রজনীগন্ধা || আমার মোবাইল ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রতিটি ফুলেরও আলাদা কিছু সৌন্দর্য থাকে। কিছু গুণ থাকে এবং কিছু বৈশিষ্ট্য থাকে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমার কাছে প্রতিটি ফুলোই অনেক পছন্দের। কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। এই জন্য প্রকৃতির প্রতি আমার একটা আগ্রহ কাজ করে।


ছবিগুলো তোলা হয়েছিল কিছুদিন আগে। আসলে আমার দুলাভাই তার বাড়িতে কিছু রজনীগন্ধা ফুলের চারা লাগিয়ে ছিল এবং সেগুলো সঠিক যত্নের কারণে মোটামুটি ভালো ভাবে ফুটেছে। আসলে আমি সঠিক যত্ন বলতে বুঝিয়েছি যে সে চারা লাগানোর পর থেকে সেগুলো তো ভালোভাবে পানি দেওয়া তারপরে সেগুলোতে সার দেওয়া এবং তারপরে সেই গুলোর পরিচর্যা করা এবং যার কারনেই সে আরকি এইভাবে ফুলগুলো পেয়েছে তার গাছে।
আমি মনে করি, যারা বাগান করে এবং যারা বাগানের কাজের সঙ্গে সম্পৃক্ত আছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে, যে কখন কি করতে হবে। যাইহোক ফুল গুলো অনেক সুন্দর ভাবে ফুটেছে এবং সেই গুলো থেকে আলাদা একটা গন্ধ আসছে। সবমিলিয়ে একদম মনমুগ্ধকর। আমি চেষ্টা করেছি আমার মুঠোফোন দিয়ে ভালোভাবে ছবি তোলার জন্য। আর এই ছবিগুলো আপনাদের জন্য গিফট। যাইহোক সবার সময় ভালো কাটুক, এই কামনাই করি। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।
1627888126464-01.jpeg

1627888100908-01.jpeg

1627888081396-01.jpeg

1627888147890-01.jpeg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44