আমার বাংলা ব্লগ রেসিপি প্রতিযোগিতা -৩০ | হোমমেড মিক্সড ভেজিটেবল এগ রোল

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি প্রতিযোগিতার-৩০ এর জন্য রেসিপি বানিয়েছি। জানিনা আপনাদের কাছে ভালো লাগবে কিনা আসলে আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে। তো আমি আজকে বানিয়েছি মিক্স ভেজিটেবল এগ রোল।প্রতিযোগিতা মানেই নতুন নতুন রেসিপি। তাই আপনাদের কাছর শেখার আছে এবং আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমি মনে করি রেসিপি রেসিপির মতই হওয়া দরকার। আসলে যেটা রান্না করে খেতে পারব না সে ধরনের রেসিপি রান্না করা একদমই ফেলনা মনে করি আমি।

PhotoCollage_1675788852911-01.jpeg

তো চলুন রেসিপি শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
ময়দা
ডিম
আলু
বাঁধাকপি
শিম
গাজর
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি
টমেটো সস্
সয়া সস্
ব্রেড ক্রাম্ব
এক চিমটি লবণ
তেল

20230206_175359.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আমি সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি।

PhotoCollage_1675790238102.jpg

ধাপ-২

আমি ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ময়দার ডো টা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি।

PhotoCollage_1675789193531.jpg

ধাপ-৩

এরপর সবজিগুলো রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসেয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়েছি তেল।তারপর কেঁটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণমতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।

PhotoCollage_1675789279682.jpg

ধাপ-৪

সবজি নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে আমি এক সাইট করে দুটো ডিম ভেঙে দিয়েছি। আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোন ডিমই ব্যবহার করতে পারেন। এরপর ডিম এবং সবজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1675789339482.jpg

ধাপ-৫

এরপর টমেটো সস্ এবং সয়া সস্ আরো কিছুক্ষন সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর সবজি গুলো নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1675789372754.jpg

ধাপ-৬

একটা বাটিতে সামান্য পরিমাণে ময়দা নিয়ে পানি দিয়ে ময়দাটাকে আমি ভারি বেটার বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1675789416434.jpg

ধাপ-৭

এরপর আগে থেকে মেখে রাখা ময়দার ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। এরপর রুটির মধ্যে সবজিগুলো দিয়ে তার ওপরে টমেটো সস্ দিয়েছি।

PhotoCollage_1675789464410.jpg

ধাপ-৮

এরপর দুই পাশ থেকে জড়িয়ে নিয়ে আমি রুটিটাকে রোল বানিয়ে নিয়েছি। শেষের অংশটুকু আটকে রাখার জন্য আমি যে ময়দার বেটার টা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি রোলটা আটকে নিয়েছি।

PhotoCollage_1675789513927.jpg

ধাপ-৯

একই ভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা বাটিতে আবারো ময়দার একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। তারপর আমি একে একে রোল গুলো তার মধ্যে ডুবিয়ে ব্রেডক্রাম্বের মধ্যে দিয়ে রোলের গায়ে মাখিয়ে নিয়েছি।

PhotoCollage_1675789573914.jpg

ধাপ-১০

এবার রোলগুলোকে ভাজার জন্য চুলায় একটি করায় বসিয়েছি কড়াইয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল কারণ এটা আমি ডুবো তেলে ভাজবো।তো তেল গরম হয়ে গেলে আমি একে একে রোল গুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি।

PhotoCollage_1675789647521.jpg

❤️পরিবেশন❤️

রোলগুলো ঠান্ডা হয়ে গেলে আমি মাঝ বরাবর কেটে টমেটো সস্ এর সঙ্গে পরিবেশন করেছি।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

PhotoCollage_1675789736321-01.jpeg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

তো বন্ধুরা এই ছিল আমার আজকের প্রতিযোগিতার জন্য রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি মনে করি যদি বাচ্চারা সবজি না খেতে চায় তাহলে আমরা এভাবে একটু বুদ্ধি করে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে তাদেরকে খাওয়াতে পারি।

তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

শীতকালীন সবজি তার সাথে ডিমের মিশ্রণে অনেক সুন্দর লোভনীয় মজাদার রোল প্রস্তুত করেছেন।।
এত সুন্দর খাবার সকাল সকাল দেখতে পাব ভাবতে পারিনি দেখেই খুব লোভ হচ্ছে।।
ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।।

