অসময়ে কাঁচা আম খাওয়ার অনূভুতি 🥭

in আমার বাংলা ব্লগ8 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই অসময়ে কাঁচা আম খাওয়ার সুন্দর অনুভূতি। রিজিক বড় জিনিস। কার রিজিকে কি আছে কখন কোথায় কোন আত্মীয়ের বাড়িতে বলা যায় না। আজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম।আমার বাসার সামনের বাসায় একটা ফাঁকা জায়গায় বেশ কয়েকটা আমগাছ লাগানো আছে।আম গাছগুলো যাদের তারা বাড়িতে থাকেন না। উনারা কখনো সিজনে যে আম ধরে সেগুলোও নিতে আসতো না। হঠাৎ করে আমার চোখ গেল একটি গাছে দেখলাম গাছের মাথায় দুটো আম ধরে আছে এবং অনেকগুলো মুকুল এসেছে। সম্ভবত এটি বারোমাসি আম গাছ। হয়তো আমগুলো আমাদের রিজিকে আছে তাই চোখে পড়েছে।

IMG-20240814-WA0009.jpg

আম গুলো দেখে কেন জানি না খুব লোভ হচ্ছিল। কিন্তু অন্যের গাছের জিনিস এভাবে না বলে পেড়ে খাওয়া একদমই ঠিক হবে না। আম গাছগুলো যাদের তাদের আত্মীয় হয় তাদের বাড়িতে একটা মেয়ে আছে আমার ছোট বোনের বয়সী হবে। ব্যাপারটা তাকে জানালাম ও সব সময় প্রায় আমার সাথেই থাকে। আমার এক চাচাতো ভাবি আছে তাকেও সাথে নিলাম। এরপর তিনজন মিলে গেলাম গাছে আম পারতে। গাছটা এত উঁচু যে আমরা কোনো ভাবেই আমের নাগাল পাচ্ছি না। বাড়ি থেকে লম্বা একটি বাঁশ এনে অনেক কষ্ট করে দুটো আম পেড়েছি।

IMG-20240814-WA0003.jpg

IMG-20240814-WA0002.jpg

আম গুলোর সাইজ বেশ বড় ছিল। যাইহোক এবার আমগুলো বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একটা চাটনি বানিয়ে সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আমগুলো এত বড় ছিল তারপরও ভেতরের আটি অনেকটাই কচি ছিলো।আম গুলা মনে হয় আরো অনেক বড় হবে। তবে এই অসময়ে কাঁচা আম পেয়ে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল।

IMG-20240814-WA0005.jpg

IMG-20240814-WA0007.jpg

IMG-20240814-WA0008.jpg

গ্রামের এই দৃশ্যগুলো সত্যিই অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে যে কোনো জিনিস খাওয়া এবং আনন্দ করার মজাই আলাদা। আমরা সবাই মিলে ঠিক করেছি খুব তাড়াতাড়ি একটা পিকনিকের আয়োজন করব। আমি চেষ্টা করব সেখানকার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার।আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আর আমরা এমন সুন্দর মুহূর্ত ও প্রায় প্রতিদিনই কাটায়। যাইহোক বন্ধুরা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 8 days ago 

কেটে রাখা আমগুলো দেখে জিভে জল চলে এসেছে আপু। এই সময় কাঁচা আম পাওয়াই যায় না। আর এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে আপু।আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 6 days ago 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 8 days ago 

image.png

 8 days ago 

এই অসময়ে কাঁচা আম দেখিয়ে তো সবাইকে লোভ লাগিয়ে দিলেন। প্রথম ফটোগ্রাফি টা দেখে জিভে জল চলে এসেছে। এটা ঠিক বলেছেন সবাই মিলে যেকোনো কিছু খাওয়ার মজাটাই আলাদা। সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 days ago 

গাছে আম গুলো দেখার পর আমারও লোভ হয়েছিলো। তাই আপনার লোভ হওয়া স্বাভাবিক। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 8 days ago 

