অবশেষে বৃষ্টির দেখা☔⛈️🌧️
"হ্যালো",
অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশিই ভালো আছি বলতে পারি।কারণ কয়দিন তীব্র গরমের পর আজকে বৃষ্টি হয়েছে। গতকাল যে পরিমাণে গরম ছিল সারারাত ঘুমাতে পারিনি একদম। বাসার সবাই জেগে ছিলাম এমন কি আমার ছোট্ট ছেলেটাও ঘুমাতে পারেনি গরমে। যে পরিমাণে গরম ছিল এতে করে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তাই আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে ছিলাম যেহেতু রাতে ঘুম হয়নি। ঘুম থেকে উঠেই দেখলাম আকাশের অবস্থা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে।
তাই ভাবলাম তাড়াতাড়ি করে গোসল করে নিতে হবে আবার কারেন্ট থাকবে না পানি থাকবে না। কদিন ধরে কাজের দিদি আসছে না। অনেক গুলো কাপড় হয়ে গিয়েছিল সেই কাপড় আগেই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আকাশ খারাপ আবার কাপড় গুলোও না ধুয়ে উপায়ও নেই। তাই গোসল করে কাপড় ধুয়ে কাপড়গুলো ছাদে দিয়েছিলাম অন্তত বাতাসে কিছুক্ষণ কাপড় গুলোর পানি ঝরে যাবে। এবার বাসায় এসে কিছুক্ষণ পর একদম ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। দৌড়ে ছাদে গিয়ে কাপড় গুলো তুলে আনলাম। কিছু পাতলা কাপড় বাতাসে অনেকটাই শুকিয়ে গেছে।
এরপর জানালায় বসে বাতাস উপভোগ করছিলাম সত্যি বলতে এত গরম ছিল যে এই বাতাসটা খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর অনেক জোরে বৃষ্টি শুরু হল। এই কয়দিন তীব্র গরমের পর এই বৃষ্টিটুকু অনেকটাই দরকার ছিল। যেটুকু বৃষ্টি হয়েছে তাতে পরিবেশটা অন্তত আগের থেকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আজ অন্তত রাতের ঘুমটা শান্তিতেই হবে মনে হচ্ছে।
আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
বৃষ্টির ভ্যালু অনেক বেড়ে গেছে। এই গরমে বেশি বৃষ্টি হতে চায় না। কারণ মার্কেটে এখন বৃষ্টির ভ্যালু আকাশ ছোঁয়া।
সত্যি আপু বৃষ্টি হলে ঘুমটা আরামেই হয়। আর এতো পরিমাণ গরমের পরে একটু বৃষ্টির কতো দরকার তা হয়তো সবাই জানে।আসলে আপু গরমে ঘুম কেনো কোন কিছুই করতে ইচ্ছে করে না। আর বাচ্চারা গরমে অস্হির হয়ে পড়েছে। যাইহোক আপু দোয়া করবেন যেন তারাতাড়ি আমাদের এদিকে বৃষ্টি চলে আসে।
জ্বি আপু এই অতিষ্ট গরমের পর এই বৃষ্টিটুকু অনেকটাই দরকার ছিল। আশা করছি আপনার ওখানেও তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। অবশ্যই কয়দিন আবহওয়া একটু শান্তই আছে।
আসলে আপু বৃষ্টি আসার কারণে পুরো বাংলাদেশ মনে হয় শান্তি ফিরে পেলো। এই কয়েকদিনের গরমের কারণে আমাদের সবার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনি আকাশের লক্ষণ দেখে তাড়াহুড়া করে হাতের কাজ এবং গোসল করে ফেললেন। আসলে এরকম বৃষ্টি হলে আমারও দেখতে খুব ভালো লাগে। তবে আমাদের আজকের সকাল থেকে ধরে এখানে বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের এখানে বৃষ্টি হয় নাই। সত্যি বলতে সকাল ধরে বৃষ্টি উপভোগ করতে লাগলাম।
আগে থেকে আকাশের এমন লক্ষণ দেখলে কখনোই এতগুলো কাপড় ভেজাতাম না। যেহেতু ভিজিয়ে ফেলেছি আর ছাদেও বাতাস ছিল তাই ভেবেছিলাম কাপড় গুলো বাতাসে অনেকটাই শুকিয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে সব কাজ সেরে ফেলেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
বাংলাদেশে যেমন সব দ্রব্যমূলের দাম দ্রুত বৃদ্ধ পেয়েছে তেমনি আকাশ বৃষ্টি পানির দাম বেড়ে গেছে। তাই মনে হয় হচ্ছে না। আমাদের এদিকে হালকা দু এক ফোঁটা পড়ে আর হয়নি। কবে জানি এমন প্রচন্ড গরমের দিনকাল দূর হবে।
আপনার মন্তব্য দেখে হাসি পেল ভাইয়া। একদিকে অবশ্য ঠিকই বলেছেন দ্রব্যমূলের দাম বৃদ্ধির সাথে সাথে আকাশের পানির দাম বেড়ে গেছে। যাই হোক খুব তাড়াতাড়ি এ প্রচন্ড গরম দূর হবে আশা করছি। অলরেডি অনেকটাই গরম কমে গেছে।
এতদিন পরে বৃষ্টি নামলো, তবুও হালকা বৃষ্টি। গতকাল দুপুরে অল্প কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল আমাদের দিকে। এতে করে গরম আরো বেড়েছিল। আর আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হবার পর মোটামুটি ঠান্ডা লাগছে এখন। যাইহোক গরম কমেছে এটা ভেবে খুব ভালো লাগছে। আপনাদের দিকেও বৃষ্টি হয়েছে জেনে খুব ভালো লাগলো আপু। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া কয়েকদিনের তুলনায় গরম অনেকটাই কমে গেছে এবং বেশ ভালো লাগছে। কেননা কয়েক দিনের গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল জনজীবন। ধন্যবাদ ভাইয়া।