উন্নয়নের নামে বৃক্ষ নিধন

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকে পত্রিকা পাতায় একটি খবর দেখে খুবই খারাপ লাগলো। অবশ্য এই ধরনের খবর হর হামেশাই আমরা দেখে থাকি। খবরটা হচ্ছে সড়ক প্রশস্ত করার জন্য কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়েই ঠিকাদার সড়কের পাশে অবস্থিত গাছ কাটতে শুরু করে দিয়েছেন। আমাদের দেশের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরুটাই হয় গাছ কাটার মাধ্যমে। তাদের অবস্থা থেকে এমন মনে হয় গাছ হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় শত্রু। অথচ উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কোনো জায়গায় গাছ থাকলে সেটা না কেটেই সমস্ত রকম উন্নয়ন কর্মকাণ্ড করা হয়। সেখানে গাছ না কেটেই বাড়ি করার ব্যবস্থা করা হয়।


IMG_20240519_181124.jpg

কারণ তারা গাছের গুরুত্ব বুঝতে পেরেছে। আর আমরা বুঝতে পারিনি বলেই আমাদের দেশের আজকে ভয়াবহ অবস্থা। কিছুদিন আগেও প্রচন্ড গরমে মানুষের অবস্থা হয়ে গিয়েছিলো খুবই খারাপ। শহরাঞ্চলে তো মানুষের একটু রেস্ট নেয়ার জায়গা পর্যন্ত ছিলো না। শহরের রাস্তাঘাট গুলোকে মরুভূমির মতো মনে হোতো যদিও গ্রামাঞ্চলে এখন পর্যন্ত কিছু গাছপালা রয়েছে আমাদের দেশে। কিন্তু সেটাও আগের থেকে অনেক কম। আর শহরগুলো তো রীতিমতো কংক্রিট জঙ্গলে পরিণত হয়েছে। তার ভেতর আবার ঠিকাদারদের গাছ কাটার এই মহোৎসব পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছে।


একটা গাছ কাটার আগে তারা একবার চিন্তা করে না। একটা বড় গাছ কেটে ফেললে সেই জায়গা পূরণ করতে কত বছর সময় লাগে। আর সেখানে শুধু মানুষ দেখানোর জন্য কিছু চারা গাছ রোপন করবে। যেগুলো যত্নের অভাবে অল্প কয়েক দিনের ভেতরেই নষ্ট হয়ে যাবে। এই অবস্থা থেকে বাঁচতে হলে এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে। বৃক্ষ নিধনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। না হলে দিন দিন আমাদের দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আর এই কাজ কারো একার জন্য করা সম্ভব না। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আশা করবো এখন থেকে সবাই যার যার অবস্থান থেকে বৃক্ষ নিধন কারীদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68092.03
ETH 3536.59
USDT 1.00
SBD 2.75