আমাদের ঈদ 🎉❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবার ঈদ ভালোভাবে কেঁটেছে।আমাদেরও ঈদ মোটামুটি ভালোই কেঁটেছে। তবে গ্রামে এসেছি যার কারণে নেটের খুব সমস্যা। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে সময় ঈদে কাঁটানো সময় গুলো ভাগ করে নেওয়ার। বেশি কোথাও যাওয়া হয়নি বিকেলবেলা একটু রেডি হয়ে পাঁকা রাস্তার দিকে হাঁটতে গিয়েছিলাম। সেখানে কিছু ফটোগ্রাফি করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।

20230422_155339.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছিলাম। গতদিন আগে থেকেই কিছু রান্না এগিয়ে রেখেছিলাম আর বাঁকিগুলো সকাল থেকে শুরু করে ছিলাম।প্রথমে ভেবেছিলাম গ্রামে ঈদ করব না কিন্তু হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় চলে আসতে হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে বাবুকে রেডি করিয়ে দিয়েছিলাম সবার সঙ্গে বাবু ঘুরতে বের হয়েছিল। গতবারে ঈদের সময় বাবু খুবই ছোট ছিল ও কিছুই বুঝতে পারছিলো না কিন্তু এবারে বাবু যেহেতু একটু বড় হয়েছে ও বুঝতে পারছিল যে আজকে একটা বিশেষ দিন যার কারণে সবাই নতুন নতুন জামা কাপড় পড়ে ঘোরাফেরা করছে। তাই ও খুব আনন্দ করছিল সবার সঙ্গে।

20230422_155301.jpg

বাবু ঘুরাফেরা করে এসে আমরা মা ছেলে মিলে একটা ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু বাহিরে ঘুরতে নিয়ে যেতে। আসলে ঘুরার মতো কোন জায়গায় নেই তাই একটু রেডি হয়ে ভাবলাম যে রাস্তার দিকে হাঁটতে যাব।এরপর সবাই মিলে রাস্তার দিকে হাঁটতে বের হয়ে যায়। বিকেলের আবহাওয়াটা বেশ ভালো লাগছিল হালকা হালকা রোদ আবার সুন্দর হাওয়া বইছিল।বেশ ভালো লাগছিল হাঁটাহাঁটি করতে আর বাবু তো ভীষণ খুশি।

FB_IMG_1682181628085.jpg

এরপর অনেকক্ষণ সময় সেখানে আমরা কাটিয়েছি। তারপর আমরা বাজারে এসে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম এরপর বড় একটা কোক নিয়ে খেতে খেতে আমরা বাসায় চলে আসি। আর বাবু আমার বাবার বাড়িতে আসতে খুবই খুশি হয় কারণ এখানে অনেক আমার ছোট ছোট বাচ্চারা আছে যারা বাবুকে খুবই আদর করে। আমি পরবর্তীতে আপনাদের সাথে সেগুলো তুলে ধরার চেষ্টা করব।

আজকে এ পর্যন্তই ।দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ঈদের দিন উপলক্ষে স্পেশাল কিছু রান্নাবান্না তো অবশ্যই করতে হয় তাই মেয়েদের রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় এটা স্বাভাবিক। তবে বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলেন। টুকটাক ভাইয়ার সাথে সব মিলিয়ে ভালোই তো সময় পার করেছেন। বোঝা যাচ্ছে ঈদ তাহলে ভালোই কেটেছে আপু।

 2 years ago 

জ্বী ভাইয়া মোটামুটি ভালই কেটেছে কারণ ঈদের দিনে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল এবং ঘুরতে বেশ ভালই লেগেছে।

 2 years ago 

ঈদ মোবারক আপু এবং ভাইয়াকে। গ্রামে না আসলে বুঝা যায় না ঈদের আনন্দটা কতটা আমেজের। শহরের ঈদ তেমন ভালো লাগে না বন্দি শালার মধ্যে পড়ে থাকতে হয়। আপনি গ্রামে যেয়ে বেশ সুন্দর ঈদ উপলব্ধ করেছেন সাথে বাবুও আনন্দ করলো বিষয়টা ভাল লাগার ছিল।

 2 years ago 

যে গরম পড়েছিল তাতে ভেবেছিলাম শহরের বাসাতেই ঈদ করবো কিন্তু ঈদের আগের দিন আকাশটা একটু মেঘলা হয়ে যাওয়ায় গ্রামে চলে আসতে হয়েছিল। সত্যি বলেছেন আপু গ্রামে ঈদের আনন্দ অনেক বেশি।

 2 years ago 

ঈদ মানে আনন্দ, আর ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে ঘুরার মজাই আলাদা। আমি ও গ্রামে এসে অনেক নেট বিড়ম্বনায় পড়েছি, খুব বাজে অবস্থা। তবে যাই বলেন না কেন গ্রামে ঈদ করার মজাটাই আলাদা। ধন্যবাদ আপু আপনাকে ঈদের দিনের মুহুর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া গ্রামে এসে খুবই মজা করছি কিন্তু নেটওয়ার্কের এত বাজে অবস্থা যা বলে বোঝানো যাবে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ।

 2 years ago 

শুরুতেই ঈদের শুভেচ্ছা রইল,, আপু ঈদ মোবারক। একদম শেষের ছবিটা দেখে মনটা জুড়িয়ে গেল। ঈদের খুশি যেন এখানেই। তীব্র এই গরমে শহর থেকে একটু বাইরে এসে ঈদ উদযাপন করাটাই সব থেকে বেশি ভালো হয়েছে মনে হয় আমার কাছে। বছরের প্রতিটা দিনই যেমন ও তেমন আনন্দময় এই প্রত্যাশাই করি।

 2 years ago 

ঈদ মোবারক ভাইয়া ঠিক বলেছেন ভাইয়া গ্রামে এসে ঈদ করার মজাই আলাদা কারণ গ্রামের সবাই খুব মজা করে এবং আমরা সবাই বেশ ভালো সময় কাটাচ্ছি যদিও নেটওয়ার্কের একটু সমস্যা।

 2 years ago 

ভালো মুহূর্ত গুলোর জন্য তো এইটুকু ছার দিতেই হবে আপু 😊😊😊। ওই কাছের মানুষগুলো আর সবুজ প্রকৃতিই আসল নেটওয়ার্ক 😊

 2 years ago 

আশা করি পরিবারের সাথে অনেক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে ঈদের দিনটা উদযাপন করেছেন আপনি। আমার খুবই ভালো লেগেছে ভাইয়ের সাথে বাচ্চার সাথে এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রত্যেকটা দিন যেন এমন আনন্দঘন মুহূর্ত হয় সে প্রত্যাশা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 105670.03
ETH 3776.48
USDT 1.00
SBD 0.59