[প্রসঙ্গঃ 📷🌿 আমার তোলা রেনডম ফটোগ্রাফি 📷🌿 // ১০% ভালোবাসা @shy-fox]


02-01-2022

১৮ই পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220102_235219.jpg



📷ফটোগ্রাফি 📷 ০১

IMG-20220101-WA0006.jpg

ফুল একটি পবিত্র জিনিস। ফুলকে ভালোবাসে না এমন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উপরে যে ফুলটি দেখা যাচ্ছে, জবা ফুল। এই ফুলটি সচরাচর খুব কম দেখা যায়। ফুলটি দেখতে বেশ সুন্দর। ফুলের যে সৌন্দর্যতা সেগুলোর প্রতি লক্ষ্য রাখলেই বোঝা যায়।

📷ফটোগ্রাফি 📷 ০২

IMG-20220101-WA0008.jpg

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশ কৃষির উপর নির্ভরশীল। শতকরা ৭০ পার্সেন্ট। কৃষির উপর নির্ভরশীল হাওয়ায়-প্রতিনিয়ত বছরের-পর-বছর জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করা হয়। এই ফুলটি হচ্ছে, আলু 🥔 গাছের ফুল। আলু সাধারণত বছরে একবার ওঠানো হয়।


📷ফটোগ্রাফি 📷 ০৩

IMG-20220101-WA0005.jpg

উপরে যে ফুলটি দেখা যাচ্ছে, এটি একটি কদু গাছের ফুল। ফুলটি বেশ সুন্দর দেখাচ্ছে। কৃষির যে মহিম মমতা তা লক্ষ্য করলেই বোঝা যায়। এই ফুল থেকেই হবে কদু। ফুলটি আমার জমি থেকে তোলা।


📷ফটোগ্রাফি 📷 ০৪

IMG-20220101-WA0000.jpg

শীতকালীন সবজি হিসেবে শিম অতি পরিচিত একটা সবজি। সাধারণত আমরা বছরে একবার শিম পেয়ে থাকি বা চাষ করি। এই সবজিটা আমার অনেক পছন্দের। পছন্দের সবজি হওয়ায় তাই তার সুন্দর ফুলটি আমার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপশন করে নিলাম।


📷ফটোগ্রাফি 📷 ০৫

IMG-20220101-WA0001.jpg

উপরে যে ফুলটি দেখা যাচ্ছে, এটি একটি ছোট্ট ঘাস ফুল। এই ফুলটিকে খুবই কাছ থেকে তথা ম্যাক্রো ফুল হিসেবে তোলা হয়েছে। দেখতে বেশ ভালো লাগছিলো ফুলটি। সকাল বেলার শিশির ভেজা ফোঁটাযুক্ত এখনো লেগে আছে।


📷ফটোগ্রাফি 📷 ০৬

IMG_20220101_235006.jpg

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে, তিনটি কিষান যুবক ছেলে একসাথে আনন্দের সাথে পুকুরে গোসল করতেছে। পুকুরে গোসল করার আনন্দ মুহূর্ত টা সত্যিই অনেক ভালো লাগে। তারা বেশ সুন্দর পানি ছিটাছিটি করতেছে। ওই সময়টা তাদের গোসল করার মুহূর্ত দেখে আমিও অনেক আনন্দ উপভোগ করেছি।


📷ফটোগ্রাফি 📷 ০৭

IMG_20220101_235242.jpg

উপরে দেখা যাচ্ছে, ধাউ ধাউ করে জ্বলন্ত আগুনের ছবি। আগুন কি নিয়ে খেলা করতে নেই। একবার কোথাও লাগিয়ে গেলে সেটা পুড়ে ছাই না হওয়া পর্যন্ত থামানো অসম্ভব। এখানে কিছু পরিত্যক্ত ময়লা পুড়িয়ে ফেলার জন্য আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল।


📷ফটোগ্রাফি 📷 ০৮

IMG_20220101_234745.jpg

একটা কৃষক তার ভালোবাসার ফসল ফলিয়ে, ঘরে তুলে অতি আনন্দের সাথে মারিয়ে নিচ্ছে। আমাদের দেশে ধান প্রধান অর্থকরী ফসল। ধানের মধ্যেই যেন, প্রতিটা কৃষক সোনার মুখ দেখতে পায়। এ যেন ধান ফসল নয়-যেন এক সোনা।


📷ফটোগ্রাফি 📷 ০৯

IMG_20220101_235512.jpg

এটা একটা ভাস্কর্যর ছবি। উপরে ভাস্কর্য হিসেবে রাখা হয়েছে, একজন একটা পতাকা হাতে নিয়ে অন্যজন একটা বন্দুক নিয়ে থাকার ভাস্কর্য। অন্যদিকে নিচে অংকন করা হয়েছে, একটা কৃষক ও তার ধমনির ছবি। ছবিটির মধ্যে ফুটে উঠেছে কৃষির বিচিত্র।



