লাল গোলাপ ও লাল রং

in আমার বাংলা ব্লগ3 years ago

আচ্ছা মানুষ প্রত্যেকটা জায়গায় লাল জিনিস কে বেশি প্রাধান্য দেয় কেন। আমি একটা বিষয়ে মাঝে মাঝে ভেবে পাইনা। বিশেষ করে ভালবাসার ক্ষেত্রে, বিশেষ করে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ করে কোন উপলক্ষে দেখি লাল গোলাপের ছড়াছড়ি। কিন্তু কেন?


আচ্ছা লাল রং বাদেও তো অনেক ফুল আছে, লাল রং বাদেও তো অনেক কালার আছে, তাহলে সে গুলোকে বেশি একটা প্রাধান্য দেওয়া হয় না কেন। ভালোবাসার প্রথম পদক্ষেপ যদি লাল রংয়ের লাল গোলাপ হয় তাহলে ভালবাসার শেষের দিকটা ও কিন্তু একদম টকটকা রক্তের মতো রক্তাক্ত হয়ে যায়, কারণ বেশিরভাগ ভালোবাসাগুলো এই একটা সময় যায় শেষ হয়ে যায়।
নাকি আমরা কিছু কিছু জিনিসগুলোকে অনেকটা ট্রেডিশন হিসেবে নিয়েছি, যে ভালোবাসা দিবসে শুধুমাত্র লাল ফুল দিতে হবে, লাল গোলাপ দিতে হবে, লাল পাঞ্জাবি পরতে হবে, লাল শাড়ি পড়তে হবে, মানে সব জায়গায় এত লাল লাল করে বিষয়টাকে আমরা এত লালচে করে ফেলি যে,একটা সময় গিয়ে সব ফিকে হয়ে যায়।যদি ভালোবাসার মানে বিশুদ্ধ হয়, যদি ভালোবাসার মানে পবিত্রতা হয়, তাহলে লালকে বর্জন করে সাদা রঙকে প্রাধান্য দেওয়া আমার মতে বুদ্ধিমানের কাজ। তাতে অন্তত কিছু রক্তাক্ত না হলেও, কিছুটা শান্তি বিরাজ করবে।
received_189323569811771.jpeg

Sort:  
 3 years ago 

গোলাপ ফুলটা দারুন দেখতে হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

খুবই চমৎকার লাগছে গোলাম ফুলের দৃশ্যটা ভাবী। হুম খুবই গুরুতর একটি প্রশ্ন ভাবি, আমি নিজেও জানি না কেন সবাই এটা করে।

 3 years ago 

আমারও মাঝে মাঝে এসব নিয়ে ভীষণ ভাবনা হয় মানুষ কেন এরকম করে। যাইহোক ধন্যবাদ আপনাকে।

আমার প্রিয় ফুল লাল গোলাপ। দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

লেখা এবং ছবি দুটোই দারুন হয়েছে

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60811.44
ETH 2350.21
USDT 1.00
SBD 2.52