ভালো কাজ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে পৃথিবীতে সবার জন্ম কিন্তু সুখের হয় না। অর্থাৎ কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের কর্ম যদি ভালো থাকে তাহলে সবাই আমাদেরকে ভালবাসবে। তাইতো একটি প্রবাদ আছে যে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। অর্থাৎ আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের যদি কাজ সব সময় ভালো করতে হবে। আসলে মানুষের পরিচয় কখনো তার জন্মের মধ্যে দিয়ে বিচার করা উচিত নয়। কারণ পৃথিবীতে সবাই কিন্তু ধনী পরিবারের জন্ম গ্রহণ করে না। বেশিরভাগই অনেকে গরিব পরিবারের জন্মগ্রহণ করে।


যদি আমরা জন্মের দিক থেকে বিচার বিবেচনা করে তাহলে সেটি আমাদের ভুল হবে। কারণ এই পৃথিবীতে অনেক গরীব লোক রয়েছে যারা তাদের কর্ম সব সময় ভালো করে যায় এবং তারা পৃথিবীতে সব সময় সৎ থাকার চেষ্টা করে। তারা সব সময় সমাজের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। আসলে তাদের জন্ম যেখানেই হোক না কেন তারা সব সময় সমাজের লোকেদের উপকারের জন্য চেষ্টা করে এবং অন্যের যদি কোন ক্ষতি না হয় সেদিকে সবসময় লক্ষ্য রাখে। আসলে এসব ব্যক্তিদেরকে সবাই অন্তর দিয়ে ভালবাসে।



কিন্তু অনেকে রয়েছে এই পৃথিবীতে যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করেও তারা কখনো অন্যের উপকার করে না। তাদের দ্বারা যেমন অন্যের উপকার হয় না তেমনি তারা কিন্তু সব সময় অন্যের ক্ষতি করে। আসলে অন্যের ক্ষতি করে জীবনে কোনদিনও ভালো থাকা যায় না। যদি আপনার কাছে প্রচুর অর্থ রয়েছে তবুও আপনি অন্যের অপকার অর্থাৎ ক্ষতি করে আপনি জীবনেও সুখে শান্তিতে দিন যাপন করতে পারবেন না। আসলে বংশই কিন্তু মানুষের পরিচয় নয়। আমার কাছে মনে হয় যে, মানুষের কর্মই মানুষের প্রধান পরিচয় হওয়া উচিত।


ভালো কাজ


হঠাৎ করে সামনে দেখি,

সবকিছুই যেন অন্ধকার লাগে।

অন্ধকার থেকে বেরোতে হলে,

ভালো কর্ম কর আগে।


ভালোর তো কোন শেষ নেই,

অন্যের উপকার করতে হবে।

অন্যরা খুশি হলে পরে,

জীবনে তুমি শান্তি পাবে।


স্বার্থপরের মত কাজ না করে,

অন্যের জন্য তুমি কাজ করো।

মনের শান্তি পাবে অনেক,

ভালো কাজের এমনই মর্ম।


জন্ম যেখানেই হোক না কেন,

কর্ম যদি আমাদের ভালো হয়।

মানুষ আমাদের ভালবাসবে,

আমাদের স্থান মানুষের মনে রয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 months ago 

ভালো কাজ ও সৎকর্মের মাধ্যমেই মানুষ একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে আদর্শের জন্য যে জায়গাটা বরাদ্দ তার থেকে অন্য কোথাও যাওয়া না হয়। তাহলে মূল হারিয়ে ফেলার মতো হবে।

আপনার কবিতাটি সাধারন, তারপরেও খুবই অর্থবহ। পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন। 👋

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68608.23
ETH 2448.10
USDT 1.00
SBD 2.41