প্রসঙ্গঃ রাতের আধারে-বৃষ্টির ফোটায় ৫টি ফুলের আলোকচিত্র দিয়ে ১ টি অ্যালবামে ll ১০% পে-আউট @shy-fox
হ্যালো বন্ধুরা,
আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
প্রসঙ্গঃ রাতের আধারে-বৃষ্টির ফোটায় ৫টি ফুলের আলোকচিত্র দিয়ে ১ টি অ্যালবাম।
আজকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ে গেল। সন্ধ্যার পরে কিছুটা বৃষ্টির টপটপ একটু একটু করে কমতে শুরু করল। বৃষ্টির ফোটা এখনো লেগে আছে ফুলের পাপড়িতে।
সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকেও বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আশা করি সবাই উপভোগ করতে পারবেন।
আমি এইসব ফুলের ছবি সংগ্রহ করেছি বাসার ছাদের ওপরে থেকে। ফুলের গাছ লাগানো একটা শৌখিনতার ব্যাপার। অনেকেই ফুলকে ভালোবেসে লাগায়,আবার অনেকেই শৌখিনতার জন্য। যাইহোক ফুল আমারও অনেক ভালো লাগে।এখন আমি ফুলের কিছু পবিত্রতা মুহূর্ত বিশ্লেষণ করবো। ফুল আসলেই পবিত্র। যার কোন পাপ নেই। ফুল কখনো পাপের ধারেও পৌঁছায় না। কেননা, ফুলের তোড়া দিয়ে অনেকজন কেই শুভেচ্ছা পোষণ করি, সম্বর্ধনা জানাই ও ভালোবাসার আকুলতা পোষণ করি। তাহলেই বলতে পারি, ফুলের মত পবিত্র জিনিস আর কি আছে। আমাদের দেশে এমনও ব্যক্তিত্বের স্মৃতি আছে তাদেরকেও এই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়ে আমরা স্মরণ করি।
আলোকচিত্র ০১
আমি প্রথমেই বলে নিচ্ছি, এই ফুলের নাম আমার জানা নেই। ফুলের নাম কি জানার অনেক চেষ্টা করলাম, পরিশেষে পারলাম না। তবে ফুলটি দেখতে অনেক সুন্দর। যেন বৃষ্টির পানিতে আরো সুন্দর হয়েছে। কারো এই ফুলের নাম জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন।
আলোকচিত্র ০২
আলোকচিত্র ০৩
আলোকচিত্র ০৪
আলোকচিত্র ০৫
https://w3w.co/doped.scribbled.again
|device|oppo|12|A|
এখন আমি উপরে যে চারটি ফুলের আলোকচিত্র দিয়েছি সব গোলাপ ফুল। এখানে শুধু বৈচিত্রতা প্রতিটা ফুলের রং। চারটি ফুলের চারটি রং। যেমন,
ধপধপে সাদা,ধপধপে লাল, মিশ্র সাদা-হলুদ ও মিশ্র লাল-হলুদ। প্রতিটা ফুলের মধ্যে আমার প্রিয় রং হচ্ছে, লাল গোলাপ। এটা আমার অনেক পছন্দের একটা ফুল। আমার এই পছন্দের ফুল টা আমি যে কোন কাজে ব্যবহার করে থাকি। আমি যতদূর জানি লাল গোলাপ বেশিরভাগ মানুষেরই পছন্দ। এ কথাটা বললাম কারণ, আমি অনেক জায়গায় দেখেছি ও শুনেছি,প্রিয় লাল গোলাপের শুভেচ্ছা নিও।
আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেছেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। অভিনন্দন সবাইকে।
শুভেচ্ছান্তে-
@hayat221
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। রাতের আঁধারে প্রত্যেকটি ফুল দেখতে চমৎকার লাগছে। তার ওপরে আবার বৃষ্টির ফোঁটা পড়া ।আপনি প্রথম ফুলটার নাম জানতে চেয়ে ছিলেন, আপনার প্রথম ফুল গাছটার গায়ে যদি কাটা থাকে তাহলে এটি কাটামুকুট গাছ। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ফুলের গাছটিতে কাটা ছিল। তাহলে এটি কাটামুকুট ফুল। তবে ফুলটার নাম আজকে জানতে পারলাম।ধন্যবাদ আপু নামটা বলার জন্য।
ফুল আমার খুবই ভালো লাগে। আপনার আলোকচিত্র ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার ১,২,৩ নাম্বার ছবিগুলো সবচেয়ে ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য। সেটাই ফুল সবার ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
রাতের আধারে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে। খুবই ভালো লেগেছে ফুলের ছবি গুলো দেখে।শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার ভালো লেগেছে এটা শুনে অনেক ভালো লাগলো।
ভাইয়ের এই ইউনিক আইডিয়া দেখে আসলেই আমি মুগ্ধ। ধন্যবাদ ভাই বৃষ্টির দিনে এত সুন্দর কিছু ছবির-ফটো গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সময় নিয়ে আমার ফটোগ্রাফি দেখার জন্য।
আপনাকেও ধন্যবাদ, অনেক ভালো ফটোগ্রাফি করছেন দোয়া করি এগিয়ে যান
সব সময় সবাই যে ফুলগুলো নাম জানেনা ওই ফুলগুলি আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। আপনার এই নাম না জানা ফুলটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনি খুবই ভালো ফটোগ্রাফি করেন, ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও। তবে আসলেই ফুলটির নাম জানিনা। তবে দেখতে অনেক ভালো লাগে।
অনেক দক্ষতা সম্পূর্ণ ফটোগ্রাফি করছেন। রাতের আধারে তোলা ছবি গুলো কতো সুন্দর লাগতেছে।বিশেষ করে ফুলের ওপর পানির ফোটা গুলো দেখতে সেই লাগতেছে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
প্রতিটা ছবি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন ভাই। বৃষ্টির ফোটায় আসলে সব কিছু খুবই সুন্দর দেখায় ।১,৩ নং ছবিটা আমার কাছে খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য
আপনার ভালো লেগেছে এটা শুনে আমারও অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার রাতের আলোকচিএ ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার সব কয়টি ফটোগ্রাফি ভালো লাগছে।আপনার জন্য শুভ কামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফুল গুলো অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। প্রথম তিনটি আলোকচিত্র খুব সুন্দর ছিল। বিশেষ করে দুই নম্বর ফটোগ্রাফির কথা না বললেই না। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর হইছে
আপনার ফটোগ্রাফি।
কিন্তু আরো ছবি যোগ করলে আরো ভালো হতো।
শুভকামনা রইলো৷