ইচ্ছা আছে শখ পূরণ করার || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আশাকরি সকলে ভালো আছেন। সবার সময় ভালো যাচ্ছে , এই কামনাই করি । যাইহোক আজকে আমার চিন্তা ভাবনা থেকে কয়েকটা মন্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব । আশাকরি আমার চিন্তা-ভাবনাগুলো আপনাদের ভাল লাগতে পারে ।

20220317_165532.jpg

সুন্দর জিনিসের প্রতি সকলের আকৃষ্টতা বেশি কাজ করে । বিশেষ করে যে জিনিসটা আমরা সচরাচর হাতের কাছে পাই না বা যে জিনিসটার সঙ্গে আমরা সচরাচর সবসময় অভ্যস্ত নই, সেই জিনিস গুলো দেখলেই মনে হয় কাছে গিয়ে দাঁড়াই, একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি নতুবা পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করি । তেমনটা হচ্ছে গাড়ি , বিশেষ করে প্রাইভেট কার ।

20220317_165540.jpg

আমি একদম অবশ্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে । জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছি এই বয়সের মাঝেই। তবে এতকিছুর পরেও অনেক পরিবেশেই যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি মনে করি এদিক থেকে আমি কৃতজ্ঞ যে, সব পরিবেশে মানিয়ে নেওয়ার মতো যোগ্যতা কিছুটা হলেও নিজের ভিতরে আছে । নিজের অনেক কিছু না থাকতে পারে , তবে এসব বিষয়ে মানিয়ে নেওয়ার মতো যোগ্যতা তৈরি হওয়াটা কিন্তু যুক্তির ব্যাপার ।

20211203_104721.jpg

মেয়ে মানুষ আসলে একটু গর্ব করতে পছন্দ করে। হোক সেটা গহনা নতুবা সেটা প্রাচুর্য বা একটু বিলাসিতা । এটা থাকলে তো আর কথাই নেই । যাইহোক প্রাইভেট কারের প্রতি আমার একটা আলাদা আগ্রহ কাজ করে । যখনই কোন স্থানে দেখি, নিজের থেকেই দাঁড়িয়ে যাই ছবি তোলার জন্য । হয়তো সেটাকে তাৎক্ষণিক সময়ের জন্য আপন ভাবি । যদিও মাঝে মাঝে এদিক-ওদিক চলার পথে চেষ্টা করি ভাড়া নিতে । তবে ভাড়াতে আর কয়দিন ।

হয়তো কষ্ট করছি, একটা সময়ে গিয়ে ফল পাব । প্রত্যেকটা মানুষের জীবনেই একটা আশা থাকে । আমার জীবনের আশা একটা প্রাইভেট কার । একদম নিউ মডেলের প্রাইভেট কার । যেটা শুধু আমার থাকবে আর কাহারো থাকবে না ।

20220322_105205.jpg

তবে মনে হয় একদিন সেই শখটা একদিন পূরণ করব এবং নিজের গর্বের খাতাটা পূর্ণ করে ফেলবো । ঐ যে বললাম ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে , তাই হয়তো স্বপ্নটাকে লাতিত করে রেখেছি । এখন হয়তো পাশে দাঁড়িয়ে থেকে ছবি তুলছি । পরে হয়তো কেউ একজন সামনে বসে চালিয়ে নিয়ে যাবে আর আমি ও শায়ান পিছনে বসে থাকবো ।

Sort:  
 2 years ago 

আসলে আপু মানুষের স্বপ্নের কোন শেষ নেই। স্বপ্নের সিঁড়ি অনেক উঁচু। যা শেষ হওয়ার নয়। আপনিও একটি স্বপ্ন দেখেছেন যে একসময় একটি গাড়ির মালিক হবেন। সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে। দোয়া করি আপনার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাক। যেনো আপনি আপনার বাকি জীবনগুলো সায়ন কে নিয়ে খুব ভালভাবে উপলব্ধি করে কাটাতে পারেন।

