প্রিয় মানুষের দেওয়া আঘাত

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা আমাদের জীবনের চলার পথে বিভিন্ন ধরনের আঘাত পেয়ে থাকি। এবং এটা একটা মানুষের জন্য একেবারে স্বাভাবিক ব্যাপার। কারণ বিভিন্ন কাজে-কর্মে কিংবা সম্পর্কে আঘাত ব্যাপারটা খুব সাধারণ হয়ে গেছে আজকাল। কিন্তু যে মানুষগুলোকে মন থেকে ভালোবাসা হয়। এবং যেই মানুষগুলোর জন্যে একেবারে নিঃস্বার্থভাবে করা হয়। সেই মানুষগুলোই যখন গোপনে আঘাত দিয়ে বসে এবং সেই আঘাতটা তখন যখন পরিমাপ করা হয়। তখন দেখা যায় যে তার পরিমাণ অনেকটা বেশি। তখন ব্যাপারটা সত্যিই সহ্য করা যায় না।

কারন আমি মনে করি পৃথিবীতে সব কিছু সহ্য করা গেলেও আপন মানুষের দেওয়া আঘাত কখনোই সহ্য করা যায় না। কারণ আমরা যখন কাউকে আপন মানুষ বানাই। তখন কিন্তু তাদেরকে মন থেকেই ভালোবাসি। এবং সবচেয়ে বড় কথা হলো তাদেরকে মন থেকে ভরসা করি এবং নিজের সবকিছু আমরা তাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। কারণ আমাদের মনে মনে একটা বিশ্বাস ঠিক থেকেই যায় যে। অন্য কেউ আমাদের ক্ষতি করলেও। সেই মানুষটা আমাদের কোনো ক্ষতি করবে না। অর্থাৎ আমাদের প্রিয় মানুষটা।

কিন্তু দিনশেষে দেখা যায় যে তারাই আমাদের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলা করে। এবং না চাইতেই আমাদের এই ব্যাপারটা মেনে নিতে হয়। ব্যাপারটা অনেকটা তিক্ত সত্য কথার মতোন। যেটা হয়তো হজম হতে চায় না। কিন্তু আমাদের বাধ্য হয়ে হজম করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই প্রিয় মানুষের আঘাত কখনো ভুলা যায় না। অন্য মানুষের দেওয়া আঘাত হয়তো ভোলা যায় কিংবা মেনে নেওয়া যায়। কারণ তারা দূরের মানুষ। কিন্তু আপন মানুষের আঘাত কখনোই ভোলা যায় না।

কিন্তু আমাদের ব্যাপারটা এমন যে প্রিয় মানুষেরা আমাদের আঘাত দিলেও আমরা সব সময় আবার সেই প্রিয় মানুষদের কাছেই যাই এবং আবার আরেকটাবার ভরসা নিয়ে যাই যে সবাই আমাদের দ্বিতীয় বার আঘাত দিলেও। হয়তো এই মানুষগুলো আমাদের আবার বুঝবে। কিন্তু আমরা বারবার ঠকে যাই। অর্থাৎ বারবার সেই তারাই আমাদের আঘাত দেয় এবং আবার আমরা বারবার তাদের ই ভরসা করি।
Sort:  
 2 months ago 

অনেক মূল্যবান কথা লিখেছেন আপনি আপনার কথাগুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। আসলে আমরা চলার পথে মানুষের কাছে অনেক আঘাত পেয়ে থাকি। কিন্তু এই আঘাতটি এক এক জনের কাছে এক এক রকম লাগে কেন বুঝি না। যার জন্য অনেক করা যাই যাকে মন থেকে ভালোবাসা যায় সামান্য একটু ভুল ত্রুটি হলেই সেই মানুষগুলো এমন করে আঘাত দেয় যেটা বুকের ভিতর যেন লাগে সেটা সহ্য করা কঠিন হয়ে যায়, কিন্তু দেখি যেসব মানুষকে বেশি মূল্যায়ন করি না তাদের আঘাতটা বেশি কষ্ট দেয় না। অনেক বাস্তব কথা লিখেছেন আপনার পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে যাদের কাছ থেকে ভালোবাসা আশা করা যায় তারা যদি মনে ব্যথা দেয় বা কষ্ট দেয় সে ক্ষেত্রে সেটা হজম করা একটু কষ্টই। আর বেশিরভাগ ক্ষেত্রে দিন শেষে তারাই মনে কষ্ট দেয় যাদেরকে আপন ভাবা যায়।

 2 months ago (edited)

আমি মনে করি বিশ্বাস আর মেয়ে মানুষ, এই দুটো জিনিস আসমান জমিন তফাৎ। ভুল করেও কোন ছেলে যেন মেয়ে মানুষকে বিশ্বাস না করে এটা আমার ব্যক্তিগত কথা। কেননা মেয়ে মানুষ বিশ্বাসের যোগ্য নয় যদিও বা সবাই একরকম নয় কিন্তু সঠিক মানুষকে একটা ছেলের জীবনে পাওয়া বর্তমান যুগে কঠিন দুষ্কর। একটা ছেলের ক্যারিয়ার ধ্বংসের জন্য একটা মেয়ে যথেষ্ট। যদি মেয়েটি বিশ্বস্ত বিশ্বাসযোগ্য হয় তাহলে আবার ছেলের ক্যারিয়ার গঠনে সেই মেয়েটি যথেষ্ট। কিন্তু আফসোস সেরকম মেয়ে বর্তমান সমাজে পাওয়া বিলাসিত। মানুষকে আপন ভাবা যাবে কিন্তু বিশ্বাস থেকে বিরত থাকেন নইলে পস্তাতে হবে এটাই বাস্তব।

 2 months ago 

আসলে কাছের মানুষ কিংবা আপন মানুষদের প্রতি আমরা ভরসা করি যে,সেই মানুষগুলো আমাদেরকে কখনোই আঘাত করবে না এবং বিশ্বাসের মর্যাদা রাখবে। কিন্তু যখন তাদের কাছ থেকে আমরা কষ্ট পাই,তখন একেবারেই মেনে নিতে পারি না। পরবর্তীতে কারো প্রতি আর বিশ্বাসও হয় না। যাইহোক দারুণ লিখেছেন। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68095.56
ETH 3267.37
USDT 1.00
SBD 2.66