাড়ির কাজ করছেন ভেবে ওনার একটা মানসিক শান্তি হচ্ছে। যেটা উনার কষ্টের থেকেও অনেক বড় ।আপনার চাচির জন্য শুভকামনা রইল আপু। দোয়া করি ওনার বাড়ির কাজ দ্রুত সম্পন্ন হোক।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

একদম ঠিক বাড়ির কাজে লজ্জা কিসের। কাজ কোনো টাই ছোট নয়। বাড়ির কাজে নয় ই। আপনার বড় চাচীর কাজকে সেলুট করি। শুভেচ্ছা অবিরাম ভাবি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

সত্যিই আপু আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার চাচির জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। কারণ এরাই হচ্ছে আমাদের সমাজের আদর্শ। এরাই আমাদের সমাজকে শিখায় কিভাবে কোন কাজ কে ছোট করে দেখতে হয় না, বরং সব কাজকেই সমানভাবে দেখতে হয়।
খুব ভালো লাগলো পোস্টটি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত বাস্তবিক একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য, কাজ করার মধ্যে যে কি মজা এটি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। নিজের কাজ নিজে করা উত্তম। আপনার এমন বাস্তবিক একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আমার বোনের অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আশা করি এমন বাস্তবিক চিন্তাশীল পোস্ট আরও পাবো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

আসলে আপু এমন করে কয়জনই বা ভাবে নিজের কাজগুলো যদি নিজের হাতে করা যায় তাহলে তো অনেক ভালো হয়। তখন কষ্টের কাজ গুলো নিজের কাছে অনেক সহজ লাগে ।দেখে ভালো লাগলো দৃশ্যটি। অনেক শুভকামনা রইল আপনার আপনার চাচির জন্য। নতুন বাড়িতে ওঠার জন্য অগ্রিম শুভেচ্ছা ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর লেগেছে আপনার কথাগুলো। আসলে আমাদের কাছে অনেক কষ্টের হলেও যেহেতু সংসারটা তার, তার কাছে বিষয়টা অনেক সহজ মনে হবে কারণ তিনি কষ্ট পেলেও সেটাকে অবলীলায় চেপে যাবেন যেমনটি আমরা আমাদের সংসারে বিভিন্ন সময়ে কষ্টকে চেপে গিয়ে সবার মাঝে আনন্দ কে দেখাতে পছন্দ করি। যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাতে বাড়ি করার খরচ অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার চাচির জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে প্রত্যেককেই এ বিষয়টি থেকে শিক্ষা নেয়া উচিত। আমরা অনেক সময় আজকে ছোট মনে করে সেগুলো করতে চাইনা। আসলে কাজ কখনো ছোট-বড় হয়না। আর নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। অনেক সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40