কেন্দ্রীয় মডেল মসজিদে কাটানো বাবুর কিছু মুহূর্ত এবং ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আবার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি একটি কেন্দ্রীয় মডেল মসজিদে ঘুরতে গিয়েছিলাম।এটি আমাদের শহরেই অবস্থিত। আর সেখানকার কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করব। মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয়। সেটা হোক শহরের মধ্যে কিংবা শহরের বাহিরে। অনেকদিন ধরে শুনছিলাম আমাদের শহরে নতুন একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হয়েছে। যেটি নাকি অনেক সুন্দর। তাই বিকেলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম কেন্দ্রীয় মডেল মসজিদের উদ্দেশ্যে। আমার বাসা থেকে বেশি দূরে না ১০ টাকা ভাড়া নিয়েছিল। বাসার এতো কাছে অথচ কখনো সেভাবে মসজিদ টা দেখাই হয়নি। রিক্সা নিয়ে যখন যাওয়া আসা করেছি তখন পিছন পাশটা দেখেছিলাম বুঝতে পারিনি এটা অনেক সুন্দর ছিল দেখতে।

1000025191.jpg

1000025193.jpg

যাই হোক মেয়ে হয়ে তো আর মসজিদের ভিতরে ঢুকতে পারি না তাই পাশ থেকে উপভোগ করছিলাম এবং বাবুকে খেলতে নামিয়ে দিয়েছিলাম মসজিদের ভিতরে সাথে ওর বাবা ছিল। বাবু ভীষণ খুশি হয়ে গেছিল এখানে এসে। আমি ভিতরে ঢুকবো না তাই বাবুর বাবাকে দিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করিয়েছিলাম মসজিদের সামনে থেকে।ফটোগ্রাফি করার পর আমি আর বাবুর বাবা বাহিরে দাঁড়িয়ে ছিলাম এবং বাবু সেখানে মনের আনন্দে খেলছিল। অনেকক্ষণ খেলার পর যখন ওকে বাসায় আসার জন্য ডাকছিলাম ও কিছুতেই আসবে না কারণ জায়গাটাও খুব পছন্দ করেছে। আর সেখানকার ডেকোরেশন এত সুন্দর ছিল যে চোখই ফেরাতে পারছিলাম না।

1000025196.jpg

1000025195.jpg

এটি তিন তলা বিশিষ্ট একটি মসজিদ। তবে নিচের কোন কিছুই করা হয়নি দেখি। যা কাজ সম্পূর্ণ দোতলা এবং তিন তলাতে করা হয়েছে। বেশ কিছু লোকজন সিঁড়িতে বসে গল্প করছিলেন। আর মসজিদের পুরো পাশটা জুড়ে পুকুর ছিল। যার কারণে পরিবেশটা আরো বেশি ভালো লাগছিল। কয়েক কোটি টাকা খরচ করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে মসজিদটির। সে কাজগুলো সম্পূর্ণ হলে মনে হয় এই মসজিদটি আরো বেশি সুন্দর হবে দেখতে। যাইহোক আমরা বেশ ভালোই সময় কাটিয়েছি সেখানে।বাবু খেলছিল আর আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। তো অনেকক্ষণ খেলার পর ওকে বুঝিয়ে সুজিয়ে বাসায় নিয়ে আসি।

1000025187.jpg

1000025194.jpg

1000025192.jpg

সে যে কোনো জায়গায় গেলে এমনই করে যদি ওর জায়গাটা পছন্দ হয় ও সেখান থেকে কিছুতে আসতে চায় না। আর যদি জায়গাটা তার না ভালো লাগে সেখানে এক মুহূর্ত সে থাকবে না। যাইহোক এই জায়গাটা তার কাছে অনেক ভালো লেগেছিল তাই সে অনেকক্ষণ সেখানে খেলেছে এবং আমারও বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে বাবুর প্রত্যেকটা মুহূর্ত আমি খুবই উপভোগ করি। যাইহোক এই ছিল আমার আজকের ঘোরাঘুরির মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

1000025182.jpg

1000025190.jpg

সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006403.gif

1000006401.gif

Sort:  
 last year 

মসজিদ হলো মুসলমানদের উপশলায় এবং পবিত্র স্থান। শহরে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ হয়েছে যেটি আপনাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মাত্র ১০ টাকা ভাড়া পরিমাণ পথ। আপনিও আপনার বাবুকে নিয়ে সেখানে এই মসজিদ দেখতে গিয়েছিলাম। আপনি মসজিদে যে ফটোগ্রাফি গুলো করেছেন এই ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি মসজিদে আসলে অত্যন্ত সুন্দর। মসজিদের বাইরের অংশ যদি এত সুন্দর হয় তাহলে ভেতরের অংশ না কতটা সুন্দর। সব মিলে বাবুকে নিয়ে বেশ সুন্দর কিছু সময় কাটিয়েছেন এই মসজিদের আশেপাশে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু শহরের কেন্দ্রীয় মসজিদটি আসলেই চমৎকার। যদিও বললেন দোতলা,তিনতলা হয়েছে।নীচতলা এখনো হয়নি।আপনার বাসা থেকে কাছেই বললেন।আসলে বাচ্চারা সুন্দর জায়গা পেলে আসতে আর চায় না।পরিষ্কার পরিচ্ছন্ন হলে ঘুরাঘুরি করেও আরাম।আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে।মসজিদ তাই মেয়েরা ভেতরে যেতে না পারলেও আপনি ভাইয়াকে দিয়ে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে।শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

জ্বী আপু এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর বাবু অনেক পছন্দ করছিল। তাই সে কিছুতেই সেখান থেকে আসতে চাইছিল না। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু জায়গাটা সত্যিই অনেক সুন্দর। প্রত্যেক জেলা উপজেলাতেই এই মডেল মসজিদ গুলো নির্মান হচ্ছে। সব জায়গার মসজিদ গুলো একই রকম। সব গুলোর একই ডিজাইন। দেখতেও খুব সুন্দর। বাবু খুবই মজা পেয়েছে। ধন্যবাদ।

 last year 

জ্বী ভাইয়া বাবু এই মসজিদে গিয়ে খুবই আনন্দ করেছে এবং ভালো সময় কাটিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

মসজিদটা আসলেই খুব সুন্দর। যদিও অনেক কাজ এখনো বাকি। সম্পূর্ণ কাজ শেষ হলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। এই ধরনের জায়গায় বাচ্চারা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করে। এতো সুন্দর ডেকোরেশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। বাসা যেহেতু কাছাকাছি মাঝেমধ্যে বিকেল বেলা গিয়ে সময় কাটাতে পারবেন। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন মাঝেমধ্যে গিয়ে সেখানে বাবুকে নিয়ে সময় কাটানো যাবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46