করতোয়া নদীতে গোসল করার আনন্দ মুহূর্ত ll আমার বাংলা ব্লগ ll

IMG_20210617_001403.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করব করতোয়া নদীতে গোসল করার কিছু মুহূর্তের সময়। আমরা আমাদের গ্রামের ছোট বড় অনেকেই একসাথে হয়ে, অনেক আনন্দের সাথে গোসল করি। এর আগে কখনো এতো ছেলেরা মিলে গোসল করতে যাওয়া হয়নি। শুধু পেরেছি করোনা-কালীন বাসায় থাকার কারণে। তো এখন আমি তুলে ধরব, গোসল করার কিছু ছবি। আমি আশা করি সবার ভালো লাগবে।

IMG20201001142236.jpg

IMG20201001142230.jpg

IMG20201001142234.jpg

IMG20201001142802.jpg

IMG20201001142341.jpg

IMG20201001142525.jpg

এই করতোয়া নদী বয়ে গেছে আমাদের গ্রামের পাশ দিয়ে। গ্রামের পাশে করতোয়া নদী থাকা মানেই এক আনন্দের বিষয়। করতোয়া নদীতে নানা রকমের মাছ পাওয়া যায় ছোট থেকে বড় পর্যন্ত। যেমন: ছোট মাছের সংখ্যাই বেশি পাওয়া যায়। আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।

Sort:  
 3 years ago 

নদীতে একসাথে স্নান করা আর সাঁতার কাটার মজাই আলাদা।

হ্যাঁ ভাইয়া অনেক মজা হয় সবাই মিলে একসাথে গোসল করলে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে চেষ্টা করুন লেখা গুলো সোজা করে লেখার জন্য। তাহাতে পাঠকের পড়তে সুবিধা হয়।

ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77