বন্ধুর টাকায় ভুরিভোজ ও হোটেল রিভিউ। ১০% পে-আউট @shy-fox

আজ বুধবার ll তারিখঃ ০৬-১০-২০২১ ll সময়ঃ ৪:০০ টা ll


আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই উপভোগ করতে পারবেন।


প্রসঙ্গঃ বন্ধুর টাকায় ভুরিভোজ করে খাওয়া ও হোটেল রিভিউ। পার্বতীপুর শহরের একটি বিখ্যাত হোটেল।

IMG_20211006_154959.jpg



গত ২৭ তারিখ সেপ্টেম্বর মাসে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমার নিজ শহরের রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করি। আমরা ঐ দিন রাত ১০ টা পর্যন্ত আড্ডা দিতে চেয়েছিলাম। কিন্তু ঘোরাঘুরি করতে করতে আমার এক বন্ধুর ফোনে মেসেজ চলে আসে। মেসেজ অন করে দেখে তার জিএফ দেখা করতে চায়। তার জিএফ এর বাসা ছিল পার্বতীপুর থেকে দুই কিলোমিটার দূরে। আমার বন্ধু তার জিএফ কে রেলওয়ে স্টেশনে আসতে বলে। সেও আসতে চেয়েছিলাম। তার অপেক্ষায় আমরা প্রহর গুনতেছি। সে আবার প্রায় ৩০ মিনিট পর মেসেজ দিয়ে বলে আসতে পারবে না। কারণ তখন বাজে রাত ৭ টা। তখনই আমাদের সময় টা চলে যায় অন্যদিকে। তখনই আমার মাথায় চিন্তা আসে বন্ধুকে কিভাবে ভাঙ্গানো যায়। বন্ধুকে ভাঙ্গানোর কথা বলে দিলাম যে আজ আমরা গ্রিল আর নান রুটি তোমার টাকা দিয়ে। তখনই আমার বন্ধু কাতাকুতি শুরু করে দেয়। তখনই তাকে আমি উদাহরণস্বরূপ হিসেবে দাঁড় করাই, তার জিএফ কে। ধরো তোমার যদি জিএফ আসতো, তাহলে অবশ্যই তাকে খাওয়াতে হতো। বন্ধু বলল হা। এখন তোমার জিএফ আসলো না আমরাই তোমার জিএফ মনে করে চালিয়ে নেয়। তখন এই বন্ধু কিছুটা গলে গেল আর সাথে সাথেই নিয়ে গেল শাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

IMG_20211006_134955.jpg


received_426222642405277.jpeg



ভুরিভোজ করে খাওয়া

IMG20210928192038.jpg

https://w3w.co/headrest.behind.stew
|Divice|oppo|12|A|

এই শাহ হোটেল,শহরের একটি মানসম্মত হোটেল। এখানে ডেকরেশন থেকে শুরু করে খাবারের মান অনেকাংশেই ভিন্নরকম। প্রতিটি খাবার যেন লোভনীয়। এখানে ভাত থেকে শুরু করে, দই ও মিষ্টি পর্যন্ত একটি হোটেলে যা যা থাকা বাঞ্ছনীয় সব রয়েছে। বিশেষ করে এই হোটেলে ১২ রকমের মিষ্টি পাওয়া যায়। যা একেবারেই ভিন্ন। এই হোটেলের চা যেন মুখে লেগে থাকার মত। তাই, আজকে আমরা এই খাবারগুলোর মধ্যে আমরা ভুরিভোজ হিসাবে বেছে নিয়েছি, গ্রিল আর নান রুটি।

IMG20210928185425.jpg


received_855280315182554.jpeg


received_1149418375464493.jpeg


IMG20210928185451.jpg

এইগুলো সব খাবার হচ্ছে গ্রিল আর নান রুটি।


হোটেল রিভিউ

IMG20210928191919.jpg

IMG20210928185104.jpg

এই হচ্ছে হোটেলের ভিতর পরিবেশ। পরিবেশটা যেন কত সুন্দর। আসলেই অনেক সুন্দর।


IMG20210928185112.jpg

IMG20210928185156.jpg

এগুলো হচ্ছে হোটেলের উপরের পরিবেশ। উপরের পরিবেশটাও বিভিন্ন ডেকোরেশন এ পরিপূর্ণ।


IMG20210928185039.jpg

এই কার্ডটি হচ্ছে মেনু কার্ড। এখানে সব রকমের খাবারের নাম লেখা আছে। আপনি যে খাবারটা খাবেন এখান থেকে অর্ডার করতে পারবেন।


IMG20210928191915.jpg

এটা হচ্ছে সব খাবার রাখার টেবিল। এখানে রান্নাঘরে সব খাবার করা হয়।


IMG20210928192004.jpg

এটা হচ্ছে গ্রীল তৈরীর মেশিন। সাধারণ কথা আমাদের এখান থেকে গ্রীল বার করে দেয়।


IMG20210928191953.jpg

এখানে চপ বানানো হয়। এখান থেকে আমার চপ পেয়ে থাকি।


IMG20210928191904.jpg

এটা হচ্ছে বিল নেওয়ার ডেক্স বা টেবিল। এখানে শুধু এসে টাকা জমা দিতে হবে। আপনাকে আগেই হাতে বিল ধরিয়ে দেবে যেটা টেবিলে আপনি বসে খেয়েছেন।


IMG20210928185332.jpg

IMG20210928185451.jpg

IMG20210928185134.jpg

এগুলো হচ্ছে খাওয়ার সময়, উপভোগ করে খাওয়ার কিছু মুহূর্ত।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে, ভুরিভোজ করে খাওয়া ও হোটেলটি রিভিউ সম্পর্কে জেনে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ জানাই আমার মালা ব্লগ সকল সদস্যকে। সাভার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।

শুভেচ্ছান্তে-
@hayat221

Cc-
@rme



Sort:  
 3 years ago 

হোটেলের খাবার গুলো খুবই উন্নত ছিল এবং বন্ধুদের সাথে আপনারা একসাথে খাওয়া দাওয়া ভুরিভোজ করছেন খুবই ভালো লাগলো। অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য পেশ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে আরো সুন্দর বর্ণনা করেছেন আপনার খাবারের মেনু গুলা কিন্তু খুব ভাল ছিল মাসের মধ্যে এইগুলা খাওয়া হয়

ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

পরিবেশ দেখে বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম এবং মানসম্মত একটি হোটেল। বিশেষ করে খাবার গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনের করা হয়েছে আপনাদের সময় অপেক্ষায়। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হোটেলের ভিতরে পরিবেশ।

রকম বন্ধুত্ব ভুরিভোজ আরো হোক সেই কামনা করি

ধন্যবাদ ভাইয়া। আসলেই ভিতর পরিবেশটা অনেক সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

পরিবেশ দেখে বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম এবং মানসম্মত একটি হোটেল। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সেই সাথে আরো সুন্দর বর্ণনা করেছেন। শুভকামনা ভাইয়া।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে পরিবেশ যেমন সুন্দর খাবারের মান গুলো তেমনি সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

বন্ধুদের সাথে এরকম খাওয়া-দাওয়া আসলেই মজার। আমরাও জীবনে এমন অনেক করেছি। হোটেলটি আসলেই সুন্দর। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া। প্রত্যেকের জীবনে এরকম বন্ধু থাকা প্রয়োজন। শুভেচ্ছা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38