ফুচকা উৎসব ||@shy-fox 10% beneficiary
কেন আমি আজকের গল্পের নাম ফুচকা উৎসব দিলাম, সেটা আমি বলার চেষ্টা করছি। সবথেকে বড় বিষয় হচ্ছে, পাশের বাসায় দুটো ছোট মেয়ে থাকে। গত সন্ধ্যায় তারা আমার বাসায় এসেছিল। মূলত তারা সায়ানকে নিয়ে খেলাধুলা করে। এজন্যই আমার সময়টা ভালই কাটে তাদের সঙ্গে। আসলে বাচ্চা দুটোর বাবা পুলিশে চাকরি করে। যার কারণে প্রতিনিয়ত তাদের বাবা বাহিরে থাকে। আর তার মা থাকে তাদের সঙ্গে। আর আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, তাই তারা সর্বদা আমাদের বাসায় যাতায়াত করে।
আমাদের বাসায় এসেই ওরা টিভিতে, ইউটিউবে দেখে খাওয়ার প্রোগ্রামগুলো। মূলত অনেকগুলো খাবার একসঙ্গে খায়। তাই সেদিন আমাকে বলেছে আন্টি আপনি ফুচকা বানাবেন, আমরা সবাই মিলে একসঙ্গে অনেকগুলো ফুচকা খাবো । আমারও আসলে সত্যি বলতে ঠিক সেইভাবে সময় হয়ে উঠছিল না। যার কারণে ফুচকা বানাতে পারছিলাম না। কিন্তু গত সন্ধ্যায় সময় হয়ে গিয়েছিল এবং সেই ভাবে আমরা ফুচকা বানিয়ে ছিলাম ।
এমনিতেই সন্ধ্যাবেলা আর শীতের দিন। তাই মোটামুটি ভালোই উপভোগ্য ছিল সময়টা। বিশেষ করে আমরা অনেকগুলো ফুচকা বানিয়ে ছিলাম এবং সকলে মিলে খেয়েছি। তবে ঝালর পরিমাণটা একটু বেশি ছিল ।
যাইহোক ব্যাপারটা ভালো ছিল। কারণ সন্ধ্যাবেলায় পরিবারের সকল লোক মিলে ভালো একটা উত্তেজনা কাজ করছিলো। কারণ কে বেশি খেতে পারে এই এটার জন্য । এমনিতেই ফুচকা মুখরোচক খাবার তারমধ্যে প্রতিযোগিতা ছিল। তাই মোটামুটি সবাই কম বেশি ভালই খেয়েছে এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে, বিধায় এটার একটু আলাদা ধরনের টেস্ট ছিল। সর্বোপরি আমরা বেশ ভালোই উপভোগ্য সময় কাটিয়েছি ।
এমনিতেই এখন ভীষণ ঠান্ডা পরেছে চারিপাশে, তাই বাইরে খুব একটা বেশি যাওয়া হয়না । তাই ঘরের ভিতরে পরিবারের লোকজন মিলে ও পাশের বাসার দুটো পিচ্চি মিলে আমরা বেশ ভালোই উপভোগ্য কর সময় কাটিয়েছি এবং সর্বোপরি সময়টা মনে থাকবে বহুদিন।
সবাই মিলে ফুচকা খেলে অনেক ভালো লাগে। ফুচকা গুলো দেখে খেতে ইচ্ছে করছে। আমিও মাঝে মাঝে ফুচকা খাই। আমার কাছে ভালোই লাগে ফুচকা খেতে। বাসায় তৈরি ফুচকা গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। আপু শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনার ফুচকা উৎসবের গল্প ভালো লেগেছে। ফুচকা চটপটি এই রকম খাবার গুলো খাবার সময় বেশি মানুষ হলে একেবারে জমে যায়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপু আপনার ফুচকা উৎসবে আমাদেরকে একটু সাথে নিলে ভালো হতো। আমরাও তাহলে মজাদার ফুচকা খেতে পারতাম। সত্যি কথা বলতে ফুচকার প্রতি সবারই আলাদা ভালোলাগা রয়েছে। আমিও মাঝে মাঝে বাসায় ফুচকা তৈরি করি। তবে একা একা ফুচকা খাওয়ার মধ্যে মজা নেই। সবাই মিলে ভাগাভাগি করে খেলে ভালো লাগে আপু। দেখেই বোঝা যাচ্ছে ফুচকা গুলো খেতে খুবই মজা হয়েছিল। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপু আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ফুচকা সবাই মিলে খেতে অন্য রকম ভালো লাগে। ফুচকা আমার প্রিয় একটা খাবার। আামি মাঝে মাঝে ফুচকা খাই। আপনাদের বাসার তৈরি ফুচকা দেখে খুবই লোভনীও লাগছে । আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন আপু।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।