এবিবি স্কুল লেভেল ০৩ হতে আমার অর্জন - by @helal-uddin
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল ৩য় এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষা মূলক পোস্ট। লেভেল ৩য় এর প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেত চেষ্টা করব লেভেল ৩য় এর এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।
১। প্রশ্নঃ মার্কডাউন কি ?
উত্তরঃ পোষ্টকে পাঠকের নিকট সুন্দর ভাবে উপস্থাপন এবং দৃষ্টিনন্দন করার জন্যে কিছু কোড ব্যাবহার করা হয়ে থাকে সে গুলোই হচ্ছে মার্কডাউন।
২। প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ মার্ক ডাউন কোড গুলোর মাধ্যমে আমাদের লেখাগুলোকে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দিত রূপে উপস্থাপন করতে পারি তাই এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।
৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?
উত্তরঃ পোস্টের মধ্য মার্কডাউনের প্রতিফলন না ঘটিয়ে মার্কডাউনের কোডগুলো উপস্থাপন করতে চাইলে লেখার শুরুতে চারটি স্পেস প্রদান করতে হবে।
৪। প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
উত্তরঃ মার্কডাউন কোড:
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
User | Posts | Steem Power |
---|---|---|
User1 | 10 | 500 |
User2 | 20 | 9000 |
৫। প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি?
উত্তরঃ সোর্স উল্লেখ করার জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে সোর্সের টেক্সট বসাতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সোর্স লিংক বসাতে হবে।
মার্ক ডাউন কোড:
[সোর্স টেক্সট](সোর্সের লিংক)
আউটপুট:
সোর্স টেক্সট
৬। প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
উত্তরঃ মার্কডাউন কোড:
#হেডিং ১ (সবচেয়ে বড় সাইজ)
##হেডিং ২ ( বড় সাইজ)
###হেডিং ৩ (মিডিয়াম সাইজ)
####হেডিং ৪ (ছোট সাইজ)
#####হেডিং ৫ (খুব ছোট সাইজ)
######হেডিং ৬ (টিনি সাইজ)
আউটপুট:
হেডিং ১ (সবচেয়ে বড় সাইজ)
হেডিং ২ ( বড় সাইজ)
হেডিং ৩ (মিডিয়াম সাইজ)
হেডিং ৪ (ছোট সাইজ)
হেডিং ৫ (খুব ছোট সাইজ)
হেডিং ৬ (টিনি সাইজ)
৭। প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
উত্তরঃ মার্কডাউন কোড:
<div class="text-justify"> text...</div>
আউটপুট:
text...
৮। প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তরঃ কন্টেন্টের টপিক নির্বাচনে যে বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে অভিজ্ঞতা রয়েছে এবং তার ভিত্তিতে পোস্টটিকে সৃজনশীলতার সাথে উপস্থাপন করতে পারা যাবে সে বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
৯। প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?
উত্তরঃ কোন টপিক এর উপর ব্লগ লিখতে গেলে সে টপিকস এর ওপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী। কারণ সেই বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে লেখার গুণগত মান বিনষ্ট হবে এবং পাঠকের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারবো না।
১০। প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?
উত্তরঃ পোস্টে 7 ডলার ভোট প্রদানের ফলে এর অর্ধেক 7÷2 = 3.5 ডলার কিউরেশন রিওয়ার্ড পাবো। যেহেতু স্টিমের মূল্য 0.50 সেক্ষেত্রে স্টিম পাওয়ার পাবো 3.5÷0.50 = 7 স্টিম পাওয়ার কিউরেশন রিওয়ার্ড পাবো।
১১। প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃ পোষ্ট করার ৫ মিনিট এরপর থেকে ৬ দিন ১২ ঘন্টার পূর্ব পর্যন্ত ভোটিং প্রদান করে থাকলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।
১২। প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তরঃ @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারন @heroism এর ভোটিং ভ্যালু বেশি পাওয়ারফুল হবে সাধারণ ইউজারদের একক ভোটিং ভ্যালু এর চেয়ে।
পরিশেষে একটি কথাই বলতে চাই, লেভেল ৩য় এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল ৩য় এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।
আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin।
এবিবি স্কুলের লেভেল ৩ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি লেভেল তিন থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকে প্রতিটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাইয়া।
জি ভাইয়া দোয়া করবেন।যেন প্রতিটা লেভেল সুন্দরভাবে অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হয়ে।আপনাদের সাথে কাজ করার সুযোগ পাই।