নিউমার্কেট থেকে বাবুর জন্য কেনাকাটার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি কিছুদিন আগে বাবুর জন্য অনলাইন থেকে কিছু শীতের জামা কাপড় অর্ডার করেছিলাম এবং সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আসলে শীতে বাবুদের অনেক জামা কাপড় লাগে। দেখা গেলো একটা জামা ভিজিয়ে ফেললে সাথে সাথে চেঞ্জ করে দিতে হয়। তাই গতকাল গিয়েছিলাম নিউ মার্কেটে বাবুর জন্য আরও কিছু জামা কাপড় কিনতে।আর সেই মূহুর্ত বা অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা কেনাকাটা করতে সবসময় সন্ধ্যায় বের হই।সন্ধ্যায় একটু ভিড় কম থাকে। কেনাকাটা করতে সুবিধা হয়।তো রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাসার সামনে রাস্তায় গিয়ে দেখি এত পরিমাণে জ্যাম। রিক্সা নিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। তাই দুজন মিলে হাঁটতে শুরু করে দিলাম। আমাদের বাসা থেকে মার্কেট প্রায় এক কিলো রাস্তা। তো হাঁটতে হাঁটতে নিউমার্কেটে পৌঁছে গেলাম এবং প্রথমে কয়েকটা দোকানে খুঁজলাম বাবুদের কোন ভালো কাপড় এখনো বাজারে আসেনি।
এরপর আমরা আরো ভেতরের দিকে গেলাম। এবং বড় একটি দোকান দেখতে পেলাম সেখানে বাবুদের বেশ ভালো ভালো শীতের পোশাক। তো আমার মেয়ের উদ্দেশ্য ছিল বাবুর জন্য কিছু পাজামা কিনবো।সবসময় ব্যবহারের জন্য কিছু পাতলা পাজামা কিনলাম এবং বেশি শীতের জন্য একটু মোটা পাজামা কিনেছিলাম। পাজামা গুলো আমার খুবই ভালো লেগেছিল। তবে বাবু বারবার জিন্সের প্যান্টগুলো দেখাচ্ছিল। এটুকু বয়সে পছন্দ করতে শিখে গেছে। জামা কাপড় কেনা শেষ হয়ে গেলে এবার বাবুর জন্য রুমে ব্যবহার করার জন্য এক জোড়া জুতো কিনেছিলাম।
যাই হোক এরপর আমরা দুটো জিন্সের প্যান্টও কিনেছিলাম। কেনাকাটা এখানেই শেষ নয়। যখন একটু বেশি শীত পড়বে তখন আবার একটু মোটা জামা কিনতে হবে। এখন যেগুলো কিনলাম এগুলো রেগুলার ব্যবহারের জন্য। যাই হোক এরপর জামা কাপড় কিনে আমরা বাসায় চলে আসি।ব্সায় আসার সময় অনেক জ্যাম ছিল।এরপর একটি রিক্সা নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে কোনোমতো বাসায় আসতে পেরেছি।
তো এই ছিল আমার নিউ মার্কেট থেকে বাবুর জন্য কিছু কেনাকাটার মুহূর্ত আশা করছি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আপু ছোট বাচ্চাদের এটাই বড় সমস্যা বারবার কাপড় চোপড় চেঞ্জ করতে হয়।আসলে বাচ্চাদের অনেক পছন্দ বর্তমান যুগের বাচ্চা বলে কথা। এখনো শীতের তেমন কাপড় চোপড় আসেনি। তবে এই প্যান্ট গুলো কিন্তু অনেক ভালো। আপনি অনেক গুলো জিনিস কিনেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মূহুর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বী আপু এখনো পুরোপুরি পড়েনি তাই বাচ্চাদের খুব একটা ভালো কালেকশন এখনো বাজারে আসেনি। যেহেতু প্রয়োজন ছিল তাই সেগুলোর মধ্যে থেকে বেছে বেছে কিছু কিনেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ওদিকে যে শীত পড়ে! বাবা রে বাবা!! আরো ছোট বাচ্চাদের শীতের জামা-কাপড় একটু বেশিই লাগে। আর এখনকার বাচ্চারা বেশ এক্সপ্রেসিভ। নিজেদের চয়েজ প্রকাশ করতে খুব পছন্দ করে এবং সে অনুযায়ীই জিনিস কিনতে চায়। আমি তো ইন্টার পর্যন্ত মা যা এনে দিত, কোন কথা ছাড়াই তাই পড়তাম! 😥
