Diy-এসো নিজে করি-রঙিন কাগজ দিয়ে হাঙ্গর মাছ তৈরি ll ১০% পে-আউট @shy-fox

সবাইকে-অভিনন্দন

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



Diy-এসো নিজে করি, রঙ্গিন কাগজ দিয়ে হাঙ্গর মাছ তৈরি।


সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকেও আমি বরাবরের মত একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি, একটু ভিন্ন তর। আমার আজকের পোষ্ট রঙিন কাগজ দিয়ে হাঙ্গর মাছ তৈরি।

IMG_20211013_173540.jpg


হাঙ্গর মাছ তৈরির উপকরণঃ

IMG20211013140448.jpg


ধাপ ০১

IMG20211013140026.jpg

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম।


ধাপ ০২

IMG20211013141232.jpg

তারপরে আমি কাগজটিকে ত্রিভুজের মত ভাঁজ করে নিলাম।


ধাপ ০৩

IMG20211013141415.jpg

এবার আমি দেখাবো পুনরায় হাঙ্গর মাছ তৈরির ধাপ গুলো।


ধাপ ০৪

IMG20211013141726.jpg

এখন আমি দুইটি কোণ ভাঁজ করে নিলাম।


ধাপ ০৫

IMG20211013141907.jpg

তারপরে আমি কাগজটিকে মাঝখান দিয়ে কাটার জন্য খুলে নিলাম।


ধাপ ০৬

IMG20211013142505.jpg

তারপর আমি এক এক করে কেটে নিলাম।


ধাপ ০৭

IMG20211013143404.jpg

তারপরে আমি আটা লাগানোর প্রস্তুত করলাম।


ধাপ ০৮

IMG20211013143818.jpg

এখন আমি আটা লাগিয়ে নিলাম।


ধাপ ০৯

IMG20211013144057.jpg

আটা লাগিয়ে অনেক সুন্দর দেখাচ্ছে।


ধাপ ১০

IMG20211013144303.jpg


ধাপ ১১

IMG20211013144440.jpg


ধাপ ১২

IMG20211013144736.jpg


ধাপ ১৩

IMG20211013144913.jpg


ধাপ ১৪

IMG20211013145029.jpg

আমার সম্পূর্ণরূপে সামনের অংশ তৈরি হয়ে গেছে।


ধাপ ১৫

IMG20211013145329.jpg


ধাপ ১৬

IMG20211013145738.jpg


ধাপ ১৭

IMG20211013150440.jpg

এবার আমি পুনরায় মাছের চোখ দুটো বানিয়ে নিলাম।


ধাপ ১৮

IMG20211013151253.jpg


ধাপ ১৯

IMG20211013151502.jpg


ধাপ ২০

IMG20211013152138.jpg


ধাপ ২১

IMG20211013152719.jpg


ধাপ ২২

IMG20211013152317.jpg

এখন আমি মাছের লেজ ও পাখনা বানিয়ে নিলাম।


ধাপ ২৩

IMG20211013152944.jpg

IMG20211013152949.jpg

আমি সম্পূর্ণরূপে হাঙ্গর মাছ তৈরি করে ফেলেছি। আশা করি সবার ভালো লাগবে।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হাঙ্গর মাছ অনেক সুন্দর ভাবে তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে তৈরি আপনার হাঙ্গর মাছের চিত্রটি দেখতে খুবই সুন্দর লাগছে এত সুন্দর একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনের জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। হ্যাঁ আসলে অনেক সুন্দর হয়েছে। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

রঙিন পেপার দিয়ে তৈরি আপনার হাঙ্গর মাছের চিত্রটি খুব সুন্দর লাগছে। সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

ধন্যবাদ ভাইয়া মন খুলে মন্তব্য করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে একটি মাছ বানিয়েছেন। সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। জিনিসটি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

চমৎকার হয়েছে ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে হাঙর মাছ তৈরির প্রক্রিয়াটি।ধাপে ধাপে উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে।শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া। প্রশংসা শুনে খুব খুশি হলাম। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

কাগজ দিয়ে হাঙ্গর মাছ তৈরি করা বেশ সুন্দর হয়েছে। আপনারা জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধৈর্য সহকারে আমার পোস্টে দেখার জন্য।

 3 years ago 

হাঙ্গর মাছটি খুব সুন্দর।বিশেষ করে মুখটি।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

মাছটি খুব সুন্দর হয়েছে।
আমি বেশ উপভোগ করলাম পোস্টটি।
ধন্যবাদ ভাগ করে নেয়ার জন্য 🥀

 3 years ago 

মাছটি খুবই সুন্দর হয়েছে! আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51