মন খারাপের একটি দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সকাল থেকে মনটা ভীষণ খারাপ একটা পারিবারিক বিষয়ে অশান্তিতে ছিলাম। বাবার বাড়ির কিছু ঘটনা শোনার পর মনটা বেশ খারাপ হয়ে গেছিল। তাই আর কোনো কিছু ভালো লাগছিলনা। আসলে ভেবেছিলাম আজকে কিছু রেসিপি তৈরি করব। যেহেতু ছোট বাচ্চা আছে তাই দুইটা তিনটা রেসিপি একবারে করে রাখার চেস্টা করি।

20220715_174532.jpg

সারাদিনে একটা কমেন্টও করা হয়নি ভেবেছিলাম আজকে কিছু কমেন্ট করে এগিয়ে রাখব কিন্তু মনটা খারাপ থাকায় সেটা আর হয়ে ওঠেনি। সারাদিনটা যে কী করেছি খাওয়া-দাওয়া ঠিক মতো করতে পারিনি। আসলে এমন একটা বিষয় যেটা কারও সঙ্গে শেয়ার করতে পারছি না তবে অনেকটাই গুরুতর একটা বিষয় ছিল। তাই ভাবলাম এখানে বলে একটু হালকা হয়।কারণ এটাও আমার আর একটা পরিবার।

আমার গ্রামের বাড়িতে আমাদের বাসার সামনে ধরতে গেলে আমাদের প্রতিবেশী হয় সামান্য কথা কাটাকাটিতে তারা হঠাৎ করে প্ল্যান করে আমার বাবার বাড়ির লোকদের ওপর চড়াও হয়ে বেশ অনেকটা আঘাত করেছে সবাইকে। যার কারণে আজকে আপনাদের ভাইয়ার উপরে অনেকটা ঝামেলা গিয়েছে। কারণ সেখানে আইনের লোক থেকে শুরু করে সবকিছুই তাকে সামলাতে হয়েছে।

আমার বাড়ির লোকেরা সবাই হসপিটালে ভর্তি হয়েছে। আমি সেখানে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তাদেরকে দেখতে। তাদের মধ্যে বেশিরভাগ আমার মা চাচিরা ছিলেন। আমার দেখে খুবই খারাপ লেগেছে। যে তারা শুধু মহিলাদেরকে আঘাত করেছে এবং তারা খুবই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তো যাই হোক বেশি কিছু বলতে পারছি না লিখতে পারছি না। তাদের জন্য খুব খারাপ লাগছে আর যারা এসব করেছে তাদের ওপর প্রচুর রাগ হচ্ছ। কিন্তু কিছু করার নেই। সবকিছু আইনের হাতে ছেড়ে দিয়েছি। আমরা দেখি আইন আমাদের কি বিচার দেয়।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

মন মাইন্ড ভালো না থাকলে কোন কাজেই মন বসে না আপু । আপনার পরিবারের সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি এটা দুঃখজনক ছিল। মানুষ হিসেবে উচিত প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা হয়তো একসাথে বসবাস করতে গেলে অনেক ঘটনার সাক্ষী হতে হয় কিন্তু এই ধরনের ঘটনাগুলো সত্যিই অনেক কষ্টদায়ক। প্রতিটা মানুষের উচিত মনুষ্যত্ববোধ গড়ে তোলা।

 2 years ago 

জ্বি ভাইয়া আপনি ঠিক বলেছেন। প্রতিটা মানুষের উচিত মানুষের সাথে ভালো আচরণ করা।

 2 years ago 

আসসালামু আলাইকুম আপু। খুব খারাপ লাগলো পোস্ট পড়ে। এমন মানুষ ও আছে?? অন্য মহিলাদের উপর চরাও হয়?? কিভাবে সম্ভব, অবাক লাগছে আমার। দোয়া করি সুষ্ঠু বিচার হোক।চিন্তা করবেন না আপনি।সবার সুস্থতা কামনা করছি।

