সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা

in আমার বাংলা ব্লগlast year

1000024118.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

প্রতিদিনই চেষ্টা করে আলাদা আলাদা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তেমনি আজকেও নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে সন্ধ্যায় বাহিরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় কাজ সারতে। বাহিরে গিয়ে এমন একটা পরিস্থিতি মুখোমুখি হয়েছিলাম যে আমাকে খুবই কষ্ট দিয়েছে। তো বন্ধুরা বাহিরে গিয়ে কি হয়েছে না হয়েছে সবকিছুই আমি আজকের পোষ্টে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন শুরু করি।

বিকেলবেলা বাবার বাড়ি থেকে ফোন আসে যে বাড়ির টিভি টার সমস্যা হয়েছে। তা আমরা রেডি হয়ে সোজা শোরুমে চলে যায়। ওয়ালটন থেকে টিভিটা কিনেছিলাম তাই সেখানে গিয়ে কথাবার্তা বলার পর ওনারা ঠিক করে দিতে চাইলেন। উনাদেরকে টিভি দিয়ে আসলে এক সপ্তাহের মধ্যে ঠিক করে দিবেন। কোন টাকা পয়সা লাগবে না কারণ ওয়ারেন্টি কার্ড ছিল। তো সেখানে কাজ সারার পর ফোনে আবারও বাবার ফোন আসে। মা বিকেলবেলায় বলেছিল বাবা আসবে কিছু খাবার দিতে বাবুর জন্য দুধ, ফলমূল এই আরকি। তো সেখান থেকে তড়িঘড়ি করে সোজা বাসায় চলে আসলাম।বাবা খুব একটা দেরি করে নাই তাড়াতাড়ি চলে গিয়েছেন।

বাবা চলে যাওয়ার পর আপনাদের ভাইয়া বলল আবার বাহিরে যাবে হালকা পাতলা কিছু খেতে। তো আমাদের বাসার সামনে যেহেতু রেস্টুরেন্ট আছে তাই আমরা সোজা চলে গেলাম বনফুলে। বনফুলের সামনে বিভিন্ন নাইট কোর্স এসে দাঁড়ায়। সেখানে যাএি উঠানামা করেন, খাওয়া দাওয়া করেন। তো আমরা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন দেখলাম একটি বাস দাঁড়িয়ে আছে এবং কিছু চিৎকার চেঁচামেচি ভেসে আসছিল। খুব একটা বুঝতে পারছিলাম না যে সেখানে কি হয়েছে। সত্যি কথা বলতে বোঝার খুব একটা চেষ্টাও করিনি। কারণ সেখানে অনেক লোকজন ছিল আর বাবুকে নিয়ে সেখানে আমি দাঁড়াতে চাইনি।

তো আমরা রেস্টুরেন্টের ভিতর ঢুকে যাই।সেখান থেকেও বারবার একটা মহিলার কান্না শব্দ এবং চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছিলাম। এবার কৌতুহলবশত এক ওয়েটার ভাইকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বাহিরে? উনি বললেন এক মহিলার বস্তা হারিয়ে গেছে বাস থেকে। তাই উনি কান্নাকাটি করছেন। যাইহোক এবার আমরা খাবার খাচ্ছিলাম ততক্ষণে দেখি চেঁচামেচিটা কমে গেছে ভাবলাম হয়তো সব মিটমাট হয়ে গেছে। কিন্তু খাওয়া-দাওয়া শেষ করে যখন বাহিরে বের হলাম তখন দেখলাম একটি কম বয়সী মেয়ে ছোট দুইটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থেকে কান্না করছে।ছেলের বয়স চার পাঁচ বছর হবে আর মেয়ের বয়স এক বছর হবে। খুবই উসকো খুসকো চেহারা। আধা পুরনো একটা বোরকা পরা।

অনেক কান্না করছেন আর বলছেন বাড়িতে গিয়ে কি পড়বো। উনি কোন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে ওনাকে আর ওনার সন্তানদের জন্য কিছু পুরাতন কাপড়চোপড় দেয়া হয়েছিল। যেগুলো উনি বস্তায় করে নিয়ে বাসে উঠেছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাসের কন্টাকটার ভুল করে সেই বস্তা অন্য একজনকে নামিয়ে দিয়েছেন অন্য একটা বাস স্ট্যান্ডে। ওনাকে দেখে আমার খুব খারাপ লাগলো খুব ইচ্ছা করলো আমার কিছু জামা ওনাকে দেই কিন্তু ওনা আর আমার মধ্যে এত পার্থক্য যে আমার জামা ওনার গায়ে লাগবে না।বাসের ড্রাইভার কিছু টাকা দিয়েছিলেন ওনাকে। তো আমি ওনাকে বললাম আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান। অনেক রাত হয়ে যাচ্ছে সাথে দুইটা বাচ্চা আছে।

