৩০ স্টিম পাওয়ার আপ // ১০% @shy-fox

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারও ৩০ স্টিম পাওয়ার আপ করলাম।

IMG_20210825_035538.jpg

আমরা কেন পাওয়া আপ করবো, এই প্রশ্নটা সবার মনেই থেকে যায়। আসেন আজকে আমরা জানি পাওয়ার আপ করলে কি হবে। পাওয়ার আপ করলে আমাদের একাউন্টটির শক্তি বেড়ে যায় বা শক্ত হয়। পাওয়ার আপ করে আপনি আপনার ক্ষমতা বজায় রাখতে পারেন। আপনার যদি এসপি পাওয়ার আপ থাকে আপনি ক্ষুদ্র ইউজার হয়েও অন্য এক ক্ষুদ্র ইউজারকে আপভোট করতে পারবেন। আপনিও একজন ক্ষুদ্র ইউজার হয়ে অন্য এক ক্ষুদ্র ইউজারকে আপভোট করলে, ওই সময় আপনার ভোট থেকে কিছু সেন ঢুকে যায়। তখন ওই ইউজারে খুশি হয়, আপনিও খুশি হন। আমাদের একটি করে আপভোট কে একটি একাউন্ট কে সামনের দিকে নিয়ে যেতে পারে। তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে পাওয়ার আপ করি আর সকলকে আপভোট করি।

এখন এখানে অনেক নতুন ইউজার আছে, তারা এখনো ভালোভাবে করতে পারেন না। পাওয়ার আপ করার সময় অন্যের সাহায্য নিতে হয়। তাই তারা আমার বিষয়টা একটু লক্ষ্য করলে নিজে নিজেই পাওয়ার আপ করতে পারবে। নিচে এখন আমি পাওয়ার আপ করার ধাপগুলো দিয়ে দিব।

IMG_20210825_034425.jpg

এটি হচ্ছে আমার স্টিমিট ওয়ালেট।

IMG_20210825_033834.jpg

IMG_20210825_034019.jpg

IMG_20210825_034132.jpg

IMG_20210825_034202.jpg

IMG_20210825_034327.jpg

এটি হচ্ছে আমার পাওয়ার আপ করার পর ৩৩ থেকে ০৩ আসছে, তারমানে পুরোপুরিভাবে পাওয়ার আপ হয়ে গেছে।

Sort:  
 3 years ago 

খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি, শুরু দিকে আমি সব রিওয়ার্ডস পাওয়ার আপ করে ফেলতাম। যার কারনে আমার এখন পাওয়ার বেশী।

ধন্যবাদ আপু। এখন থেকে আমিও প্রতিমাসে পাওয়ার আপ করব।

 3 years ago 

অল্প হোক পরিমানে, তবুও উদ্যোকটির সাথে সংযুক্ত হওয়ার যে চেষ্টা আপনি করেছেন, সেটাকে আমরা সাদুবাদ জানাচ্ছি ভাই। ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97161.42
ETH 3477.12
USDT 1.00
SBD 3.11