আজকের প্রসঙ্গঃ টেলিফিল্ম রিভিউ [ বড় ছেলে ]

আজ সোমবার - ১৭-০৮-২০২১

আজকে থেকে আমি, ৭ দিনের মধ্যে ৩ দিন যেকোনো বিষয়ের উপর রিভিউ করবো। তাই আজকে একটা রিভিউ শুরু করলাম।

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে যে টেলিফিল্ম টি রিভিউ করতে যাচ্ছি, টেলিফিল্ম টির নাম হচ্ছে বড় ছেলে। টেলিফিল্ম টির মধ্য থেকে অনেকটা শিক্ষনীয় কিছু জিনিস রয়েছে।তো আর কথা না বাড়িয়ে চলে যাই রিভিউ এ।


বড় ছেলে

IMG_20210817_114425.jpg

টেলিফিল্ম থেকে স্কিনশট নেওয়া

বড় ছেলে ২০১৭ সালের একটি নির্মিত টেলিফিল্ম। এই টেলিফিল্ম টি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

টেলিফিল্মঃবড় ছেলে
পরিচালনাঃমিজানুর রহমান আরিয়ান
অভিনয়েঃঅপূর্ব ও মেহেজাবিন
ভাষাঃবাংলা
দেশঃবাংলাদেশ

রিভিউ

টেলিফিল্ম টির মধ্যে বাস্তবতার কিছু মিল পাওয়া যায়। টেলিফিল্ম টির মধ্যে অপূর্বর সাহেবের একটি পরিবার রয়েছে। তাদের পরিবারটা খুবই অভাবনীয়। তার পরিবারে, মা-বাবা ভাই-বোন ও তিনি রয়েছেন। তার বাবা একজন পেশায় সরকারি কর্মকর্তা ছিলেন। কিন্তু তার বাবা অবসরে চলে আসে চাকরি থেকে। তখন এই ঝড় চলে আসে বড় ছেলের উপরে। এখানে বড় ছেলে অপূর্ব। তার কাঁধে চলে আসে সংসারের হাল। তার পড়াশোনা শেষ হয়ে গেলে ও তার ভাগ্যে জোটেনি একটি চাকরি। সে টিউশনি করে বেড়াতো। সেই টাকা দিয়ে চলতে তাদের সংসার। তাতে তারা ভালোভাবে চলতে পারে না। কারণ টিউশনি করে আর কত টাকা পাবে।

অন্যদিকে অপূর্ব-মেহেজাবিন তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসায় কোন ত্রুটি ছিল না ।তারা দুজন কে একে অপরকে ভালভাবে জানতো। তারা দুইজন কোথাও ঘুরতে গেলে অপূর্ব তাকে বাদাম ছাড়া আর কিছু কিনে দিতে পারত না। কেননা তার কাছে কোন কিছু খাবার খাওয়ার মত টাকা পয়সা থাকে না। কারণ তাকে চালাতে হয় একটি সংসার। তারপরেও তাদের ভালোবাসার কোন কমতি ছিল না। এভাবে চলতে চলতে হঠাৎ করে নেমে আসে তাদের দুঃখময় সময়। হঠাৎ করে মেহেজাবিনের বাবা মেহেজাবিনের বিয়ে ঠিক করে ফেলে। তখন মেয়ে জাবিন তার বাবাকে বলতে পারেনা আমি একজনকে ভালোবাসি। কারণ সে তো বেকার। তখন মেহেজাবিন অপূর্বর সাথে দেখা করে এইসব কথা বলে। তখন এসব কথা শুনে অপূর্ব তাকে বিয়ে করার অনুমতি দেয়। সাথে সাথে মেহেজাবিন ও বলে ভালো একটা চাকরি করে, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করতে। এখানেই সমাপ্তি ঘটে যায়।


আমার ব্যক্তিগত মতামত

আমার ও আপনার পরিবারে এই অবস্থা হলে এসবের দিকে না দৌড়ানো আমি ভাল মনে করি। কারন বাস্তব জীবনে ও অনেক অপূর্বকে পাওয়া যায়।


আশা করি আমার টেলিফিল্ম টির রিভিউ আপনাদের সবার ভালো লেগেছে।এর মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

শুভেচ্ছান্তে-
@hayat221


Sort:  
 3 years ago 

ভালো রিভিউ দিয়েছেন। যদিও আমার নাটকটা দেখে হয়েছে অনেক আগেই। চরম বাস্তবতা পূর্ণ।

ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি সেম স্টিম এবং হাইভে করবেন না ।মানে হাইভে কাজ করতে হলে ফ্রেশ পোস্ট দিবেন। ধন্যবাদ।

ওকে ভাইয়া আর দিব না, নতুন করে লিখে পোস্ট করবো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69115.56
ETH 3736.98
USDT 1.00
SBD 3.66