নতুন অতিথি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনা করছি।

আমি যখন প্রথমে বাসায় ভাড়ায় উঠি তখন আমি শুনতে পারি যে এই বাসার একজন ভাবি ইন্ডিয়াতে গেছেন চিকিৎসা হওয়ার জন্য। আসলে উনি অনেকদিন ধরে বিবাহিত ছিলেন কিন্তু উনার সন্তান হচ্ছিল না এজন্য চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছেন। প্রায় তিন মাস পর উনি ফিরে আসেন। সবাই মিলে ঠিক করলাম ওনাকে একবার দেখতে যাবো তো সবাই মিলে একদিন সন্ধ্যাবেলায় উনাকে দেখতে গেলাম এবং গিয়ে একটা খুশির খবর শুনতে পেলাম যে অনে মা হতে চলেছেন তো এটা শোনার পর খুবই ভালো লেগেছিল।

20221028_181036.jpg

ভাবি চারতলায় ভাড়া থাকতেন। তো এভাবেই নয়টি মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন শুনতে পেলাম যে ওনার ব্যাথা উঠেছে। আর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম যে তার ছেলে বাবু হয়েছে। খবরটা শুনে খুব ভালো লাগলো।

20221028_181016.jpg

তারপর হঠাৎ করেই একটা খারাপ খবর শুনতে পেলাম। বাচ্চাটা বেশি অসুস্থ। আসলে ভাবি যখন প্রেগন্যান্ট ছিলেন তখন উনি সবসময় এসি রুমে ছিলেন। এজন্য বাচ্চার নিউমোনিয়া হয়েছিলো জন্ম নেওয়ার পর। তখন বাচ্চাকে অন্য হসপিটালে রেফার করা হয়। যাইহোক কয়েক দিন সেখানে চিকিৎসা করার বাচ্চাটা সুস্থ হয়ে উঠে।তারপর তাকে বাসায় আনা হয়।

20221028_200116.jpg

বাচ্চাটাকে বাসায় আনার পর প্রায় সবাই দেখতে গিয়েছিল। শুধু আমারই যাওয়ার সময় হয়ে উঠছিল না। ভাবছিলাম একবার দেখতে যাবো কিন্তু কিছু সময় করতে পারছিলাম না কিন্তু গতকাল আমি একটু সময় বের করলাম যে আজকে তাকে দেখতে যাবোই যাবো। আমি গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম দেখতে। আমার খুবই ভালো লেগেছিল বাচ্চাটাকে দেখে। এত কষ্ট করার পর সুস্থ আছে এটা যেন খুব ভালো লাগলো।

যাইহোক সেখানে অনেকক্ষণ বসে ভাবি এবং ভাবির মায়ের সাথে গল্প করলাম। ভাবির মা মিষ্টি খেতে দিয়েছিলেন।শায়ান বাবুএ খুব খুশি হয়েছিলো। ও বার বার বাবুটাকে আদর করে দিচ্ছিলো। সবাই দোয়া করবেন বাবুটা যেনো সব সময় ভালো থাকো এবং সুস্থ থাকে।

তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

বাচ্চা যাদের হয় না তাদের জন্য অনেক ভালো ট্রিটমেন্ট ইন্ডিয়াতে রয়েছে। আমাদের দেশে এরকম ট্রিটমেন্টের খুবই অভাব। অনেকেরই ইন্ডিয়াতে গিয়ে এরকম বাচ্চা হয়েছে। মা এসি রুমে থাকার কারণে বাচ্চার নিউমোনিয়া হয়েছে এ বিষয়টি কেমন যেন লাগলো। নিউমোনিয়া অন্য কারণে হতে পারে। যাইহোক বাচ্চাটি সুস্থ মতো বাসায় এসেছে জেনে ভালো লাগলো। দোয়া রইল বাচ্চাটির জন্য।

 2 years ago 

আপু উনার আগে থেকে সমস্যা ছিলো আমরা বেশ কয়েকবার নিষেধ ও করেছিলাম এসি তে থাকতে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অবশেষে ইন্ডিয়া যাওয়ার পর ভালো চিকিৎসার বাচ্চা হয়েছে এটাই অনেক অনেক শুকরিয়া। আসলে ইন্ডিয়াতে যে এই চিকিৎসার ভালো ফল রয়েছে এটা আমি আগে জানতাম না। যাইহোক তারপরেও নতুন বাচ্চার জন্য অনেক অনেক শুভকামনা, বাচ্চাটি বেশ কিউট। প্রেগনেন্সির সময়কালে মায়েদেরকে অনেক সতর্ক ভাবে চলাফেরা করতে হয়। কারণ এই সময়ের যে কোন কিছুর প্রভাব ই বাচ্চার উপরে পড়ে।