হ্যাঁ আপু এখন মোটামুটি বেশ ভালোই শীত পড়ে গেছে।পুরোপুরি শীতে যে কি হবে সেটাই ভাবছি। আগে আমরাও বাবা-মার পছন্দমত জামা পড়েছি আর আমার এটুকু বাচ্চাএখনই পছন্দও বুঝাতে পারে। যাই হোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
নিউমার্কেট থেকে বাবুর জন্য কেনাকাটার করেছেন জেনে খুশি হলাম। আসলে ছোট বাবুদের কাপড় চোপড় বেশি লাগে। দুটো জিন্সের প্যান্ট কিনেছেন বেশ ভালো হইছে। নিউমার্কেট থেকে বাবুর জন্য কেনাকাটার করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। এতো সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপনি ঠিক বলছেন আপু শীতকালে বাচ্চাদের অনেক কাপড় লাগে। যেহেতু বাবু এখনো ছোট তাই বারবার চেঞ্জ করে দিতে হয়। তো আপনি বেশ ভালই জামা কিনলেন মোটা এবং পাতলা সবকিছু মিলিয়ে। আসলে কেনার শেষ নেই সব সময় কিছুদিন পরপর কিনতে হয়। তো মার্কেট ঘুরে বেশ কেনাকাটা করলেন। অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। বিস্তারিত পড়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বী আপু মোটা পাতলা মিশিয়ে কিনেছি। যেহেতু এখনো পুরোপুরি শীত পড়ে নাই তাই রেগুলার ব্যবহারের জন্য একটু পাতলা কাপড় দেখেই কিনেছি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
হ্যাঁ আপু আপনি কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে শায়ানের জন্য বেশ কয়েকটি ফুলহাতা গেঞ্জি কিনেছিলেন। যাইহোক নিউমার্কেট গিয়ে বাবুর জন্য আরও কিছু কেনাকাটা করেছেন,এটা দেখে খুব ভালো লাগলো। আসলেই শীতকালে বাচ্চাদের অনেক জামাকাপড় লাগে। একটু পরপর ভিজিয়ে ফেলে, তাই ঘনঘন পরিবর্তন করে দিতে হয়। তবে মার্কেটে শীতের কাপড় এখনো ভালোভাবে আসেনি। আমরাও গত পরশুদিন ঢাকা নিউমার্কেট গিয়েছিলাম শপিং করতে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পুরো পোস্টে পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সত্যি বলতে ঢাকা শহরে এত এত জ্যামের মধ্যে কোথাও যাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে কাছাকাছি কোন জায়গা হলে হেঁটে চলে যাওয়াই সর্বোত্তম। কারণ রিকশায় ও জ্যামের কারণে অনেক লেট হয়ে যায়। আপনাদের বাসা থেকে যেহেতু এক কিলোমিটার দূরে নিউমার্কেট, তাহলে হেঁটে গিয়েই ভালো করেছেন। যাইহোক খুব সুন্দর কেনাকাটাও করলেন। তবে মজা লাগলো বাবুকে আপনি দেখাচ্ছেন অন্য প্যান্ট কিন্তু বাবু পছন্দ করতেছে জিন্স প্যান্ট। আসলে কি বলবেন সে বড় হচ্ছে না,তারও তো পছন্দ আছে। যাইহোক আপু খুব ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্ত দেখে ভালো থাকবেন।
ইদানিং শুধু ঢাকা শহরে না প্রত্যেকটা শহরে বেশ ভালোই জ্যাম দেখা যাচ্ছে।তাই তো উপায় না পেয়ে হেঁটেই বাজারে যেতে হয়েছিলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।