[প্রসঙ্গঃ জীবনে যতই বন্ধু আসুক"নিজ এলাকার বন্ধুর মতো হয় না"১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ০২ই, ফাল্গুন / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / মঙ্গলবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, "জীবনে যতই বন্ধু আসুক"নিজ এলাকার বন্ধুর মত নয়-সত্যতার গল্প। চলুন তাহলে পড়ে নেয়া যাক।

IMG_20220215_205348.jpg



আজ সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।


IMG_20220215_204103.jpg

IMG_20220215_204247.jpg

IMG_20220215_204154.jpg

জীবন থেকে নেওয়া, ছোট থেকে যখন বড় হতে শুরু করলাম। বড় হতে হতে একটু বুঝার মত জ্ঞান আহরণ করলাম। প্রথমে জ্ঞান আহরণ করলাম বাবা-মায়ের কাছ থেকে। আরো বেশি জ্ঞান আহরণ করার জন্য গিয়েছিলাম স্কুল ও বিদ্যালয়। বিদ্যালয়ে পাঠদান নেওয়ার সময় আনাছে-কানাছে পরিচিতি হয়ে ওঠে সবার সাথে। সবাই ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম গঞ্জের ছেলে এবং মেয়ে। ধীরে ধীরে যত উপরে উঠতেছি তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠলো। এভাবে বড় হতে হতে সবকিছু বুঝতে শুরু করলাম। এ থেকেই শুরু হলো যেন এক জীবনের অধ্যায়। এ অধ্যায় শুরু করতে, তাদের সাথে চলা, তাদের পাশে থাকা এমনকি মাঝে মাঝে মনে হয় পৃথিবীর মধ্যে আমরাই সেরা। তাদের সাথে অনেক সময় পার করেছি। কখনো ভালো কাজে আবার কখনো খারাপ কাজে। কিন্তু এমন কোন খারাপ কাজ করি নাই যাতে সমাজে খারাপ হয়ে উঠি। এই বন্ধু গুলোর সাথে অনেক অনেক ভালো সময় কাটিয়েছি, কখনো আড্ডা দিয়ে কখনো আবার ঘোরাঘুরি করে। বেশ ভালোই চলছিল আমাদের সবকিছু। এসব কিছু চলতে চলতে আরেকটু বড় হয়ে গেলাম। এখন মনে হচ্ছে একটু বাহিরের কিছু দেখব। চলে এলাম বাহিরে কিছু দেখার জন্য।

IMG_20220215_204135.jpg

IMG_20220215_204302.jpg


IMG_20220215_204209.jpg

যখনই বাইরে পা দিলাম বা বাইরে আসলাম। প্রথম প্রথম একটু ভালই কাটছিল এই সময়টাও। পরে মনে হলো কোথায় আসলাম। এখানে এসে পেলাম সব নতুন বন্ধু বান্ধব। তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে তুলতে অনেকটা সময় পার হয়ে গেল। তবুও তাদের সেই গভীরতার সম্পর্ক এখনো হয়ে ওঠেনি। তাদের সাথে সম্পর্ক গড়তে করতে দেখা যাবে যে আবার নিত্যনতুন কোথাও যাবার বেলা এসে যাবে। এভাবেই চলে যাবে বাকিটা জীবন। যেটা গত হয়ে এসেছে সেটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এটাকে আঁকড়ে ধরে সামনের দিকে পথচলা একমাত্র কাম্য।

IMG_20220215_204118.jpg

IMG_20220215_204229.jpg


এজন্যেই মনের মাঝে, মাঝে-মাঝে প্রশ্ন জাগে আসলেই জীবনে অনেক বন্ধু আসে তবে নিজ এলাকার মতো নয়। জানিনা এটা আপনাদের কাছে কতটা সত্য প্রকাশ করে। তবে আমার কাছে অনেক অনেক।


ধন্যবাদ সবাইকে আমার অনুচ্ছেদটি ধৈর্য সহকারে পড়ার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই কথাগুলো। জীবনে যত বন্ধুই আসুক নিজ এলাকার বন্ধুর মতো বন্ধু পাওয়া খুব মুশকিল। কারণ একসাথেই আমরা ছোট থেকে বড় হই । তাদের ভোলা যায় না সহজে , তারা হৃদয়ের মাঝে অনেকটা জায়গা করে আজীবন থেকে । আপনাকে এবং আপনার বন্ধুদের একসাথে দেখে খুবই ভালো লাগলো। আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61