রেসিপিঃ মুরগির মাংস ভুনা / ১০% পে-আউট@shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



মুরগি মাংস ভুনা

IMG20210915123831.jpg



রেসিপি তৈরীর উপকরণঃ

উপকরণঃপরিমাণঃ
মুরগি মাংস১কেজি
মরিচপরিমান মত
পেঁয়াজপরিমাণ মত
হলুদপরিমান মত
আদাপরিমান মত
লবণস্বাদ অনুযায়ী
রসুনপরিমাণ মত
তেল১০০ গ্রাম

IMG20210915110706.jpg

IMG20210910093815.jpg


ধাপ ০১

IMG20210915105618.jpg

প্রথমে আমি মাংস গুলো ধুয়ে নিলাম ভালো করে।


ধাপ ০২

IMG20210915105722.jpg

এখন আমি একটি করাইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম।


ধাপ ০৩

IMG20210915105843.jpg

তারপর আমি করাইয়ের মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম।


ধাপ ০৪

IMG20210915110013.jpg

তারপর মাংসগুলোর উপর, লবণ, হলুদ, মসলা ও তেল দিয়ে দিলাম।


ধাপ ০৫

IMG20210915110110.jpg

তারপর মাংস সহ সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলাম।


ধাপ ০৬

IMG20210915110118.jpg

মাংসগুলো মেখে নেওয়ার পরে কিছু পরিমাণ পানি যোগ করলাম।


ধাপ ০৭

IMG_20210915_155409.jpg

এখন এটা চুলায় বসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করলাম।


ধাপ ০৮

IMG20210915112005.jpg

চুলায় বসিয়ে দেয়ার পর ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম কিছু পরিমাণ পানি কমে গেছে।


ধাপ ০৯

IMG20210915111956.jpg

তারপর এগুলো কষা শুরু করলাম। যতো কষবেন ততো টেস্টটি হবে।


ধাপ ১০

IMG20210915113930.jpg

কষার সময় একটু খেয়াল রাখতে হবে, যদি পানি কমে যায় তখন কি করবেন? এর প্রেক্ষিতে যদি মাংস সিদ্ধ হয় তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা আপনি তো ভুনা করতেছেন।


ধাপ ১১

IMG20210915113856.jpg

লক্ষ্য করে দেখুন মাংসের রং লাল হয়ে গেছে।


ধাপ ১২

IMG20210915120735.jpg

আমার রান্না হয়ে গেছে। এখানে সর্বশেষে স্বাদ বাড়ানোর জন্য কেউ গরম মসলা ব্যবহার করতে পারেন।


ধাপ ১৩

IMG20210915123926.jpg

এটা এখন পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে, আমার রান্নার রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

ভুনা মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু হয়। আমি এই ধরনের মাংস খেতে বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া, সত্যি অনেক ভালো লাগে ভুনা মাংস খেতে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

এরকম বুনা মুরগির মাংস খেতে আমার খুবই ভালো লাগে।কখনো কখনো আমি রান্নার শুরু থেকেই খাওয়া শুরু করি।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধাপে ধাপে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে।আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

মুরগির মাংস ভুনা খেতে সত্যিই অনেক মজা,আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি টা তৈরি এবয় উপস্থাপন করেছেন, আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া। এটা হচ্ছে বাঙ্গালীদের ঐতিহ্যপূর্ণ খাবার। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58116.56
ETH 2361.49
USDT 1.00
SBD 2.42