 2 years ago 

স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি। আমরা প্রতিদিনই অনেক স্বপ্ন দেখি কখনো স্বপ্ন পূরণ হয় আবার কখনো স্বপ্ন ভেঙ্গে যায়। এই ভাঙ্গা গড়া নিয়েই আমাদের জীবন। তারপরও আমার স্বপ্ন দেখতে অনেক পছন্দ করি স্বপ্ন না দেখলে আমাদের চলার গতি থমকে যাবে। যাইহোক আপু আশা করি আপনার গাড়ির মালিক হবার স্বপ্ন পূরণ হবে। হয়তো আমরা খুব দ্রুতই দেখতে পারবো ভাই গাড়ি চালাচ্ছেন আর পাশে শায়ান বাবু ও আপনি বসে আছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রাইভেট কারের স্বপ্ন অবশ্যই আপনার পূর্ণ হবে সেই দোয়া করছি। আপনি একদম ঠিক বলেছেন আমাদের কিছু কিছু বিষয় করতে একটু দুর্বলতা আছে যার মধ্যে গহনা বেশি । আপনি খুব সুন্দর ভাবে আপনার মনের অভিব্যাক্তি গুলো প্রকাশ করেছেন ইচ্ছাগুলো আমাদের জানিয়েছেন। ইচ্ছা করলে অবশ্যই সেই ইচ্ছা পূরণ হবে। আপনার জন্য শুভকামনা।

আপনি আমাদের মাঝে মূল্যবান সময় নষ্ট করে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য উপস্থাপন করেছেন। স্বপ্ন নেই এমন ব্যক্তি পৃথিবীতে নেই বললেই চলে। প্রতিটি মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে এবং স্বপ্নের সাথে লড়াই যুদ্ধ করে স্বপ্নের চূড়ায় পৌঁছে যায়। কোন স্বপ্ন পূরণ হয় কোন স্বপ্ন পূরণ হয়না। তারপরও মানুষ সেই স্বপ্নকে বুকে ধারণ করে বেঁচে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা অনেকেই আছি স্বপ্ন দেখি এবং তা বুকের ভেতরে লালন পালন করে থাকি। সেই স্বপ্নটাকে প্রকাশ করার মতো ক্ষমতা হয়তো হয় না। আর আপনি আপনার স্বপ্নটাকে এত সুন্দর করে আমাদের মাঝে প্রকাশ করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্ন না থাকলে কোন মানুষই হয়তো সামনের দিকে এগিয়ে চলতে পারতো না। আর তাই আমাদের সকলের ভেতরে ছোট হোক আর বড় হোক স্বপ্ন থেকেই যায়। আপু আপনার স্বপ্ন পূরণের শখের গাড়িতে চড়ে আমাদের প্রিয় শুভ ভাই, আপনি ও শায়ান বাবু মনের আনন্দে ঘুরে বেড়াতে পারেন এবং সেইসাথে আপনার ইচ্ছাটা কে প্রাধান্য দিয়ে শখ পূরণ করা এবং স্বপ্ন পূরণ করা যেন খুব দ্রুতই বাস্তবে রূপান্তরিত হয় এই প্রত্যাশাই করছি।

 2 years ago 

দোয়া করি আপু আপনার ইচ্ছা যেন অতি দ্রুত পূরণ হয়। আসলে সবার একটা মনের ইচ্ছা থাকে। কারন স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে অসম্ভব। আমি মনে করি যে স্বপ্ন ছাড়া মানুষ সামনের দিকে এগোতে পারে না। দোয়া করি যেন আপনার মনের আশা অতি দ্রুত পূরণ হয়। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। তেমনি আপনার জীবনেও একটি প্রাইভেট কার কেনার স্বপ্ন রয়েছে। আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আপু। দোয়া করি মহান আল্লাহ তা'আলা যেন শীঘ্রই আপনার সেই মনের আশা পূর্ণ করেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আমি আপনাদের সঙ্গে, সহমত পোষণ করছি। স্বপ্ন দেখতে তো সমস্যা নেই । তাই হয়তো স্বপ্ন দেখার চেষ্টা করছি । হয়তো একদিন পূরণ করেও ফেলতে পারি , শুধুমাত্র সময়ের ব্যবধান মাত্র।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54960.01
ETH 2314.51
USDT 1.00
SBD 2.32