আমার একটা কথা বারবার মনে হচ্ছিল বস্তাটা যখন অন্য একজনকে দেয়া হয়েছে তখন তো উনি জানতেন যে এই বস্তাটা তার না তাহলে কেন উনি বস্তাটা নিয়ে গেলেন। উনি যদি ভালো মানসিকতা দেখিয়ে বলতেন যে এই বস্তাটা আমার না তাহলে আজকে হয়তো এই মহিলাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না। এজন্যই আমার হাজবেন্ড আমাকে মাঝেমধ্যেই বলে যে "আমরা শুধু নাম মাত্রই মানুষ হয়েছি এখনো মানবিক গুণে মানুষ হতে পারিনি।"

যাইহোক এরপর আমার বাসায় চলে আসছি। তবে ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মানুষ সামান্য কটা জিনিসের লোভ সামলাতে পারে না। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী সময়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 last year 

আসলে এই মহিলাটির জন্য খুব খারাপ লেগেছে। যে এই বস্তাটি নিয়ে গিয়েছিল তার মধ্যে মানবিক গুণ বলতে কিছুই ছিল না। যে জিনিসটা তার না তবুও সে সেই জিনিসটা নিয়ে গিয়েছিল। এরকম ঘটনা গুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে। সন্ধ্যায় উঠে যাওয়া এরকম একটা ঘটনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণটা লিখেছেন।

 last year 

জ্বি আপু মহিলাটাকে দেখে আমারও খুব খারাপ লেগেছে। উনি এক পর্যায়ে পাগলের মত হয়ে গিয়েছিলেন তার বস্তাটা হারিয়ে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এ জন্যই তো আপু আমাদের চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হয়। এই যেমন আপনার সাথে যে ঘটনাটি ঘটে গেল আপনি যদি আরও একটু সাবধান হতেন তাহলে তো আর এ ঘটনা নাও ঘটতে পারতো। এ রকমের অনেক ধরনের মানুষই আছে এখন। আর এদের উদ্দেশ্যই কিন্তু থাকে অন্যের জিনিস হাতিয়ে নেওয়া। যাক যা হওয়ার তা হয়ে গেছে। মনে করেন জানের উপর দিয়ে এসেছে মালের উপর দিয়ে গেছে।

 last year 

আপনি মনে হয় পুরো পোষ্টটা আমার পড়েননি আসলে ঘটনাটা আমার সাথে ঘটে নি।আমি সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের সামনে বাস এসে থামে যেখান থেকে লোক ওঠানামা করে। আর সেখানে এক যাত্রীর সাথে ঘটেছিল ঘটনাটা আর আমি দেখেছিলাম। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সত্যি বলতে আপনার পোস্টটি পড়ে মন অনেক খারাপ হয়ে গেল। আসলে মহিলাটির জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছিল আপু। আসলে বস্তা বাস থেকে হয়তো অন্য কেউ নামিয়ে নিয়েছে। আসলে এরকম ঘটনাগুলো এখন প্রায় ঘটে থাকে। আসলে আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য থাকে এখনো অন্যের কোন জিনিস দেখলে সেগুলো হাতে নেওয়া। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জ্বি ভাইয়া কি এমন ছিল সেই বস্তায় সামান্য কটা পুরনো জামা।এটার লোভই মানুষ সামলাতে পারে না। আপনার মতো আমারও খুব খারাপ লাগছিল মহিলার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

