নয়া নজরে জীবনঃ " সততা " l @shy-fox-১০% দেওয়া।


হ্যালো বন্ধুরা

আমি@hayat221 বাংলাদেশ থেকে বলছি

আসসালামু- আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও অনেক ভালো আছি। আজকে আমি একটি গল্প আকারে, নয়া নজরে জীবন-সততার উপরে একটি কাব্য শেয়ার করতে চলেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এমনকি সততার উপরে যে সত্যতা রয়েছে তা উপলব্ধি করতে পারবেন।


সততা

download (15).jpeg
Source

আপনার কাছে সেটাই সত্য যা আপনি লক্ষ্য করেছেন। এবং যখন তা হারাবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন।

সততা কি? আপনি জানেন, এটা জানাই সততা। আপনি যা জানেন তা আপনি জানেন এবং সেটা জানার সাহস রাখা এবং আপনি যা লক্ষ্য করেছেন এবং জেনেছেন তা বলার সাহস রাখা, এরই নাম সততা।

সম্মান, সত্য ও মহত্ব এইসব বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। তবে আমার মনে হয় আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন হবে না। আপনি বা আমি যা লক্ষ্য করেছি তা ঠিকভাবে লক্ষ্য করে থাকি, যদি কি লক্ষ্য করেছি, সেটা খেয়াল করে থাকে এবং সর্বদা লক্ষ্য করার জন্যই লক্ষ্য করে থাকি। সন্দিহান হওয়ার দরকার পড়ে না, সমালোচকের আসনটি অধিকার করাও প্রয়োজন নেই, এমনকি মনটা খোলা রাখার ও দরকার পড়ে না। এদের মধ্যে কোন জিনিসের এই দরকার নেই। যা লক্ষ্য করেছি তা লক্ষ্য করার জন্য আর তা বলার জন্য নিশ্চিতভাবে প্রয়োজন পড়ে যথেষ্ট সততার। যথেষ্ট বিশ্বাস, আত্মবিশ্বাস ও সাহসের।ডায়নেটিক্স কোন কিছুই আপনার জন্য ততক্ষণ সত্য নয়, যতক্ষণ না আপনি নিজের লক্ষ্য করেছেন। যা আপনি লক্ষ্য করবেন তাই সত্য। এই হলো সততা। এছাড়া সততা আর কিছু নয়।

উদাহরণস্বরূপ আমরা যদি বলি, দুজন সরকারি কর্মকর্তা। তারা প্রতিনিয়ত ও তাদের সততার সাথে কাজ করে যাচ্ছে। সততার সাথে জীবন পরিচালনা করতেছে। সততার সাথে জীবন পরিচালনা করতে গেলে জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। যে এটা বাধা-বিপত্তি অতিক্রম করে চলার চেষ্টা করে সেই জন সততা ধরে রাখতে পারে। সমাজে এমন কোন লোক আছে যারা, মানুষের সততার কাছে হার মেনে যায়। এই হারমানা এটা অনেকের কাছে সহ্য হয় না। যারা সততার মাঝে কাজ করে যাচ্ছে, তাদের কিভাবে, তাদের সততার ওপরে দাগ লাগাতে হবে এমন চিন্তা ধারা নিয়ে ঘুরে বেড়ায় হাজারো লোক। একেক জন একেক এর প্রতি লেগেই আছে। তার সততা, তার চলা, তার উঠাবসা, তার সমাজে চলাফেরা, তার সুন্দরভাবে জীবন যাপন করা, এটা তাদের কাছে অসহ্য নিয়। কারণ তারাতো সততার মাঝে নেই। তারা এরকম প্রকৃতির লোক, নিজে ভালো থাকতে চায় কিন্তু অন্যকে ভালো থাকতে দিবেনা।

এখন ধরি, আপনি ও আপনার বন্ধু দুজন সততার মাঝে শহীত আছেন। এটা সমাজের কিছু লোক মেনে নিতে চায় না। কিভাবে আপনাদের দুজনকে আলাদা করা যায় এর ভাবনায় পড়ে আছে অনেক লোক। আপনার ও বন্ধুর মাঝে এমন একটি দৃশ্য নিয়ে আসবে যা আপনি উপলব্ধি করতে পারবেন না। তা আপনি ওই রকম প্রকৃতির লোকের এই কথাগুলো বিশ্বাস করলে, আপনার ও বন্ধু মাঝে যে সম্পর্কটা রয়েছে তার ধরে রাখতে পারবেন না। আপনার করনীয় হচ্ছে, আপনাকে যে কথাটা বলেছে তার কথা না শুনে, আপনার আর বন্ধুর মাঝে যে দৃশ্য কথা বলেছে তার নিজের চোখ দিয়ে দেখতে হবে। তাহলে সত্য ও সততা খুঁজে বের করতে পারবেন।

"আপনার কাছে সেটাই সত্য যা আপনি লক্ষ্য করেছেন। এবং তা হারালে আপনি নিঃস্ব হয়ে যাবেন।"


ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ সকল সদস্যদের। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। সত্য ও সততার উপলব্ধি জানতে পেরে।

Cc-
@rme

শুভেচ্ছান্তে-
@hayat221


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

ধন্যবাদ ভাইয়া মন দিয়ে পড়ার জন্য। আপনার জন্যও শুভকামনা।

 3 years ago 

সময় উপযোগী পোস্ট। সবার মধ্যে এমন সততা থাকা উচিত। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

টপিকঃ এবং কথা গুলো অনেক সুন্দর ছিল কিন্তু কিছু বানান ভুল হয়েছে হয়তো দ্রুত টাইপ করতে গিয়ে এমনটি হয়েছে আশাকরি সংশোধন করে দিবেন।

ধন্যবাদ ভাইয়া ভুল গুলো দেখিয়ে দেওয়ার জন্য। আর আমি দ্রুত সংশোধন করতেছি।

 3 years ago 

সততা হলো সাফল্যের মূল চাবিকাঠি, অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কিন্তু বর্তমান সমাজের সততা বলতে কিছু নেই সততার কেমন একটা দেখতে পাওয়া যায় না। মানুষ সব সময় সর্টকাট খোঁজে কিন্তু সফল হওয়ার জন্য সর্টকাটে কোনো রাস্তা নেই।

একদম ঠিক কথা ভাইয়া। তবে তারপরেও সমাজে পাওয়া যায় সততা ময়ী লোক। কেননা সততা ময়ী লোক সমাজে না থাকলে সে সমাজ ধ্বংস।

 3 years ago 

জি, কিছু কিছু সৎ মানুষের জন্য আমাদের এই সমষ্টি এখনো টিকে আছে ঠিক বলেছেন ভাই.

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67644.39
ETH 3483.63
USDT 1.00
SBD 2.65