অভাব শুধু সচেতনতার
আমি মানছি পৃথিবীর অবস্থা খুব কঠিন হয়ে গিয়েছে। আমি মানছি পৃথিবীতে সবাই এখন ভীষণ ভয়ের মধ্যে আছে কিন্তু এসবের জন্য কারা দায়ী? একটাবার যদি একটু চিন্তা করে দেখেন! তাহলে প্রশ্নটার উত্তর খুব সহজেই আপনি পেয়ে যাবেন। কারণ এই পৃথিবীটাকে আমরাই একদম বসবাসের অযোগ্য করে ফেলেছি এই পৃথিবীটাকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমরাই প্রকৃতিটাকে নষ্ট করে ফেলেছি। আসলে দিন শেষে আমরা মানুষরাই দায়ী আজকের এই অবস্থার জন্য।
আমাদের ভিতরে সচেতনতার অভাব। আমাদের ভিতরে উদাসীনতা বেশি কাজ করে। আমরা বেশী নিজেকে সুপারহিরো ভাবি, বিধায় আজকে আমাদের এই অবস্থা। রাস্তাঘাটে যখন আমি চলাচল করি। তখন আমি মাঝেমাঝে একদম ভীষণ কষ্ট পাই। কারণ এই কষ্ট গুলো পাওয়ার পেছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই। কারণ সারাদিন যখন নিজেদেরকে আমরা অজানা ভয় থেকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন সুরক্ষিত পণ্যগুলো ব্যবহার করছি, তখন দিন শেষে সেই সুরক্ষিত পণ্যগুলো ব্যবহার করে সঠিক জায়গায় না ফেলে দিয়ে আমরা যেখানে সেখানে ফেলে প্রকৃতিটাকে আরো নষ্ট করে ফেলছি।
আমি মনে করি এই অবস্থা শুধু আমাদের এখানেই না, এই অবস্থা পৃথিবীর সমস্ত জায়গায় এখন একইরকম অবস্থা বিরাজ করছে। কারণ দিন শেষে এই পণ্যগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি এবং যেগুলোর কারণে প্রকৃতিটাকে আমরা আরও বিপর্যস্ত করে ফেলছি। আমি মনে করি এই দায়িত্বগুলো আমাদেরকেই নিতে হবে।কারণ এই জিনিসগুলো আমরাই ব্যবহার করি। দিন শেষে এগুলোর সঠিক ব্যবহার শেষে,এগুলোকে সঠিক স্থানে ফেলে দেওয়া আমাদের নিজস্ব দায়িত্ব। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তাহলেই আমরা টিকে থাকতে পারবো পৃথিবীতে বহুদিন।
আসলেই আপু কথাগুলো ঠিক বলেছেন।
সত্যি বলতে কি, পৃথিবী পাল্টে যাচ্ছে আর আমরা উল্টো পথে হাঁটছি, আফসোস আমরা যে কবে ঠিক হবো।
একদম সঠিক কথা বলেছেন।
সচেতনতার অভাব এবং উদাসীনতাকেই মানুষ সবকিছু জেনে বুঝে ও যেন বেশি প্রাধান্য দিতে চায়।