বিশুদ্ধ হোক জীবন || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

inCollage_20210904_110330984.jpg
পাশের বাড়ির এক ছেলেকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি এবং মোটামুটি তার মায়ের সে একটাই সন্তান। কিন্তু সেই আদরের সন্তান যে, আজ এসে এই রকম অবস্থা করবে সেটার জন্য আসলে ভীষণ লজ্জা লাগছে। কারন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব গল্পের ভিতরে।


যে সন্তানটাকে সেই ছোটবেলা থেকে সেই মা টা কষ্ট করে এতদিন পর্যন্ত বড় করলো, সেই সন্তান আজ সেই মাকে আঘাত করেছে। শুধু আঘাত করেই ক্ষান্ত হয়নি। সে তার মাকে মোটামুটি মানসিক শারীরিক ও সামাজিকভাবে হেয় করেছে।
IMG_20210903_115624_1.jpg
আমি মনে করি কোন মা চায় না তার সন্তান বিপথে যাক। আসলে সময় ও পরিস্থিতি সবকিছু এলোমেলো করে ফেলে দেয়। ছেলেটার বয়স কত হবে 19 থেকে 20 বছর। আর এই 20 বছর বয়সেই সে এতটা পরিমাণ পেঁকে গিয়েছে, যার ফল কিছুটা সে অকালপক্ক হয়ছে। সে মূলত মাদকাসক্ত হয়ে গিয়েছে। আর যার প্রভাব পড়েছে তার পারিবারিক জীবনে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে প্রতিনিয়ত এখন অর্থনৈতিকভাবে ঝামেলা করে বাড়ীতে। এবং যেটা আমাদের বাড়ি থেকে মাঝে মাঝেই শোনা যায় হৈ চৈ গুলো।
আসলে মাদকের সূত্রপাত যদি ধরতে হয়, তাহলে আমি মনে করি সঙ্গ সবথেকে বড় বিষয়। কারন একটা সঙ্গ যদি ভাল থাকে তাহলে সেই পরিবারের ছেলে গুলো কখনোই বিপথে যাবে না। যদি বাবা-মা আর অনুপস্থিতিতেও যদি ভালো সঙ্গের সঙ্গে মিশে তাহলে ভালো সঙ্গ গুলোই সেই ছেলের মন মানসিকতাকে পরিবর্তন করবে। কিন্তু পারিবারিক ঝামেলা ও যদি সঙ্গ খারাপ থাকে তাহলে পরিস্থিতি আরও বিপাকে চলে যেতে পারে।
শুনেছি ছেলেটা ছোটবেলা থেকেই ভালো মেধাবী ছেলে ছিল। কিন্তু পরবর্তীতে সময়ে ছেলেটার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। কারণ তাদের ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি ছিল এবং যার কারণে বাবা-মা ঠিকমতো সময় দিতে পারত না এবং মায়ের কাছেই থাকত এবং মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকার কারণে। মূলত ছেলেটা বাজে সঙ্গে সঙ্গে মিশে পড়ে এবং যার কারণে আসলে মাদকে জড়িয়ে যায়।
IMG_20210903_115450_1.jpg
এমন ঘটনা যে শুধু আমার বাড়ির পাশেই ঘটছে তা কিন্তু না। আশেপাশে প্রতিনিয়ত এই রকম ঘটনা অজস্র ঘটছে এবং যার কারণেই মূলত সমাজটা আজ দিনদিন কুলষিত হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আর এগুলোর মদদদাতা কিন্তু মোটামুটি সমাজের উপর স্থলের লোকজন। তাদের কারণেই মোটামুটি মাদক গুলো এখন সহজলভ্য হয়ে গিয়েছে। আমি মনে করি প্রতিটি জীবন অনেক গুরুত্বপূর্ণ। জীবনগুলো মুক্তপাক মাদকের ভয়াল গ্রাস থেকে এবং সবাই ভালো থাকুক, সুন্দরভাবে জীবন যাপন করুক এবং প্রতিটি সন্তান যেন তাদের মায়ের কাছে সুপার সন্তান হয়ে থাকতে পারে এই কামনাই করি।

Sort:  
 3 years ago 

ফ্যামিলি সমস্যা, বাজে সঙ্গ, মায়ের কাছ থেকে সময় না পাওয়া এগুলো মিলে মিশেই সেই ছেলেকে মাদকাসক্ত করে তুলেছে, একজন মাদকাসক্ত ছেলের পক্ষে সবকিছুই করা সম্ভব! নেশা করার জন্য চাইলে সে কাউকে খুন ও করতে পারবে।

সব থেকে বড় উপকার হবে, সেই ছেলে পুলিশের রিহাবে পাঠানো হোক, তবেই সে মাদকাসক্ত থেকে বেড়িয়ে আসতে পারবে

 3 years ago 

ভালো মন্তব্য করেছেন।

 3 years ago 

আমাদের যুব সমাজ ধ্বংস করার জন্য মাদকেই যথেষ্ট। এই মাদকের নেশায় পড়ে অনেক ভালো শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। আপনি খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে বিশেষ করে নিজস্ব ফ্যামিলি মেম্বারদের সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে, এসব বিষয়ে লক্ষ্য রাখলে রক্ষা পাওয়া যেতে পারে।।

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন ভাই।

 3 years ago 

সঙ্গ দোষে লোহা ভাসে এই কথাটা খুবই প্রযোজ্য। মায়ের গায়ে হাত তুলেছে জানতে পেরে খুবই খারাপ লাগছে। একজন মায়ের উপর দিয়ে কি পরিমানে ঝড় বইছে সেটা একটু হলেও অনুমান করছি।

পাড়ার লোকেরা সম্মিলিত ভাবে ছেলেটিকে মাদকমুক্ত কেন্দ্রে পাঠানো গেলে হয় না?

 3 years ago 

যুক্তি যুক্ত কথা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

সঙ্গদোষ, নাকি সামাজিক দোষ? তা এখন আর অনুমান করা যায়না। "সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ"। কথাটি এখন বিপরিত ধর্মী অর্থে ভরপুর। কে অসৎ আর কে সৎ? এগুলো আর প্রশ্নবোধক (?) নাই, বিস্ময়( !) হয়েছে। উপস্থাপনা আমার কাছে ভালই লাগল। আপনাকে সবসময় স্বাগতম

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

ছেলেটার মাদকাসক্ত হয়েছে তার সঙ্গ দোষে। এবং সে তখনই খারাপ সঙ্গ পেয়েছে যখন তার পরিবার তাকে সময় দেয়নি। সে তার একা জীবনের পর বিরক্ত হয়েই হয়তো মাদকাসক্ত হয়ে গেছে। এই রকম উদাহরণ আমাদের এলাকাতেও আছে আপু। খুব আলোচনা করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61378.33
ETH 2960.55
USDT 1.00
SBD 2.49