হাবিজাবি স্লিমিং টি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে ফেসবুকের কল্যাণে, জানিনা এমন কোনো কিছুই বোধ হয় নেই। অর্থাৎ ভাইরাল কোনো কিছু সম্পর্কে অবগত নই আমরা। এমনটা আসলে এখন আর হয় না। কারণ বর্তমানে ভাইরাল হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো ফেসবুক। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে অল্প কিছু হলেই মানুষ ভাইরাল হতে পারে এবং সেই ভাইরাল গুলো আবার প্রতিটা মানুষের মুঠোফোনে পৌঁছেও যায়।

তাই কয়েকদিন আগে যথারীতি আমি আমার একটু অবসর সময়ভে বিভিন্ন নিউজ দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। আসলে সোশ্যাল মিডিয়া আমার খুব কম ইউজ করা হয়। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় অপচয় হয়। অর্থাৎ ধরুন, আপনি একটা রিলস দেখার জন্য ফোনের ফেসবুকে ঢুকলেন। তখন দেখবেন যে, আপনি ঘন্টার পর ঘন্টা রিলস দেখছেন। আর এভাবে করেই আমাদের সময়টা অপচয় হয়। যাইহোক যেটা বলতে এসেছিলাম সেটা হলো,

বর্তমানে দেখলাম ভাইরাল কিছু স্লিমিং টি খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এবং সেই স্লিমিং টি গুলোর উপাদান কি। সেটা আমার জানা নেই। কিন্তু খুব অবাক করার মতো বিষয়গুলো তারা ক্লেইম করছে যে, এক প্যাকেট খেলেই মানুষের ওজন কমে যাবে। আমার কথা হলো। যদি কোনো চা খেয়েই ওজন কমানো যেতো। তাহলে এতোগুলো জিম এর কোনো দরকার ছিলো না! তাহলে মানুষ এতো শারীরিক পরিশ্রম করে শরীর কমাতো না তাই না!

তাহলে চিন্তা করুন, ওই স্লিমিং টি গুলো খেয়ে যদি ওজন কমে যায়। তাহলে সেসব কতোটা ভয়ংকর এবং শরীরের জন্য ক্ষতিকর ব্যাপার। আসলে মানুষ এটা বুঝতে পারে না বলেই, কিনে কিনে খায়। আমি তাই আমার পোস্টের মাধ্যমে এটাই সতর্ক করার চেষ্টা করছি যে, এই ধরনের খাবার/পানীয় গুলো মোটেও খাওয়া যাবে না। কারণ এগুলো অনেক ক্ষতিকর হতে পারে। আবার অনেক সময় মানুষের শরীর এতোটাই খারাপ হয়ে যায় যে হসপিটালাইজড হতে হয়! তাই শরীর কমাতে চাইলে ব্যায়াম,ডায়েট,জিম,ইয়োগা এসব এর বিকল্প নেই।
Sort:  
 2 months ago 

আসলেই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অযথা টাইম নষ্ট হয়। তাই আমি সোশ্যাল মিডিয়া একেবারেই ইউজ করি না। যাইহোক কিছু কিছু মানুষ সবকিছুতে শর্টকাট খুঁজে। আর তারাই এসব জিনিস কিনে খায় এবং নিজের ক্ষতি নিজেই ঢেকে আনে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এমন সতর্কতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68598.13
ETH 2704.77
USDT 1.00
SBD 2.72