Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে রাত-আঁধারের একটি পোকা তৈরি ll ১০% পে-আউট @shy-fox

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



প্রসঙ্গঃ Diy-এসো নিজে করি: রঙিন কাগজ দিয়ে রাত-আঁধারের একটি পোকা তৈরি।

IMG_20211031_174531.jpg



আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পোস্ট শুরু করতে চলেছি। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত-ধৈর্য সহকারে পাশে থাকবেন।



উপকরণঃ

IMG_20211031_140202.jpg

১. দুটি রঙিন কাগজ।
২. একটি কাঁচি।
৩. একটি পেন্সিল।
৪. একটি আটা ও
৫. একটি স্কেল।


ধাপ ০১

IMG20211031140803.jpg

প্রথমে একটি রঙিন কাগজ নিলাম।


ধাপ ০২

IMG_20211031_164327.jpg

কাগজটি থেকে দুইটি গোলাকার করে বৃত্তের মত কেটে নিলাম।


ধাপ ০৩

IMG_20211031_164348.jpg

ওই একই ভাবে অন্য একটি কাগজ থেকে ছোট বড় করে কেটে নিলাম।


ধাপ ০৪

IMG_20211031_164418.jpg

এখন গোলাকার কাগজটাকে একটা ভাঁজ করে নিলাম মাঝামাঝি।


ধাপ ০৫

IMG_20211031_164457.jpg

ওই একইভাবে দুটি ভাঁজ করে নিলাম।


ধাপ ০৬

IMG_20211031_164540.jpg

এখন আমি প্রথমে লাল গোলাকার বড় কাগজটি নিলাম।


ধাপ ০৭

IMG_20211031_164611.jpg

তারপরে আমি নিচের দিকে একটু কেটে নিলাম।


ধাপ ০৮

IMG_20211031_164637.jpg

এবার হলুদ ভাঁজ করা কাগজ টা এক পাশে আটা দিয়ে লাগিয়ে দিলাম।


ধাপ ০৯

IMG_20211031_164716.jpg

এভাবে দু'পাশেই লাগিয়ে দিলাম আটা দিয়ে।


ধাপ ১০

IMG_20211031_164747.jpg

তারপরে আমি ছোট লাল গোলাকার কাগজটাকে মাথা হিসেবে লাগিয়ে দিলাম।


ধাপ ১১

IMG_20211031_164850.jpg

এখন আমি এগুলো কেটে নিলাম অন্য কাগজ থেকে। এখন এগুলো গায়ের উপরে লাগিয়ে দিব।


ধাপ ১২

IMG_20211031_164915.jpg

এখন আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি।


ধাপ ১৩

IMG_20211031_164942.jpg

সবগুলো গায়ের উপরে লাগিয়ে দেওয়া শেষ করে নিলাম।


ধাপ ১৪

IMG_20211031_165013.jpg

এখন এর মাথার উপরে যে সিংহের মত থাকে তা লাগিয়ে নিচ্ছি ‌‌‌।


ধাপ ১৫

IMG_20211031_165036.jpg

এখন আমি দুটোই লাগিয়ে নিলাম।


ধাপ ১৬

IMG_20211031_165116.jpg

একটা কাজ বাকি ছিল সেটাও শেষ করলাম। সুন্দর করে চোখ দুটো লাগিয়ে দিলাম।


ধাপ ১৭

IMG_20211031_173459.jpg

সর্বোপরি আমার তৈরী হয়ে গেছে আমার রাত-আঁধারের একটি পোকা। আশা করি সবাই উপভোগ করেছেন।



ধন্যবাদ জানাই সবাইকে ধৈর্য সহকারে আমার পোস্ট দেখার জন্য। সবার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। এর মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা।

শুভেচ্ছান্তে-
@hayat221

Logo.png



Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে পোকা তৈরি বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একদম রাতের অন্ধকারে পোকাটি রয়েছে। প্রতিটা ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি খুব সুন্দর পোকা তৈরি করেছেন। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা আকারে উপস্থাপন করেছেন ।সেটি খুব সুন্দর হয়েছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের যে ভাল লেগেছে এটা শুনে আমার অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

দুর্দান্ত কাজ, আপনি এটি সম্পর্কে চিন্তা করতে পারেন এবং এটি দুর্দান্ত। শুভকামনা সবসময় আমার বন্ধু

আপনাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে রাত-আঁধারের একটি পোকা অনেক সুন্দর ভাবেই আপনি জিনিসটি তৈরি করেছেন। খুবই ভাল লাগল এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল। আপনি চরম যোগ্যতার অধিকারী। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য। সত্যি আমার অনেক ভালো লেগেছে এটা তৈরি করতে পেরে। যাই হোক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া,
কাগজ দিয়ে এতো সুন্দর রাতের আঁধারের পোকা তৈরি করেছেন।

আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

সিম্পল এরমধ্যে গর্জিয়াস হয়েছে ভাই। এত অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটি ডাই বানিয়েছেন তা দেখে তো আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই। আরো সুন্দর সুন্দর ডাই আমাদের উপহার দিবেন

হ্যাঁ অবশ্যই আরো সুন্দর সুন্দর ডাই আপনাদের সবার সাথে উপহারস্বরূপ তুলে ধরবো। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগড় দিয়ে আপনি অনেক একটি পোকা তৈরি করেছেন। এই পোকা সাধারণ রাতের আধারে দেখা যায়। চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া। আসলেই অনেক সুন্দর হয়েছে আমি কেবল বুঝতে পারলাম । সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আবারো ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনিতো খুব সুন্দর একটি পোকা তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার কাগজের তৈরি পোকাটি। আর আপনার উপস্থাপনাটা ও খুব সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার কাছে ভাল লেগেছে এটা শুনে অনেক খুশি হলাম। শুভেচ্ছা রইল।

 3 years ago 

নতুন আইডিয়া দেখছি, কাগজ দিয়ে পোকাও তৈরি করা যায়!এটা তো একদম ভেবেই দেখিনি আমি!বাহ বাহ, চমৎকার। আমার কাছে পোকাটির গায়ের উপরের নীল কাজের কাগজগুলো বেশি সুন্দর লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর রাতের পোকা তৈরি করেছেন।অনেক সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন। আমার মনে অনেক সময় লেগেছে আপনার। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের যে ভালো লেগেছে এটা শুনে আমারো অনেক ভালো লাগতেছে। শুভেচ্ছা নিবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81333.31
ETH 3153.35
USDT 1.00
SBD 2.79