প্রসঙ্গঃ নিজ এলাকায় নারীদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা। ১০%পে-আউট @ shy-fox


সবাইকে-অভিনন্দন

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে, আমার আজকের পোস্ট শুরু করতে চলেছি। আশা করি সবাই উপভোগ করতে পারবেন।

IMG_20211128_142758.jpg



গত কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম, ভাবছিলাম গত শুক্রবার ম্যাচে চলে যাব। কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি। তার কারণ হচ্ছে আমাদের পার্বতীপুর থানার, ৯ নং ওয়ার্ডের একটি স্কুল মাঠে তথা আমাদের স্কুল মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়। ভাবছিলাম নামাজের পরেই বেরিয়ে যাব ম্যাচের উদ্দেশ্যে। কিন্তু তার আগে জানতে পারলাম আজকে একটি টুর্নামেন্ট খেলা আছে। প্রথমে ভাবছিলাম হয়তো সচরাচর ছেলেদের খেলা হয়। তাই মনে করছিলাম। কিন্তু না এটা একটা আকর্ষণের ব্যাপার ছিল। ম্যাচটি ছিল মেয়েদের। খেলতে আসা টিম দুটি হচ্ছে, ঢাকা ক্লাব ভার্সেস দিনাজপুর ক্লাব। বাহ এটা শুনে সত্যি অনেক ভালো লাগলো। তারপরে আর গেলাম না ম্যাচের দিকে। পরপরেই অপেক্ষা করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে বেড়িয়ে পড়লাম আমাদের স্কুল মাঠের উদ্দেশ্যে। অবশেষে কাঙ্খিত সময়ে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি খেলা দেখার জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। যাইহোক গ্রামের ছেলে বলে বেশ ছাড় পেয়ে ঢুকে গেলাম। ঢুকেই দেখি বিশাল আয়োজন। তারপরে আমি চলে গেলাম স্টেজ বরাবর। স্টেজটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে ফুলে ফলে। যাই হোক এগুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো আর আমার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে ফেললাম স্টেজ এর কিছু মুহূর্তের ছবি। তবে আমার কাছে স্টেজ টা সত্যি অনেক ভালো লেগেছে। কেননা, এখানে অনেক ডেকরেশন করা হয়েছে। বিশেষ করে কাগজের ফুলের মাধ্যমে।

IMG20211126152005.jpg


IMG20211126152515.jpg


তারপরে স্টেজ এর দিকে লক্ষ্য করলেই দেখতে পেলাম দুইটি ছোট ছোট কাপ। তবে একেবারেই ছোট নয়। কিন্তু দুটি কাপ এক না।‌দুইটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটি হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি আরেকটি হচ্ছে রানার্সআপ ট্রফি। তবে এগুলো দেখে বেশ আনন্দেই লাগলো। যদিও খেলাটি একটু গ্রামের দিকে তবে আমার দেখা মত, এখন পর্যন্ত পুরো পার্বতীপুর থানার কোন ওয়ার্ডে এরকম খেলা আয়োজন করা হয়নি। কেননা এটা করতে হলে বিশাল ব্যয়বহুল। কারণ হচ্ছে একটাই, এগুলো টিম তো আর সাধারণ টিম না। এদেরকে ফি দিয়ে নিয়ে আসা হয়। এজন্যই পরে বুঝলাম হয়তোবা এ কারণে টিকিট করা।

IMG20211126152432.jpg


IMG20211126152458.jpg


যাই হোক খেলা সম্পর্কে অনেক কিছুই জানলাম, কেন খেলাটি হলো-কোথায় হল। এবার আসি মাঠের দিকে। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। কেননা সময় সময়ের গতিতে। ঠিক ৪ টার দিকে মোটামুটি আকারে দর্শক গ্যালারি ভর্তি হয়ে গেল। চতুর্দিক মিলে ৪ হাজারের উপরে দর্শক ছিল। যাই হোক অবশেষে ৪:১০ মিনিটে রেফারি মাঠে নেমে গেল। তারপরেই ৫ মিনিট পর একে একে দুই টিম নেমে গেল মাঠের মধ্যে। মাঠের মধ্যে নেমে দুটি দলেই বেশ শারীরিক ব্যায়াম করে নিলো মাঠের এক কোনায়।

