[প্রসঙ্গঃ উদ্দেশ্য যখন ছাত্র জীবনের গন্তব্যস্থলে // ১০% ভালোবাসা @shy-fox]


18-01-2022

৩ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, বাসায় অধিক সময় কাটিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর অনুভূতি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220118_175843.jpg



আমরা কিন্তু গ্রামের ছেলে। তাই গ্রামে থাকতে থাকতে যে গ্রামীণ হয়ে যাব তা কিন্তু নয়। গ্রামের প্রাকৃতিক দৃশ্যের কখনো কোনো অভাব নেই। যেদিকেই তাকায় সেদিকেই শুধু প্রাকৃতিক দৃশ্য আর দৃশ্য। সুজলা সুফলা, শস্য গড়ে উঠেছে গ্রাম বাংলার প্রকৃতি। তাই গ্রামের দৃশ্য দেখতে ছুটে যায় গ্রামের বসতবাড়ি।

IMG20220115170455.jpg

কী সন্ধ্যার সময় নেমে এসেছে আমাদের এই ভুবনে। ডুব ডুব ভাব নিয়ে যখন সূর্য ⛅ ডুবন্তের দিকে কি মায়াবী দেখা যাচ্ছে। ফসলের উপর দিয়ে, বাঁশ-ঝাড়ের উপর সূর্য ডুবে যাচ্ছে।


IMG20220106205359.jpg

যাইহোক চলে আসি মূল ঘটনায়।বেশ একমাস যাবত বাসায় ছিলাম। বাসায় থাকার একটা ঘটনা ছিল। বেশ কয়েক মাস ধরে আমার বড় ভাই বিয়ে করার জন্য পাত্রী দেখতে ছিল। পাত্রী দেখতে দেখতে ঠিক কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ উপভোগ করেছি। কিন্তু কি আর করার ভাগ্যে এত আনন্দ জুটলো না। কেননা খবর পেলাম পরীক্ষার নোটিশ এর কথা। ভাবছিলাম আরো কিছুদিন থাকবো। অবশেষে চলে আসলাম। কেননা আমরা এখনো ছাত্র। এখনো ছাত্র জীবন পার করতে পারিনি। যাই হোক মনে কখনো দুঃখ নেই। কেননা, থাকি আমি কাছাকাছি খুব সুন্দর শহরে। আমি দিনাজপুর জেলায় অবস্থানরত-একজন মেডিকেল টেকনোলজির ছাত্র।

IMG_20220118_123919.jpg


IMG20220117155141.jpg

অবশেষে বাসা থেকে বার হলাম মেচের উদ্দেশ্যে। আমরা দুইটা পথ দিয়ে আসতে পারি রেলপথ ও সড়ক পথ। যেহেতু আমি বিকাল সময় ঠিক তিনটার দিকে বার হয়েছি তখন রেলপথে রেল না থাকায় সড়কপথ দিয়ে বাসে আসি। আসার সময় আমি বাসের জানালা দিয়ে কিছু ছবি তুলেছি। বিশেষ করে ছবি তুলেছে আমি বড় বড় ট্যাংকের। আপনারা দেখলেই বুঝতে পারবেন। বড় বড় ট্যাংক গুলো ছিল তেলের। সব তেল দিয়ে ভড়া।

IMG20220117160622.jpg

IMG20220117160619.jpg

অবশেষে বাসে করে আসার সময় কন্টাকটার ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনলাল। কন্টাকটার ভাই দুই সিটে একজনকে বাঁচাতে চাইলে আমাদের মতো পাবলিক বাসে না। বলে আমরা দুই সিটে দুইজন বসে যাব। কিন্তু আমি একাই এসেছিলাম দুই সিটে। এটা বলার কারণ হচ্ছে, করণা ও অমিক্রণ এর হার কম ছিল,বেশ কিছুদিন ধরে আবার দেখা যাচ্ছে আক্রমণের হার।

IMG20220117160547.jpg

IMG20220117160540.jpg

এসব কিছু দেখতে দেখতেই চলে আসলাম দিনাজপুর শহরে। আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তাই রাস্তায় আর বেশি দেরি না করে চলে আসলাম ম্যাচে। কারণ আমার সাথে কয়েকটি প্রয়োজনীয় ব্যাগ ছিল।

IMG20220117193218.jpg

IMG20220117193246.jpg



ধন্যবাদ সবাইকে আমার অনুচ্ছেদটি ধৈর্য্য সহকারে দেখার জন্য।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ম্যাচের লাইফে আবার ফেরত আসলেন জেনে ভালো লাগলো। ম্যাচ লাইফ আমার ভালোই লাগে। আবার যখন খালা না আসে রান্না করার জন্য তখন খুবই বিরক্ত লাগে। আপনি আসার সময় অনেক কিছু দেখেছেন ছবি শেয়ার করছেন দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য পেশ করার জন্য। আসলেই ম্যাচ লাইফ এ খালা না আসার যন্ত্রণা সত্যি অনেক খারাপ একটা বিষয়। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

 3 years ago 

অনেক আনন্দ কাটানোর পর পড়াশুনায় মনোযোগ।এটি খুবই অলস ব্যাপার লাগে আমার কাছে তবুও এটি মেনে নিতে হবে।আনন্দের সাথে সাথে নিজের চলার পথের পরিশ্রম আছে।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68253.22
ETH 2446.62
USDT 1.00
SBD 2.36