 2 years ago 

হুমম আপু প্রেগনেন্সির সময় সব বিষয়ে সতর্ক থাকতে হয়। আমার বাবু যখন গর্ভে ছিলো আমার মা আমাকে খুব নিয়মের মধ্যে রেখেছিলেন। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফেস কাটিংটা সুন্দর😊
এতো বাধা বিপত্তির পর তাদের মনের আশা পূরণ হয়েছে জেনে ভালো লাগলো।
শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য পোষন করার জন্য। বাধা পেরিয়ে কষ্ট করে যে আশা গুলো পূরন হয় তার মধ্যে আলাদা সুখ থাকে।

 2 years ago 

বর্তমান দেখা যাচ্ছে , যাদের বাচ্চা না হয় তারা সবাই ইন্ডিয়াতে ট্রিটমেন্ট হয়।মা এসি রুমে থাকার জন্য যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে এটা নিশ্চিত হয়, বাচ্চাদের অন্য কারণে নিউমোনিয়া হতে পারে।যাইহোক বাচ্চাটা এখন সুস্থ আছে, ভালো আছে জেনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুমম শুনেছি এই বাচ্চা না হওয়ার চিকিৎসা টা ইন্ডিয়া তে ভালো হয়। এই ভাবিও অনেক গল্প করছিলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অবশেষে উনি মা হয়েছেন জেনে ভালো লাগলো। জন্ম নেয়ার পর বাচ্চারা অসুস্থ হলে সত্যি অনেক খারাপ লাগে। হয়তো এসির কারণে এমনটা হয়েছে। বাচ্চাদের নিউমোনিয়া হলে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। দোয়া করি মা এবং বাচ্চা দুজনেই যেন ভালো থাকে। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল আপু।

 2 years ago 

হুমম যখন শুনতে পেরেছিলাম বাবুটা অসুস্থ অনেক খারাপ লেগেছিলো। অতঃপর বাচ্চা সুস্থ দেখে ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো ওনার বাচ্চা হওয়ার খবরটা শুনে।কিন্তু অনেক দিন অপেক্ষা করার পর চিকিৎসা নেওয়ার পরে উনাদের কোলে একটা সন্তান এলো অবশেষে।আমার মতে এসি রুমে না থেকে যদি স্বাভাবিক মাত্রায় থাকাও যায় শরীরের জন্য অনেক ভালো হয়।যাক ভালই হল অবশেষে বাচ্চাটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে।

 2 years ago 

হুমম আপু বেশ কয়বার মানা করেছিলাম এসি রুমে না থাকতে। যাইহোক বাবু এখন সম্পুর্ন সুস্থ এটাই লাখো শুকরিয়া। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমাদের দেশে এই ধরনের চিকিৎসা খুবই ভালোভাবে করা হয়।উনি মা হতে পেরেছেন এটা জেনে খুবই খুশি হলাম।সেইসঙ্গে বাচ্চাটি এখন সুস্থ আছে জেনে ভালো লাগলো আপু।আসলে বাচ্চারা বাচ্চাদের দেখে অনেক বেশি আনন্দ পায়, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ভাবির গর্ভবতী থাকা অবস্থায় অনেক ঠান্ডা জনিত কারনে ভুগছিলো বেশ কয়েকবার নিষেধ করেছিলাম। কিন্তু উনি এসি ছাড়া থাকতে পারতেন না। ধন্যবাদ আপু।

 2 years ago 

একজন নারীর নারীত্ব সম্পূর্ণ হয় তার মাতৃত্বের পরই। ভালো লাগলো জেনে যে দীর্ঘ অপেক্ষার পর ওনার ছেলে হয়েছে। বাচ্চাটি অসুস্থ হয়েও যে সুস্থ হয়ে উঠেছে সেটা সত্যিই ঈশ্বরের পরম করুণা। ভালো থাকুক মা ও বেবী দুজনেই।

 2 years ago 

হুমম আপু একটা সংসার বাচ্চা ছাড়া কখনোই পরিপূর্ণ হয়না। কত শত সুখের সংসার তছনছ হয়ে যায় একটা বাচ্চা না থাকায়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86