"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩১|| ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

20230222_155117-01.jpeg

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

প্রথমে সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভকামনা। আসলে আমি নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এর আগেও অনেক বার অংশগ্রহণ করেছি। আর আমার কাছে বিভিন্ন প্রতিযোগিতা খুবই ভালো লাগে এবং আমাদেরকে কাজের প্রতি বেশ উৎসাহিত করে।প্রতিযোগিতায় সবার নতুন নতুন প্রতিভা দেখা এবং অনেক কিছু শেখা যায়। এখানে অনেকের অনেক প্রতিভা আছে যেগুলো আমরা প্রতিযোগিতা কিংবা আমাদের লেখালেখির মাধ্যমে প্রকাশ করে থাকি। এডমিন মডারেটর আপু এবং ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ যে উনারা এত সুন্দর সুন্দর কনটেস্ট এর আয়োজন করেন।

20230222_155404-02.jpeg

তো বন্ধুরা আমি আর বেশি কথা বলতে চাই না। এবার আমি সরাসরি আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফ্রুট কাটিংয়ের ফটোগ্রাফিতে চলে যাবো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
কমলা
বেদানা
আঙ্গুর
পেঁপে
চেরি ফল

20230222_143241.jpg

❤️ফ্রুট কাটিং~১❤️

ধাপ-১

প্রথমে কমলা এবং বেদানার খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে বেদনার কোয়া এবং কমলার কোয়া বের করে নিয়েছি।

PhotoCollage_1677081327551-01.jpeg

ধাপ-২

এরপর আঙ্গুর এবং কমলার মাঝ বরাবর কেটে দু'ভাগে ভাগ করে নিয়েছি।

PhotoCollage_1677081358287-01.jpeg

ধাপ-৩

এরপর একটা পেঁপে নিয়েছি আমি পেঁপের খোসা এখানে ব্যবহার করব এজন্য কিছু পেঁপের খোসা লম্বা করে বরাবর কেঁটে নিয়েছি এবং কিছু পাতা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1677081482864-01.jpeg

ধাপ-৪

এরপর সবগুলো উপকরণ একটা প্লেটের সাজিয়ে নিয়েছি।

20230222_150558-01.jpeg

ধাপ-৫

এরপর আমি গাছ বানানোর জন্য একটি ওয়ান টাইম প্লেট নিয়েছি। যেখানে আমি পেঁপে দিয়ে যে পাতাগুলো এবং যে লম্বা করে পেঁপের খোসা কেঁটে নিয়েছিলাম সেটি দিয়ে আমি গাছের মতো একটি আকৃতি দিয়েছি।

20230222_151701-01.jpeg

ধাপ-৬

এরপর বেদানার কোয়াগুলো আমি পেঁপেঁর খোসার উপর দিয়ে ফুল গাছের মত করে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি।আমি কিছু কিছু কোয়া নিচে দিয়ে দিয়েছি যাতে করে মনে হয় যে কিছু ফুল পড়েছে গাছ থেকে বা পড়ছে।

20230222_152205-01-02.jpeg

❤️ডেকোরেশন❤️

আমি পাশ দিয়ে একটা সবুজ কমলা, একটি বেদনা, একটি হলুদ কমলা এবং কিছু আঙ্গুর দিয়ে এটি ডেকেরেশন করেছি।

20230222_155117-01.jpeg

❤️ফ্রুট কাটিং~২❤️

ধাপ-১

প্রথমে একটি ওয়ান টাইম প্লেট নিয়েছি এবং আমি আঙ্গুলগুলো যে মাঝ বরাবর কেঁটে নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি একটা অর্ধ লাভ বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1677081791135.jpg

ধাপ-২

মাঝখানে যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেখানে আমি কমলার পিস দিয়ে একটি গোলাপ তৈরি করে নিয়েছি।

PhotoCollage_1677081851041-01.jpeg

ধাপ-৩

এরপর আমি বেদনার কোয়া দিয়ে আঙ্গুরের চারপাশ দিয়ে বর্ডার করে নিয়েছি এবং গোলাপের মাঝখানে মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিয়েছি।

PhotoCollage_1677081909057-01.jpeg

ধাপ-৪

এরপর পেঁপের খোসা দিয়ে যে পাতাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি কমলা দিয়ে যে গোলাপটি বানিয়েছি সেই গোলাপের পাশ দিয়ে দিয়েছি।

20230222_153925.jpg

❤️ডেকোরেশন❤️

আমি একটি বেদনা একটি কমলা এবং কিছু আঙ্গুর দিয়ে এই ফ্রুট কাটিংটি ডেকোরেশন করেছি।

20230222_155404-02.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন। আমি জানিনা কতটুকু পেরেছি তবে আমি কখনো এ ধরনের ফ্রুট কাটিং এর কাজগুলো করিনি। আজকে প্রথমবার করেছি এবং আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে আমি প্রথমবার ফ্রুট কাটিংয়ের চেষ্টা করেছি। আসলে বাবুকে সামলিয়ে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না বা করতে পারি না।

PhotoCollage_1677082377108.jpg

পুরো ফ্রুট কাটিং ডিজাইনের ভিডিও এখানে দেওয়া আছে।


বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 last year 

ওয়াও আপু দারুন হয়েছে আপনার ফ্রুটস কাটিং দুইটি ডিজাইন৷ সত্যি সবার গুলো যে এতো সুন্দর আর জাঁকজমক হয়েছে ৷ যা আসলে প্রশংসার দাবিদার ৷
যা আপনার টাও অনেক সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ৷

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ফ্রুট কাটিং ডিজাইন খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে গাছ তৈরির পদ্ধতি বেশি ভালো লেগেছে। এছাড়া লাভ আকৃতির ডেকোরেশনটিও অনেক সুন্দর লাগছে। ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভালো কোন একটি জায়গা দখল করে নিবেন। শুভ কামনা রইলো আপু।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনি তো খুবই সুন্দর করে ফ্রুটস কাটিং করেছেন। ফ্রুটস ডেকোরেশনের ডিজাইন টা দেখতে খুব সুন্দর লাগছে। দুইটা ডেকোরেশনের দেখতে চমৎকার লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসিংটা তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি অনেক সুন্দর করে ফ্রুট কাটিং ডিজাইন তৈরি করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই ফ্রুট কাটিং ডিজাইন আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো। আমি করব না করব না করেও রাতে করেছি। এত ব্যস্ত সময় কাটছে যে বলে বোঝাতে পারব না।যাক আপনি খুব সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন, খুব ভাল লেগেছে আমার। আপনাকে অভিনন্দন জানাই আবার অংশগ্রহন করার জন্য।অনেক ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন আপু এরকম বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে কাজের উৎসাহ আরো বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখা যায় এ প্রতিযোগিতার মাধ্যমে। আজকে আপনার ফ্রুটস দিয়ে তৈরি করা গাছটি আমার কাছে খুবই ভালো লেগেছে । দেখতে অনেকটা কৃষ্ণচূড়া গাছের মতো লাগছে দেখতে।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমার খুবই ভালো লেগেছে আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফলের সুন্দর ডেকোরেশন নিয়ে। আমরা সকলেই জানি ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন প্রতিযোগিতা আজ সম্পন্ন হল। আশা করি আপনি পাঁচজনের মধ্যে একজন বিজয়ী হবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63