ধারাবাহিকতা ||@shy-fox 10% beneficiary
এটাকে বিলাসিতা বলছি না, এটাকে আমি বলছি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য একটু দায়িত্ব ও কর্তব্য। কারণ আমার স্বামী একজন ডাক্তার, তার পরেও সে একজন সোশ্যাল এডভাইজার ও ব্লগার। তার কাছে সময় খুব একটা বেশি থাকে না বললেই চলে। কিন্তু দিন শেষে সে একজন বাবা, সে একজন স্বামী, তাই তার দায়িত্ববোধ সে কিন্তু সংসারেও পালন করার চেষ্টা করে । যাইহোক তার গুনগান এখন না করি ।
গতকাল শুক্রবার ছিল, সে বৃহস্পতিবার রাতেই আমাকে বলেছিল যে, তাকে যেন সকালবেলা ঘুম থেকে কোনভাবেই যেন না ডাকা হয় কিন্তু আমি একটা সময়ে গিয়ে বাধ্য হলাম এবং তাকে বললাম এইযে ধরো লিস্ট কারণ অন্যান্য দিন তো সময় পাবে না, পুরো মাসের বাজার একবারে করে নিয়ে আসো।
যদিও লিস্ট দেখার পরে, তার একটু মাথা ঘুরিয়ে গিয়েছিল। কারণ লিস্টে যে পরিমাণ আমি বাজারের কথা লিখে দিয়েছি, তাতে তার মাথা ঘুরপাক খাওয়া একটু স্বাভাবিক । কারণ অনেকগুলো পয়সা খরচ হয়ে যাবে। তবে সে নিজেকে কোনমতে সামলিয়ে বলল, ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে।
আমি আসলে গৃহিনী মানুষ। যেহেতু ঘরের ভিতরেই আমার কাজ, তাই চেষ্টা করছি সবকিছুকে গুছিয়ে একটু আনার জন্য। যেহেতু আমাদেরকে প্রতিনিয়ত খেতে হবে, তাই সাংসারিক বাজার আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাইহোক ঘড়ির কাঁটা আধা ঘন্টা যেতেই ,দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম । দরজা খুলতেই দেখি, ডাক্তার মশাই একদম ঘেমে ঘুমে বাজারগুলো হাতে নিয়ে চলে এসেছে ।
যদিও কিছু কিছু জিনিস সে নিয়ে আসতে পারেনি, তবে সে আমাকে কথা দিয়েছে পরবর্তী সময়ে নিয়ে আসবে । যাইহোক এখন এগুলোকে আমাকে সাইজ করতে হবে এবং সেই গুলোকে রান্নার জন্য কিছুটা হলেও প্রস্তুত করতে হবে এবং বাকি মাসটা যেন বাজার গুলো অল্প অল্প করে খাওয়া যায়, সেই জন্য গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এভাবেই চলছে আমাদের সংসার এবং এই ধারাবাহিকতা বজায় থাকুক ।
আপনার পোষ্টের প্রতিটি কথা বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। আমি মাঝে মাঝে ভাবি কেন যে খেতে হয় এটাই মনে হয় বড় ঝামেলা। তবে ভাইয়া অনেক ভালো মনের মানুষ এবং তিনি অনেক দায়িত্ববান একজন মানুষ। তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আবার অন্যদিকে তিনি একজন ভালো বাবা এবং ভালো স্বামী। আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা সারা জীবন এভাবেই সুখে থাকুন এবং ভাল থাকুন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
প্রয়োজন কখনোই বিলাসিতা হতে পারেনা। বিলাসিতা হলো অনেক অনেক বেশি বেশি কিনা এবং তা পরে তা নষ্ট করা যা আপনি এবং শুভ ভাইয়া কেউই করতে পারেন না। তা আমার অন্তত খুব ভালোভাবে জানা আছে। আপনি সত্যিই একজন খুব কেয়ারিং একজন মানুষ কারণ আপনি ভাইয়ার খুব কেয়ার করেন তা আমরা সবাই বুঝতে পারি। দোয়া করি আপনার নতুন সংসার যেন খুব সুন্দর ভাবে কাটে আপু।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভ ভাইয়া অনেক ভালো মানুষ। আপনি অনেক ভাগ্যবতী এরকম একজন জীবনসঙ্গী পেয়েছেন। তিনি যেমন সমাজসেবায় এবং মানুষের সেবায় নিজের প্রাণ উজাড় করে দিয়েছেন তেমনি একজন ভালো স্বামী এবং বাবা হয়েও দেখিয়েছেন। জীবনে দায়িত্ব অনেক বড় জিনিস। বিশেষ করে সংসারের দায়িত্ব যার মাথার উপরে রয়েছে এবং যিনি সবকিছু সামলে তার সংসারের মানুষগুলোকে খুশি রাখতে পারে তিনি প্রকৃত মানুষ। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু প্রয়োজন প্রয়োজনি এটাকে বিলাসিতা বলা ঠিক নয়।সময় বাচাতে যেটা করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভাইয়া তো উনি আসলেই অনেক ব্যাস্ত একজন মানুষ। খুব সুন্দর একটি বিষয় লিখেছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এই ফাঁকে আপনার পুরো মাসের বাজারটি আমরা দেখে নিলাম আপু। দিনশেষে সময় বাঁচানোর জন্য কিংবা ব্যস্ততার কারণে মাসিক বাজার করাই শ্রেয়♥♥
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমিও এভাবে বাজার করি কিন্তু পরিবারের লোকসংখ্যা বেশী থাকার কারনে আরো বেশী বাজার করতে হয়। মাসের বাজার আলাদা । আর প্রতি সপ্তাহে তো বাজার করাই লাগে। তবে আপনার এই বাজার করে নিয়ে আসা দ্রবাদির ছবি ভালই হয়েছে । তবে বিশেষ করে বদনা টা খুবি প্রয়োজনীয়। ভাল থাকবেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনাদের সংসার এভাবেই আনন্দে কাটুক এই শুভকামনা রইল।