মেঘলা দিনে বিকেলে কিছু সুন্দর মূহুর্ত কাঁটানোর অনূভুতি

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

বাবার বাড়ি থেকে আসার পর থেকে সেই যে টানা বৃষ্টি শুরু হয়েছে থামার যেন নামই নেই।বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কয়দিন টানা বৃষ্টিতে বাহিরে যাওয়ার কোন পরিবেশ নেই। অবশ্য কয়দিন প্রচন্ড গরমের পর এই বৃষ্টিটা বেশ উপভোগ করছি। তবে আমার ছেলেকে আটকানো ও মুশকিল হয়ে গেছে ঘরে। কারণ সে নিয়মিত তার বাবার সঙ্গে বিকেল করে বাহিরে যেত। সেই বাহিরে যাওয়াটা তার বন্ধ হয়ে গিয়েছে কয়দিনে। কিন্তু আজকে বিকেল থেকে তাকে কোন ভাবে ঘরে আটকানো যাচ্ছে না। আসলে সে সব সময় ঘর বন্ধ থাকে এজন্য একটু বেশিই অস্থির হয় বিকেলে বাহিরে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এই কয়দিনে বৃষ্টির জন্য বাসায় থেকে আমারও আর বাসায় থাকতে ভালো লাগছিল না।তাই বিকেলে একটু ঘুরতে যাওয়া আর কি।

1000023945.jpg

1000023943.jpg

তো প্রথমে আমরা রেডি হয়ে রিক্সা নিয়ে কিছুক্ষণ ঘুরছিলাম। সারাদিন বৃষ্টি হলেও বিকেলে বৃষ্টি ছিল না। এরপর আমরা একটা চায়ের দোকানে থামি এবং চা খাই। আজকে ঠিক করেছিলাম কোন রেস্টুরেন্টে ঢুকবো না বাবুকে নিয়ে মাঠে যাবো।তো চা খাওয়া শেষ করে আমরা মাঠে ঢুকি। এই মুক্তমঞ্চের মাঠ টা বাবুর ভীষণ চেনা এবং পছন্দের। ওর বাবার সঙ্গে মাঝেমধ্যে এখানে এসে খেলা করে। সেখানকার অনেক ছেলে তার পরিচিত দেখলাম। অনেকে এসে তার সঙ্গে এসে কথা বলছিলো।যাইহোক এবার আমি আর বাবুর বাবা মিলে সিঁড়িতে বসলাম আর বাবু ওর আপন মনে খেলতে লাগলো। ও বাহিরে এসে ভীষণ খুশি।

1000023948.jpg

1000023947.jpg

ও টুকটাক কথা বলা শিখেছে। ও এটা ওটা আমাকে দেখাচ্ছিল আর বলছিল মা এটা কি? আম্মু এটা কি? আমি তো ওর প্রশ্নের জবাব দিতে দিতে নাজেহাল হয়ে গিয়েছিলাম।এই মাঠটা অনেক বড় কিছু ছেলে ফুটবল খেলছিল। ও বারবার সেই ছেলেদের মাঝে বল নিতে যেতে চাইছিল। এবার যখন সেই মাঠে যাবে ওর বাবার সাথে ভেবেছি একটা বল সাথে দিয়ে দিবো।তাহলে ও আরো মজা করে ফেলতে পারবে। শুধু যে আমরা সেখানে গিয়েছি তা না আশেপাশের অনেক মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেখানে বসে সময় কাঁটাচ্ছিল আবার কেউ হাঁটাহাঁটি করছিল।

1000023944.jpg

1000023946.jpg

যদিও এর আগে আরো একবার গিয়েছিলাম আমি সেখানে। তবে এবার গিয়ে বেশি উপভোগ করেছি বাবুর খেলাধুলা। ভাবছি মাঝেমধ্যে তার সঙ্গে সেখানে গিয়ে ভালো সময় কাঁটাবো। যেমনটা আজকে কাঁটিয়েছি।এরপর প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে ছিলাম।সন্ধ্যা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে বাসায় চলে আসি। সত্যি অনেকদিন পর খুব সুন্দর একটি বিকেল কাঁটালাম।

তো বন্ধুরা এই ছিল আমার বিকেলে ঘোরাঘুরি মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006406.png

1000006401.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44