এরকম একটা ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে। আসলে যে কোন জায়গা থেকে আসা-যাওয়া করার সময় নিজেদের জিনিসপত্র গুলো সাবধানে রাখা উচিত। এরকম ঘটনা তো এখন প্রায়ই দেখা যাচ্ছে এবং ঘটে যাচ্ছে চলাফেরা করার জন্য। এখন কিছু কিছু মানুষ রয়েছে যারা অন্যের জিনিসগুলোকে নিজেদের বলে নিয়ে যায়। আর সেই সকল মানুষগুলোর মধ্যে মানবিক গুণের অনেক বেশি অভাব রয়েছে।

 last year 

ওই মহিলা বাসের ভিতরে ছিলেন আর বস্তা ছিল বাসের যে নিচে ব্যাগ রাখার জায়গা থাকে সেখানে। তাই উনি জানেন না যে ওনার বস্তা নামিয়ে দেওয়া হয়েছে। যাইহোক ভাইয়া খুবই খারাপ লেগেছে ঘটনাটি সামনে থেকে দেখে। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাইয়া ঠিক কথাই বলেছে আপু, আমরা শুধু নাম মাত্রই মানুষ, এখনো মানবিক গুণে মানুষ হতে পারিনি। যদি মানুষ হতেই পারতাম তাহলে হয়তো ওই লোকটি নিজের মনে করে অন্যের বস্তা লুফে নিতে পারত না। একজন গরিব অসহায় মহিলার পুরাতন কাপড়-চোপড়ের ব্যাগ নিয়ে ওই লোকটিরই বা কি উপকারে আসবে তা মাথায় আসছে না। লোভ মানুষকে কতটা নিয়ে নিচে নিয়ে যেতে পারে তা এই ঘটনাটি না পড়লে হয়তো বোঝা যাবে না। যে লোক বস্তাটি নিয়েছে সে হয়তো বাসায় গিয়ে দেখবে, যে পুরাতন কাপড়-চোপড় গুলো আছে তা হয়তো তার কোন কাজেই লাগবে না। অথচ ওই পুরান কাপড় চোপড়ের জন্য অসহায় মহিলার কান্নাকাটি সত্যিই হৃদয় বিদারক ঘটনা। আপনার লেখা ঘটনাটি পড়ে খুব খারাপ লাগলো আপু।

 last year 

ওই মহিলার কাছে বাসায় গিয়ে পরবর্তীতে পড়ার মতো কোনো জামা ছিল না। আর এদিকে অন্য লোক নিজের লোভ সামলাতে না পেরে গরিব মহিলাটির বস্তা নিয়ে চলে গেল। মনুষ্যত্ব আজ কোথায়।জ্বি ভাইয়া দিন শেষে মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

 last year 

আপু এরকম ঘটনা অহরহ শোনা যায়। যদি ঐ মানুষটার ভিতরে বিন্দু মাত্র বিবেক থাকতো তাহলে অন্যের ব্যাগ বা বস্তা নিয়ে যেতো না। মহিলাটা এখন অসহায় হয়ে দাড়িয়ে কান্না করছে। না জানি কি কি প্রয়োজনীয় জিনিষ ছিল ঐ মহিলার বস্তায়। ধন্যবাদ আপু।

 last year 

বস্তায় কি কি ছিলো একমাএ ওই মহিলা জানে। উনি বার বার বলছিলেন উনার এক আত্মীয় কিছু পুরনো কাপড় দিয়েছেন। অতএব পুরনো কাপড় গুলো তার জন্য অনেক কিছু ছিল বা প্রয়োজনীয় ছিল।

 last year 

শুভ ভাই একেবারে ঠিক বলেছে,আমরা নামে মাত্রই মানুষ। দিনদিন বেশিরভাগ মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু লোভ আর লোভ বিরাজমান। কে কাকে কিভাবে ঠকাবে, কিভাবে নিজের লাভ হবে এগুলো নিয়ে ব্যস্ত। দিনদিন মানুষের এতো অধঃপতন দেখে সত্যিই অবাক লাগে। মহিলাটি বস্তা না পেয়ে দুটি বাচ্চা নিয়ে কান্না করছে। এমন অসহায় অবস্থায় দেখলে সত্যিই খারাপ লাগে। আল্লাহ তাদের মঙ্গল করুক, সেই কামনা করছি। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জ্বি ভাইয়া আমরা দিন দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছি মিনিমাম ভদ্রটা টুকু আমরা কারোর জন্য দেখাতে পারি না। যে লোকটি লোভে পরে বস্তাটা নিয়ে গেলেন উনি এই কাপড়গুলো দিয়ে কি করবেন। যাইহোক কি আর করার হয়তো লোভ সামলাতে পারেনি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

লোভ জিনিসটা খুব খারাপ আপু। অনেকে আসলেই লোভ সামলাতে পারে না। তবে মহিলার এবং বাচ্চাদের জন্য সত্যিই খারাপ লাগলো। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47