 2 years ago 

রেসিপি টা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এত এত সুস্বাদু খাবার গুলো রাতের বেলায় আমার সামনে আসে হাহাহা, আপনার পরিবেশন দেখে তো আমার খুবই ভালো লাগছে বোঝা যাচ্ছে খাবারটা খুবই টেস্টি হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

মিক্সড ভেজিটেবল এগ রোল রেসিপি দারুন হয়েছে আপু। আসলে যেই খাবারটি তৈরি করে খাওয়া যাবেনা সেই খাবারটি তৈরি না করাই ভালো। আপনি কিন্তু বেশ ভালোভাবে রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খেতে অনেক ভালো হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

জ্বী আপু এই রোল খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর আমি সত্যিই এটা মনে করি যে যেটা আমরা কষ্ট করে তৈরি করে যদি খেতে না পারি তাহলে সেই খাবারটি তৈরি করার কোন মানেই হয় না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভেজিটেবল এগ রলের রেসিপি দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার সাথে আমিও একমত আপু যেসব খাবার খেলে শরীরের উপকার হবে এবং সুস্বাদু হবে সেই সব খাবার রেসিপি করা দরকার।আসলে এমন কোন রেসিপি করা উচিত নয় যেগুলো আসলে খাওয়ার তালিকায় পড়ে না।অনেক সুন্দর করে মিক্স ভেজিটেবল এগ রোল করেছেন এমন রোল খেতে দারুন লাগে সসের সাথে।শীতকালীন সবজি দিয়ে বেশ মজাদার একটি সবজি রোল তৈরি করেছেন এবং সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

হোমমেড মিক্সড ভেজিটেবল এগ রোল রেসিপি দারুন হয়েছে, আমার কাছে ইউনিক লেগেছে আমি কখনো দেখিনি অন্যান্য সবাই দেখেছে কিনা জানিনা। এবার ভেজিটেবল রেসিপি প্রতিযোগিতায় ইউনিক কিছু রেসিপি দেখতে পেলাম ভালো লেগেছে। আপনারটা বেস্ট ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপি দেখে জিভে জল চলে আসল। আমিও একদিন বাসায় আপনার এই রেসিপি তৈরি করে দেখবে।এই রেসিপি ছোট বড় সবাই খেতে পারবে। আপনার এই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু এই রেসিপিটা বড়দের থেকে ছোটরা বেশি পছন্দ করব। কারণ তারা অনেক সময় সবজি খেতে চায় না তবে আমরা যদি এভাবে ইউনিক ভাবে কিছু রান্না করে দেই তাহলে তো অবশ্যই তারা সেটা পছন্দ করবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মিক্সড ভেজিটেবল এগ রোল রেসিপি চমৎকার হয়েছে। ভেজিটেবল রোল খেতে ভীষণ সুস্বাদু লাগে। এভাবে বাসায় তৈরি করে খেলে তো অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি দেখে শিখে নিলাম বাসায় তৈরী করে খাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটা খেতে খুবই সুস্বাদু লাগে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনাকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে দেখে কিন্তু বেশ ভালই লাগছে। প্রতিযোগিতার জন্য আপনি শীতের সবজি দিয়ে খুব সুন্দর করে ভেজিটেবিল রোল তৈরি করেছেন। ভেজিটেবিল রোল এমনিতেই আমার বেশ প্রিয়। তার উপর আবার শীতের সবজি দিয়ে। লোভে তো জিভে জল চলে আসলো তো।

 2 years ago 

রোল খাওয়ার দাওয়াত নিয়ে নেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই ভাবি।ভেজিটেবল এগ রোল খেতে সবাই খুবই পছন্দ করে আমিও তার গব্যাতিক্রম নই বাইরে কোথাও গেলে যদি কিছু খেতে হয় তখন আমি ভেজিটেবল রোল কিনে খাই। আপনি অনেক সুন্দর করে রোল গুলো তৈরি করেছেন দেখতে খুবই লোভনীয় হয়েছে। আর আমি আপনার রোল খেয়েছি তাই এর স্বাদ কেমন হয়েছে আমি। সত্যি মন থেকে বলছি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।সুন্দর রোলের রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি।অনেক অনেক শুভকামনা রইলো।❤️🌹

 2 years ago 

ঠিক বলেছেন বাহিরে যদি আমরা কখনো খাবার খাই তাহলে রোল কিন্তু আমার নিঃসন্দেহে খেতে পারি বিশেষ করে ভেজিটেবল রোল। ধন্যবাদ ভাবি সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67814.21
ETH 2401.94
USDT 1.00
SBD 2.34