যেকোনো ফলই সিজন ছাড়া খাওয়ার মজাই আলাদা আমি তো প্রথমে ভাবছিলাম এগুলো পটল ভাজি করার জন্য কেটে রেখেছেন, পরে শিরোনাম পরে বুঝতে পারলাম যে এগুলো কাঁচা আম। কাঁচা আম এভাবে মরিচের গুঁড়ো দিয়ে খেতে আসলে অন্যরকম একটি স্বাদ আর সেটা যদি হয় সিজন ছাড়া তাহলে তার কথাই নেই। আপনার আম দেখে সত্যি খেতে খুব ইচ্ছে করছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

জ্বি ভাইয়া এগুলা বারোমাসি গাছের আম।খেতে খুব মজা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 days ago 

অসময়ে এই কাঁচা আম গুলো ঝালের সাথে দেখে আমার তো খেতে ইচ্ছে করছে আপু। বারোমাসি আম গাছ থেকে তিনজন মিলে দুইটা আম পেরেছেন। তবে আমগুলো কিন্তু ভীষণ লোভনীয় লাগছে দেখে। যাই হোক কষ্ট করে আমগুলো পেরে বেশ মজা করে খেয়েছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 days ago 

হ্যাঁ আপু সবাই মিলে খুবই মজা করে খেয়েছি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

আপনি ঠিক বলছেন গ্রামের এই দৃশ্য গুলো খুবই ভালো লাগে। যখন এক সাথে কোন জিনিস খাওয়া হয় সেটাতে অনেক মজা ও আনন্দ পাওয়া যায়। যাইহোক এই অসময় কাঁচা আম দেখে তো লোভ লেগে গেলো। জিভে পানি চলে আসতেছে আপু।আপনার কাঁচা আম খাওয়ার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য। আমগুলো খেতে বেশ ভালোই ছিল।

 8 days ago (edited)

ইস্ আপু সত্যি বলছি একেবারে জিবে জল এসে গেল। প্রথমে ভাবলাম যে আমি বাজারে খুজে আম পাচ্ছি না আর আপনি কোথায় পেলেন। পড়ে দেখলাম আপনাদের পাশের বাড়ির বার মাসের আম গাছ থেকে খুব কষ্ট করে পেড়ে তো লোভনীয় খাবারটি খাচ্ছেন। আসলে এই লোভনীয় খাবারগুলো সবাই একসাথে খেলে মজা লাগে। তবে আফসোস আমি খেতে পারলাম না। ধন্যবাদ আপু আম খাওয়ার অনুভূতিটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 days ago 

কাঁচা আম এখন বাজারে পাওয়া যায় না আপু।এগুলো গাছের ছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

এই সময় কাঁচা আম তো পাওয়ার কথাই না। তবে বারোমাসি আম গাছ বলেই কাঁচা আম পেয়েছেন। কাঁচা আম দেখলে তো সবারই লোভ লাগে। আর এই সময় তো আরও বেশি লোভ লাগবে। যাইহোক সবাই মিলে কাঁচা আম বেশ মজা করে খেয়েছেন,এটা জেনে খুব ভালো লাগলো আপু। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কাঁচা আম বা টক জাতীয় খাবার দেখলেই লোভ লেগে যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

এই সময়ে আম দেখে নিজের কাছে লোভ লেগে গেলো। কারণ এই অসময়ে আম যে কারোরই খেতে ইচ্ছে করবে। মূলত আমগুলোর সাথে এই ঝাল ঝাল মরিচ দেখে আরও লোভ লাগছে আপু। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আজকে।

 6 days ago 

সত্যিই আপু অসময়ে কাঁচা আম দেখে লোভ লাগারই কথা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 8 days ago 

প্রথমেই বলতে হয় জিভে পানি চলে আসলো। স্কুল জীবনে এমন করে আম কেটে ঝাল দিয়ে প্রচুর পরিমাণে খেয়েছি। আপনার এই ঝাল দিয়ে আম খাওয়ার দেখে সেই সময়ের কথা মনে পড়ে গেল। তবে অসময়ে এমন আম পেলে বেশ ভালোই হয়।

 6 days ago 

আমিও স্কুল জীবনে কত টক জাতীয় খাবার খেতাম সবাই মিলে। খুবই সুন্দর মুহূর্ত কাটানো যায় সেই সময়।যাইহোক সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60898.61
ETH 2626.61
USDT 1.00
SBD 2.61