জীবনের শেষ ক্ষণে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের শেষ ক্ষণে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে জন্মিলে অবশ্যই একদিন না একদিন মারা যেতে হবে। আসলে এই জন্ম থেকে মৃত্যু অবধি আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। আসলে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে যারা কিনা বিনা কাজ করে এই পৃথিবীতে বেঁচে আছে। আসলে সকলকে কিছু না কিছু কাজ করতে হয়। যারা ধনী শ্রেণীর লোক তাদের কাজের পরিমাণটা অনেক কম হলেও মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর লোকেদের কাজের পরিমাণ অনেক বেশি থাকে। আসলে তারা যতই কাজ করুক না কেন তারা সারা জীবন একটু সুখের মুখ দেখতে পায় না। আসলে এক সময় যখন আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি এবং জীবনের শেষ ক্ষণে পৌঁছে যাই তখন শুধুমাত্র পূর্বের কথা ভাবা ছাড়া আর কোন কাজ থাকে না।

আসলে মানুষের কর্মফল তাকে সবসময় ভোগ করতে হয়। কারণ এই কর্মফল যার ভালো হয় সে পরবর্তীতে সুখে শান্তিতে থাকতে পারে এবং এই কর্মফল যাদের খারাপ হয় তারা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না। আসলে কর্মফলের উপর ভিত্তি করে মানুষ বয়সের সময় সেইভাবে কাটায়। আসলে মানুষের সকল ভাবনা-চিন্তা তখন চলে আসে। জীবনের এই শেষ সময় এসে ভাবতে থাকে সে জীবনে কি করেছে এবং এই কর্মের ফল তাকে এই শেষ বয়সে ভোগ করতে হচ্ছে। আসলে মানুষ এই শেষ বয়সে তখন আর কোন কিছু করার থাকে না। শুধুমাত্র তাদের বসে বসে ভাবতে হয় কখন তাদের এই জীবন প্রদীপ নিভে যাবে।

আসলে মানুষ যদি সারা জীবনে ভালো কর্ম করে এবং অন্যের সাহায্য করে তাহলে হয়তোবা সে শেষ বয়সে এসে ভাবতে পারবে যে সে জীবনে কিছু না কিছু ভাল কাজ করেছে। আসলে যারা জীবনে ভালো কাজ করে তাদের শেষ সময়টা অনেক ভালো যায়। কারণ একজন ব্যক্তির যতই টাকা থাকুক না কেন সেই ব্যক্তি জীবনে মোটেও সুখে থাকতে পারবে না যদি না সে কখনো কোন ব্যক্তিকে কোন সময় সাহায্য না করে। আমার মনে হয় যে ভোগের মধ্যে প্রকৃত সুখ কখনোই থাকে না। প্রকৃত সুখ থেকে সব সময় ত্যাগের মধ্যে। তাইতো আমাদের প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি আমরা গরিবদের মাঝে দান করি অথবা কোন অবস্থায় তাদের সাহায্য করি তাহলে আমরা জীবনে একটু সুখ পাব।

আসলে সুখ খোঁজার জন্য টাকার কোন প্রয়োজন নেই। তাইতো ভাঙ্গা ঘরে থেকেও যেসব মানুষের সুখে শান্তিতে দিন কাটায়। কিন্তু কেউ অট্টালিকার পরে থেকেও তারা সুখে শান্তিতে কখনো দিন কাটাতে পারে না। আর এজন্য মানুষের জীবনে কর্ম করাটা অনেক বেশি প্রয়োজন। আসলে মানুষ যখন সেই বয়সে এসে তাদের পূর্বের সকল কাজ করার হিসাব করতে থাকে তখন তারা ভাবতে থাকে যে তারা জীবনে কয়টি ভালো কাজ করেছে এবং কয়টি খারাপ কাজ করেছে। আসলে জীবনে যদি যারা কৃপণের মতো বসবাস করে তারা শেষ সময়ে কখনোই ভালোভাবে জীবন কাটাতে পারে না। আর এজন্য আমাদের সকলের উচিত সারা জীবন ভালো কর্ম করে যাওয়া।

আর কথায় আছে না, ভালো কর্ম করতে পয়সা লাগে না। আসলে মানুষ হাজার হাজার কোটি টাকা দিয়েও তারা তাদের নামকে বড় করতে পারে না। আবার অনেক মানুষ হয়েছে যাদের জীবনে অর্থ খুব কম থাকলেও তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে কারণ তারা কখনো নিজেদের স্বার্থকে বড় করে দেখেনা। আসলে যারা নিজেদের স্বার্থকে বড় করে দেখে তারা জীবনে কখনো সুখী হতে পারে না। তাইতো নিজেদের স্বার্থ নয় অন্যের স্বার্থকেও প্রাধান্য দেওয়া উচিত। আর এর ফলে আমরা জীবনের অন্তিম মুহূর্তে একটু সুখের মুখ দেখতে পাবো এবং শান্তিতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 months ago 

এটাই বাস্তব সত্য কথা। এই পৃথিবীতে জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেতেই হবে। তবে আজকে আপনি আমাদের মাঝে একটি সুন্দর বিষয় তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সারা জীবন আমরা যদি অন্যকে সাহায্য সহযোগিতা করি এবং ভালো ভালো কাজ করি, তাহলে শুধু শেষ বয়সে নয়, বরং পরকালেও ভালো থাকা যাবে। কারণ মানুষ হিসেবে আমাদের সবার উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাহলে আল্লাহ তায়ালা আমাদের উপর খুবই সন্তুষ্ট হয়ে যান। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ অন্যকে সাহায্য তো করেই না,বরং কিভাবে ক্ষতি করবে,সেই চিন্তায় মগ্ন থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59698.94
ETH 2303.28
USDT 1.00
SBD 2.51