IMG20211126152751.jpg


IMG20211126155240.jpg


তারপরে দেখলাম জাতীয় টিমের মতো দুই টিম একসাথে হেঁটে এসে মাটের মাঝখানে গিয়ে দাঁড়াল। জাতীয় সংগীত গাওয়া হলো। জাতীয় সংগীত গাওয়ার পরে, যারা অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন তারা তাদের সাথে ভালো-মন্দ মত বিনিময় করলো। তারপর প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত ছিলেন, তারপরে তিনি মাঠের মাঝখানে একটি ফুটবল নিয়ে তার শুট এর মাধ্যমে উদ্বোধন করিয়ে দিলেন। তারপর থেকেই খেলা শুরু।


IMG20211126160030.jpg


IMG20211126160001.jpg


অতি আনন্দের সাথে পুরো ম্যাচটি উপভোগ করলাম। তবে মজার একটা বিষয় আমি এখন পর্যন্ত কোন জয়ী-বিজয়ী দলের নাম ঘোষণা করিনি। পরিশেষে বলতে চাই দুই দলের মধ্যেই সমান সমান খেলা চলতেছে, কিন্তু একটু বেশি খেলতে ছিল ঢাকা ক্লাব। কিন্তু ভাগ্যের কী পরিহাস শেষ পর্যন্ত দিনাজপুর ক্লাব জিতে গেল। ০-১ গোলে ঢাকা ক্লাব কে হারিয়ে জয় লাভ করল দিনাজপুর ক্লাব। যাই হোক সব দর্শকেই অনেক আনন্দের সাথে খেলা উপভোগ করেছে বলে আমি মনে করি।



ধন্যবাদ বলতে চাই আমার সকল বাংলা ভাষা-ভাষী সদস্যদের প্রতি ধৈর্যসহকারে আমার অনুচ্ছেদটি পড়ার জন্য।

আশাকরি আমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও ভুল হলে দেখিয়ে দেবেন এবং ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে ও সবার কাছে দোয়া চেয়ে আজকে এখানেই শেষ করলাম। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। শুভ সন্ধ্যা।


শুভেচ্ছান্তে-
@hayat221

Logo.png



Sort:  
 3 years ago 

আপনাদের এলাকায় নারীদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখে অনেক ভালো লাগলো। কারন নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে বিশেষ করে গ্রাম ও আপনি অনেক সুন্দর করে নারীদের ঐতিহ্যবাহী ফুটবল খেলার উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই নারী দিনদিন সামনের দিকে অগ্রসর হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন আপনি। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

বাহ দারুন তো এইরকম পর্যায়ে মহিলাদের ফুটবল। বাংলাদেশে নারী ফুটবল দল আছে নাম মাএ। ফুটবল আমার বেশ পছন্দের খেলা। এবং খেলার আয়োজন টাও দারুণ ছিল। সবমিলিয়ে অসাধারণ বলা যায়।

বেশ ভালো একটা ম‍্যাচ উপভোগ করেছেন। খেলার মধ্যে বেশ শৃঙ্খলা ছিল।

জ্বী ভাইয়া অনেক উপভোগ করেছি খেলাটা। আর পরিবেশ ও শৃঙ্খলা গুলো আসলেই অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার দেশে মহিলাদের ফুটবল ম্যাচ দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর দিন বন্ধুরা, আমি আপনার পোস্টটি দেখতে পছন্দ করি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

বাহ নারীরাও পিছিয়ে নেই ।ওরাও দেখিয়ে দিতে পারে আমরাও দুর্বল না ।আমরা সকল বাধা পেরিয়ে জয় সিনিয়ে আনতে পারি।আপনার এলাকার মেয়েদের আগ্রগতি ভালো ।তাদের খেলার পারফর্মসও ভালো ছিলো ।ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার এলাকায় নারীদের ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখে আমার অনেক ভালো লেগেছে। আজকের নারীরা সমাজের পিছিয়ে নেই তারা দিনদিন নিজের সক্ষমতাকে তুলে ধরছে। সুন্দর একটি পোস্ট করেছেন আপনি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার এলাকার নারীদের এই ঐতিহ্যবাহী ফুটবল খেলার পুরো পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যিই এগুলো দেখে মনে হয় নারীরা এগিয়ে যাচ্ছে। নারীদের এই অগ্রগতি ভীষণ প্রয়োজন। আপনাকে স্বাধুবাদ জানাই চমৎকার একটি পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72