যেমন বয়স তেমন কাজ

in আমার বাংলা ব্লগ4 years ago

আমাদের বাড়িতে আজকে একটা উৎসব ছিল, আমি চেষ্টা করব এই সম্পর্কে পরবর্তীতে বলার জন্য। তবে আপাতত যে ছবিগুলো শেয়ার করছি, সেগুলোর পিছনের ঘটনা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আশাকরি আমার যারা পাঠক আছে তারা বিষয়টি পছন্দ করবেন।


আমাদের বাড়িতে কোন উৎসব হলেই, আমার ছোটবোন ভীষণ ব্যস্ত হয়ে যায় তার সাজুগুজু নিয়ে। আর এটা অবশ্য তার ছোটবেলা থেকেই আমি দেখে আসছি। মেয়ে মানুষ দিনশেষে পরিপাটি ও সাজানো-গোছানো থাকবে এটাই তো সুন্দর কারণ মেয়ে মানুষের আসল সৌন্দর্য এখানেই।
ছবির বড় মেয়েটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে এবং ছবির যে ছোট মেয়ে সেটা হচ্ছে আমার ছোট বোন। যাইহোক আমরা যখন বাড়িতে খুব ব্যস্ত সময় পার করছিলাম তখন তারা আমার ঘরে গিয়ে আমার সাজার জিনিস বের করে নিয়ে সেখান থেকে তারা ইচ্ছা মত নিজেদের মতো করে সাজতে ছিল এবং একটা সময় আমি ঘরে গিয়ে এই অবস্থা দেখতে পেয়েছি। তবে আমি তাদেরকে অভয় দিয়ে বলেছি যে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। একটা সময় এই সাজার জিনিস গুলো আমি নিজেই ব্যবহার করতাম। তবে এখন আর খুব একটা বেশি ভালো লাগেনা সাজুগুজু করতে। হয়তো এখন আর সাজতে ইচ্ছা হয় না, নতুবা মনের অবস্থা পরিবর্তন হয়েছে। যাইহোক আমার বোনের মধ্যে যখন আমি এই চিত্রটা দেখতে পারি, তখন আমার ঠিক ছেলেবেলার কথা মনে পড়ে যায়। কারণ ওর মতো বয়সে, আমার আচরণও ছিল ঠিক ওর মতোই।
IMG_20210624_172440.jpg
IMG_20210624_172447.jpg

IMG_20210624_172531.jpg

IMG_20210624_172608.jpg

IMG_20210624_172624.jpg

IMG_20210624_174839.jpg

Sort:  
 4 years ago 

খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

হুম এটা সত্যি বয়সের উপর অনেক কিছু নির্ভর করে। তবে যাইহোক এটা স্বীকার করছি যে এই ক্ষেত্রে আপনার দক্ষতা খুবই ভালো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

আপনার পোস্টটি পড়ে ভালো লাগল আপু।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55