 2 years ago 

এখন সুষ্ঠু বিচারের অপেক্ষাতেই আছি আপু।

 2 years ago 

ঠিক বলছেন আপু ছোট বাচ্চা থাকলে খুব সমস্যা হয়।তাই একসাথে দুইটা তিনটা রেসিপি নিয়ে রাখলে ভালো হয়।তবে আপনার ঘটনাটি শুনে বেশ খারাপ লেগেছে আসলে ইদানিং মানুষ অনেক পশুর মত হয়ে গেছে মানুষকে আঘাত করতে একদম পরোয়া করে না।আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল যাতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আর যারা অপরাধ করেছেন তাদের যেন উপযুক্ত শান্তি হয় সেই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মতামত পোষন করার জন্য।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে ভীষণ খারাপ লাগলো। আসলে এধরনের ঘটনা গুলো গ্রামে বেশি হয়ে থাকে। যাক মন খারাপ করবেন না। আশাকরি আইনের হাতে সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

জ্বি ভাইয়া আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।

 2 years ago 

আসলেই আপনার ঘটনাটা পড়ে বেশ খারাপ লাগলো।আজকাল মানুষগুলো যে কি কিছু থেকে কিছু সমস্যা হলে মারামারি শুরু করে দেয়।তাই বলে মহিলাদের গায়ে হাত তুলবে,ব্যপারটা বেশ দুঃখজনক।আপনার পরিবারের সকলের সুস্হ্যতা কামনা করছি।ধন্যবাদ

 2 years ago 

জ্বি আপু ঠিক বলেছেন কিছু একটা হলেই মারামারি শুরু করে গায়ের জোর দেখায়। ধন্যবাদ আপু আমার পরিবারের জন্য দোয়া করবেন।

 2 years ago 

আপু আপনারা পোস্ট পড়ে অনেক খারাপ লাগল। সত্যি আপু আজকাল মানুষ এতো খারাপ বলার মতো নয়।শুধু মাত্র কথা কাটাকাটির জন্য গায়ে হাত তুলতে হবে,তাও আবার মহিলাদের ওপর। আপনারা ঠিক করেছেন সব কিছু এখন আইন দেখুক।দোয়া করি হসপিটালে ভর্তি যারা আছেন তারা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় যেতে পারেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই এসব ঘটনা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো ৷ না জানি তারা এখন কেমন আছেন ৷ আসলে গ্রামের মানুষ সবাই একসাথে বসবাস করা সত্বেও মাঝে মধ্যে কিসের জন্য ৷ যেন এসব জোগড়া বিবাদ. হয়ে থাকে ৷ আর যার ফলে মারামারি থেকে শুরু মামলা পযন্ত হয়ে থাকে ৷ আপনার অনুভুতি টা আমি বুঝতে পারছি ৷ আসলে কাছের মানুষদের যখন কিছু হয় ৷ তখন আর নিজেকে ভালো লাগে না ৷
সর্বোপরি সব ঝামেলা মিটে যাক এমনটাই কামনা ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য পোষণ করার জন্য।

 2 years ago 

আপু আপনার পরিবারের লোকদের উপর আক্রমণ হয়েছে জেনে সত্যি মন খারাপ হয়ে গেল। আসলে এমন কিছু মানুষ আছে যারা অন্যের উপর আক্রমণ করতে বেশি পছন্দ করে। সময় এবং সুযোগের অপেক্ষায় থাকে। আপনার মন খারাপের কারণ বুঝতে পারছি আপু। আসলে বাসার মানুষের যদি এই অবস্থা হয় তাহলে সবারই মন খারাপ হওয়ার কথা।

 2 years ago 

জ্বি আপু মনটা ভিষন খারাপ। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বাবার বাড়ি কোন খবর শুনলে মন এত খারাপ হয় যে আর কোনো কিছু ভালো লাগেনা। আপনার বাবার বাড়িতে তো আসলেই বড় একটি ঘটনা ঘটে গিয়েছে ছোটখাটো বিষয় নিয়ে গ্রামের লোকজন মারামারি পর্যায়ে চলে যায় প্রায়ই। আপনার পরিবারের লোকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জেনে খারাপ লাগলো আশা করি বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি সবাই দ্রুত সুস্থ হয়ে যাবেন।

 2 years ago 

জ্বি আপু মূর্খ সবগুলো বড় ছোট কিছু মানেনা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42