লোকেশনঃস্থানঃ
স্থান লোকেশনপার্বতীপুর
ডিভাইসoppo 12 A
ফটোগ্রাফারহায়াত সরকার
WW3W locationhttps://w3w.co/student.confetti.helps


ধন্যবাদ সবাইকে আমার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো ধৈর্য্য সহকারে দেখার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 3 years ago 

বাহ, ভাই আপনি ফটোগ্রাফি তো দারুন করতে পারেন ।আপনার করা ফটোগ্রাফির গুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ফুলগুলোর ফটোগ্রাফি । কেননা আপনি প্রত্যেকটি ফুল একদম স্পষ্ট ভাবে ফটোগ্রাফি গুলো করতে সক্ষম হয়েছেন সেই সাথে পোস্ট টি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জানিনা ভাইয়া কতটা সুন্দর করতে পারি। তবে চেষ্টা করি ভালো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্! আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। সবগুলোর মধ্য থেকে জবা ফুলের ছবিটি আমার কাছে অনন্য মনে হয়েছে।নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা♥♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটা মর্মান্তিক কমেন্ট করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার পোষ্টটি আমি পুরোটাই পড়েছি। আপনার একটা কথা আমার অসাধারণ লেগেছে আসলে আগুন নিয়ে খেলতে নেই, কেননা আগুন নিয়ে খেললে যদি একবার আগুন লেগে যায় তাহলে ছাই না বলতে পারে না কথাটি শতভাগ সত্য। এত সুন্দর একটি পোষ্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাই আসলেই আগুন নিয়ে খেলা করা উচিত না আমাদের। কেননা লেগে গেলে ক্ষতির সম্ভাবনাই বেশি। ধন্যবাদ ভাইয়া পুরো পোস্টটি পর্যবেক্ষণ করার জন্য।

 3 years ago 

রেনডম ফটোগ্রফি গুলো দেখতে আসলে অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের ফটো থাকে যার ভিতর যে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফিগুলো ভালোই হয়েছে। প্রত্যেকটা ছবি আপনি খুব সুন্দর করে তুলেছেন ।কৃষকের ফসল তোলার ছবিটা খুব সুন্দর হয়েছে সেই সাথে আপনার প্রত্যেকটা ছবির নীচে খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপু সত্যি আমার অনেক ভালো লাগলো আপনার মুখে মন্তব্যের কথা শুনে। সত্যি সত্যি আমি অনেক সুন্দর করতে পেরেছি। যা আপনাদের কাছেও ভাল লেগেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য।

আপনার ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সাথে গ্রাম বাংলার কিছু ছবি যুক্ত করেছেন এটি অসাধারণ লেগেছে ভাইয়া। প্রত্যেকটা ছবি আপনি খুব সুন্দর করে তুলেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া 🙏♥️

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য পেশ করে পাশে থাকার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

  • আপনি যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সবগুলো ফুলি দেখতে খুব সুন্দর। এই ফুলগুলো আমাদের খুবই চেনা পরিচিত ফুল। আমাদের গ্রাম অঞ্চলে ফুলগুলো সব সময় দেখা যায়। আর আগুনের ছবিটা দেখে খুবই ভাল লেগেছে। শীতের সময় আগুন এর কাছাকাছি থাকা খুব মজাদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাইয়া গ্রাম বাংলার কৃষির প্রতিরূপ ফুটে উঠেছে প্রত্যেকটা ছবিতে। আর শীতের সময় আগুন এর কাছাকাছি থাকা সত্যিই অনেক মজাদার। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 3 years ago 

ভাইয়া অসাধারন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। ফুল আসলে আমরা সবাই ভালবাসি। আপনার সবগুলো স্টেপ অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন। আপনার জন্য সবসময় শুভকামনা রইলো ভাইয়া।

বাহ আপু অনেক ভালো লাগল আপনার কমেন্ট পড়ে। সুন্দর একটা গোছানো কমেন্ট করেছেন আপনি। সব মিলিয়ে অসংখ্য ধন্যবাদ।

অসম্ভব সুন্দর করে প্রকৃতির ছবি আমাদের দেখানোর জন্য চেষ্টা করেছেন, খুবই সুন্দর ছিল ছবিগুলো ভাই।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। ❤️❤️❤️

স্বাগতম

 3 years ago 

কিছু ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে 1--5 ফটো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্যের মাধ্যমে আমাকে খুশি করার জন্য।

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68091.64
ETH 2633.74
USDT 1.00
SBD 2.68