ভিডিও সুস্বাদু বেলের শরবত বানানোর প্রক্রিয়া || @shy-fox 10% beneficiary
আশাকরি সকলে ভালো আছেন । সবার সময় ভালো যাচ্ছে, এই কামনাই করি । যাইহোক বন্ধুরা গত পর্বে আমি বেলের শরবত বানিয়ে ছিলাম আর তারই ধারাবাহিকতায় এই পর্বে আমি সেই শরবত বানানোর ভিডিও মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব । মূলত আমি কথা দিয়েছিলাম আর কথা রাখতে আমি পছন্দ করি ।
মূলত এই শরবত বানাতে গেলে, যে প্রক্রিয়া ফলো করতে হয় । সেটা আপনারা যদি আমার ভিডিওটা দেখেন , তাহলে খুব ভালো মতোই বুঝতে পারবেন । বিগত কিছুদিন আগে, আমাদের কমিউনিটিতে শরবত বানানোর প্রতিযোগিতা হয়েছিল এবং সেখানে আমি অনেক সুন্দর ও ভিন্ন রকম শরবত বানানোর রেসিপি দেখেছিলাম । যেটা আমাকে বেশ ভালই উৎসাহ জুগিয়ে ছিল ।
তবে সময়ের কারণে আমি অনেক কিছুই করতে চাইলেও করতে পারিনা । তাই অবশেষে গতকাল যখন বাসায় মা গ্রাম থেকে গাছ পাকা বেল নিয়ে এসেছে, তাই ভাবলাম বেল দিয়ে শরবত বানাই । মনে হইল সেই প্রতিযোগিতার কথা এবং সেখানে বেশ কিছু বেলের শরবত দেখেছিলাম, অবশেষে সেই ধারাবাহিকতা অনুযায়ী শরবত বানিয়ে ফেললাম ।
আমি অবশ্য এই শরবত বানাতে খুবই স্বাভাবিক প্রক্রিয়া ফলো করেছি এবং স্বাদটাও বেশ ভালোই হয়েছিল কারণ আমাদের বাসার লোকজন খেয়ে ভালোই বলে ছিল, বিশেষ করে আমার প্রিয় মানুষ। আমার কাছে সার্থকতা ওখানেই , যখন আমাদের বাড়ির লোকজন ভালো বলে, ঠিক তখন ।
যাইহোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী পর্বে ।
ততক্ষণ পর্যন্ত , ভাল থাকুন সুস্থ থাকুন ।
ধন্যবাদ সবাইকে
বেল এর শরবত আমার বাসার সকলের অনেক পছন্দের। আমিও ঠিক এভাবেই বেলের শরবত তৈরী করি। সুস্বাদু এই শরবত ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেলেই আত্মা শান্তি পায়। আমি তো ২/৩ গ্লায়া খেয়ে ফেলি। ভিডিও র মাধ্যমে সুন্দর ভাবে শরবত বানানোর পদ্ধতি উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু।
বেলের শরবত আমার খুবই প্রিয়। গরম এলে বেলের শরবত খেলে যেমনি মজা লাগে তেমনি পেট ঠান্ডা হয়। বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শরবত। আপনি ভিডিওর মাধ্যমে খুব সুন্দর ভাবে বেলের শরবত বানিয়ে দেখিয়েছেন। ভিডিও দেখে বেলের শরবত খেতে খুব ইচ্ছে করছে। ধন্যবাদ আপু ভিডিওটি শেয়ার করার জন্য।
বেলের শরবত আমার খুবই প্রিয়। আমি বেলের শরবত খায়, কারণ বেলের শরবত খেলে পেট অনেক ঠান্ডা হয়।আপনি ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করলেন, শুভকামনা রইল।
প্রচন্ড গরমের দিন এই গরমে আমাদের উচিত বেলের শরবত খাওয়া কারণ বেলের শরবত এর বিশেষ গুনাগুন রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর ভিডিও পোস্ট দেখে।
এক সময় আমি বেলের শরবত খেতে পারতাম না। কিন্তু আপনার আজকের বেলের শরবত কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে। আর বর্তমানে আমহ বেলের শরবত খেতে পারি। আপনি আজকে এই রেসিপিটি ভিডিও এর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য খুবই ভালো ভাবে বোঝা যাচ্ছে।
এই গরমে বেলের শরবত খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি বেলের শরবত দেখে অনেক লোভনীয় লাগছে। ইচ্ছে করছে এখনই খেয়ে নেই। বেলের শরবত এর এত সুন্দর ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর ভাবে বেলের শরবত বানানোর প্রক্রিয়া ভিডিওর মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার ফলে আমরা খুব সহজেই পদ্ধতি জানতে পারলাম। বেলের শরবত আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি শরবত আমাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা নিবেন আপু ঈদ মোবারক।
এই গরমে বেলের শরবত খেতে সত্যিই খুব ভালো লাগে। এই রমজান মাসে ইফতারের সময় ঠাণ্ডা ঠাণ্ডা বেলের শরবতের তো কোনো তুলনাই হয়না। আমি এবার প্রায় ইফতারিতে বেলের শরবত খেয়েছি। ভিডিওসহ বেলের শরবত এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
আপনি সুস্বাদু বেলের শরবত রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।